ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার (Instrument Transformer)

14
8821
ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার

ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার (Instrument Transformer) হলো এমন এক ধরনের ট্রান্সফরমার যা এসি সিস্টেমের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। যেমনঃ ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি, পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকুয়েন্সি ইত্যাদি।

ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার (Instrument Transformer) পাওয়ার সিস্টেমের নিরাপত্তার জন্য রিলেতেও ব্যবহার করা হয়।

কার্যপদ্ধতিঃ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের (Instrument Transformer) মৌলিক কাজ হলো এসি সিস্টেমের ভোল্টেজ এবং কারেন্টকে স্টেপ ডাউন করে দেওয়া। আমরা জানি পাওয়ার সিস্টেমে উচ্চ মানের ভোল্টেজে এবং কারেন্টে থাকে।

পাওয়ার সিস্টেমের এই উচ্চ ভোল্টেজ এবং কারেন্টকে পরিমাপ করার জন্য পরিমাপক যন্ত্র ডিজাইন করা অনেক ব্যয়বহুল এবং কষ্টকর। সাধারণত মেজারিং ইনস্ট্রুমেন্ট(পরিমাপক যন্ত্র) ডিজাইন করা হয় ৫ এম্পিয়ার এবং ১১০ ভোল্টের জন্য।

কারেন্ট ট্রান্সফর্মার নিয়ে বিস্তারিত পড়ুন

উচ্চ মানের ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করার জন্য ইন্সট্রুমেনেট ট্রান্সফরমার (Instrument Transformer) ব্যবহার করা হয়। একারনে আধুনিক পাওয়ার সিস্টেমে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার (Instrument Transformer) খুবই জনিপ্রিয়।

ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার

ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের (Instrument Transformer) সুবিধা

  1. ছোট রেটিং পরিমাপক যন্ত্রের সাহায্যে খুব সহজে এসি পাওয়ার সিস্টেমে উচ্চ ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপ করা যায়। যেমনঃ ৫ এম্পিয়ার, ১১০ ভোল্ট থেকে ১২০ ভোল্ট।
  2. ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার (Instrument Transformer) ব্যবহার করার ফলে পরিমাপক যন্ত্রের দাম অনেকাংশ কমে যায়।
  3. ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার (Instrument Transformer) সাধারণত হাই ভোল্টেজ পাওয়ার সার্কিট এবং মেজারিং ইন্সট্রুমেন্টের মধ্যে বৈদ্যুতিকভাবে বিচ্ছিন্ন থাকে। এটি সাধারণত পরিমাপ যন্ত্রের জন্য ইলেকট্রিক্যাল ইন্সুলেশনকে কমায়, সার্কিট কে রক্ষা করে ও অপারেটরেকে নিরাপত্তা প্রদান করে থাকে।
  4. পাওয়ার সিস্টেমে একাদিক পরিমাপক যন্ত্র সিঙ্গেল ট্রান্সফরমারের সাথে সংযুক্ত হতে পারে।
  5. যেহেতু ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপের জন্য অল্প  এবং সার্কিটকে রক্ষা করার প্রয়োজন হয় তাই পাওয়ার খরচ অনেক কম হয়ে থাকে।

প্রকারভেদ

ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারকে মূলত দুইভাগে ভাগ করা যায়

১। কারেন্ট ট্রান্সফরমার।

২। পটেনশিয়াল ট্রান্সফরমার।

কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার নিয়ে বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করা হবে।

কারেন্ট ট্রান্সফর্মার নিয়ে বিস্তারিত পড়ুন

14 COMMENTS

  1. Md: saiful islam

    Many many thanks for this post.Go ahead brother…..

  2. Muklasur Rahman

    vi aponader ai post gulo download korar kono path nai.thakle valo hoto..all book download korte parci,,

    • সব ডাউনলোড করার জন্য অপশন দিব ভাইয়া। সাথেই থাকুন । একটু সময় দিন আমাদেরকে ভাইয়া

      • আপনাদের কোনো ফেসবুক পেইজ আছে?

        • জি ভাইয়া আছে। আমরা প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট আপডেট করি যেখানে প্রায় ৪০ হাজারের মত বন্ধু আছেন। এই যে লিংকঃ https://web.facebook.com/voltagelabbd

  3. MD. RIPON HOSAIN

    thanks brother for post

  4. Md. Ajaharul islam

    Comment:tnx bai

    • স্বাগতম ভাই।

    • জি ভাইয়া। হবে। সাথেই থাকুন।

  5. ARUP RATAN BAIDYA

    অসাধারন কাজ ভাই ভোল্টেজ ল্যাব এর সকল টিম মেম্বর দের জন্ন শুভ কামনা ।

    • ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আরো তথ্য বহুল লেখা পোস্ট করতে।

  6. Very very helpful…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here