ডিপ্লোমা পাশ করার পরে অনেক শিক্ষার্থী উচ্চ ডিগ্রী অর্জন করতে চান। এই লেখাটিতে কিছু ভার্সিটি লিস্ট দেওয়া হয়েছে যেখানে ডিপ্লোমা শিক্ষার্থী ভর্তি হতে পারবেন (bsc for diploma)
ডিপ্লোমা শিক্ষার্থীরা মূলত ইভেনিং শিফটে পড়াশুনা করার সুযোক পেয়ে থাকেন যেটা অন্যান্য লেভেলের ছাত্ররা পেয়ে থাকেন না। এছাড়া ভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে কিছু ক্রেডিট ছাড় পেয়ে থাকেন যেকারনে অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় তারা খুব দ্রুত ভার্সিটি থেকে ডিগ্রী অর্জন করতে পারে।
ক্রেডিট ছাড় ও অন্যান্য সুযোক সুবিধা ভার্সিটি ভেদে নির্ভর করে থাকে। যেমন অনেক ভার্সিটি রয়েছে যেখানে ইভিনিং শিফটে সপ্তাহে ৪ দিন ক্লাস আবার অনেক ভার্সিটি রয়েছে যেখানে সপ্তাহে ২ দিন বা ১ দিন ক্লাস।
ভার্সিটি (bsc for diploma) ভর্তি হবার আগে তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনেক ডিপ্লোমা শিক্ষার্থী চাকুরীর পাশাপাশি ভার্সিটি পড়াশুনা চালিয়ে যেতে চান, তারা অবশ্যই অবশ্যই ভার্সিটিতে ভর্তি হবার আগে সেই ভার্সিটি সম্বন্ধে ভালো একটি ধারনা নিয়ে রাখেন।
ভার্সিটি ভ্রমন করুন, সুযোক-সুবিধা সম্বন্ধে চিন্তা করুন। ভার্সিটির পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলুন। ভার্সিটির মান, পড়াশুনার মান সম্বন্ধে যাচাই করুন। অনলাইনে খুঁজাখুঁজি না করে সরাসরি ভার্সিটিতে যেয়ে পরিবেশ দেখুন। অর্থনৈতিক অবস্থার উপর বিবেচনা করুন কেননা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা মানেই অনেক টাকা-পয়াসার ব্যাপার। এরপরেই সিদ্ধান্ত নিন কি করা উচিত।
নিচে কিছু ভার্সিটি লিস্ট দেওয়া হয়েছে যেখানে ছাত্র-ছাত্রী বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে। (bsc for diploma)
- Computer Science & Engineering
- Electrical & Electronics Engineering
- Textile Engineering
- Civil Engineering
- Mechanical Engineering
- Electrical and Telecommunication Engineering
- Industrial and Production Engineering
- Information & Communication Engineering
- Food and Agricultural Engineering.
- Agricultural Sciences
বিঃদ্রঃ সবগুলো ডিপার্টমেন্ট প্রতিটি ভার্সিটিতে রয়েছে তার নিশ্চয়তা আমরা দিতে পারছি না। আবার অনেক ডিপার্টমেন্ট রয়েছে যা হয়তো আমাদের অজানার কারনে যুক্ত করতে পারি নাই।
ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়
1. Dhaka University of Engineering & Technology, Gazipur
Address: Gazipur-1700, Bangladesh
E-mail: reg_duet@duet.ac.bd
http://www.duet.ac.bd
পলিটেকনিক শিক্ষার্থীরা চাকুরী পেতে হলে যে বিষয়গুলো মনে রাখতে হবে তা পড়ুন
ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়
1. Daffodil International University
Address: 102, Shukrabad, Mirpur Road,
Dhanmondi, Dhaka-1207, Bangladesh.
Email: info@daffodilvarsity.edu.bd
Web: www.daffodilvarsity.edu.bd
2. IUBAT – International University of Business Agriculture and Technology
4 Embankment Drive Road, Sector-10 (Off Dhaka-Ashulia Road) Uttara Model Town, Dhaka-1230.Bangladesh
Phone: 55091801, 55091802, 55091803, 55091804, 55091805
Mobile : +88 01714014933, 016164014933, 01974014933, 01842014933, 01511014933
Fax: (880-2) 5895 2625
Email : info@iubat.edu,
Web : www.iubat.edu
3. Green University of Bangladesh
Admissions office of Green University:
220/D, Begum Rokeya Sarani
( 300 meter North Side of IDB Bhaban, Agargaon)
Dhaka -1207, Bangladesh.
Founded: 2003
Cell : 01757074302, 01757074303, 01757074304, 01714-294647
E-mail: admission@green.edu.bd
Web: www.green.edu.bd
4. Southeast University
Admissions Office:
Road: 18, House: 64,
Block: B Banani,
Dhaka-1213, Bangladesh
Website: http://www.seu.ac.bd/
5. Eastern University
Admission Office
House 26(1st Floor), Road 5,
Dhanmondi Dhaka-1205,
Ph: +88029671912, +88029671925
Email: dd_admission@easternuni.edu.bd
Website: http://www.easternuni.edu.bd/
মৌখিক পরীক্ষার প্রস্তুতি, ভাইবাতে সম্ভাব্য কিছু সাধারণ প্রশ্ন পড়ুন
6. Bangladesh University of Business & Technology (BUBT)
Address: Rupnagar Road, Mirpur, Dhaka, Bangladesh
Founded: 2003
Web: www.bubt.edu.bd
7. Northern University, Bangladesh
House # 54, Road# 4/A, Dhanmondi,
Satmasjid Road, Dhaka-1209, Bangladesh
Telephone: +88 02 9667237-40
Email: admission@nub.ac.bd
Website: www.nub.ac.bd
8. Sonargaon University
147/i, Green Road, Tejgaon, Dhaka-1215
Phone: (8802) 9123564
Cell: 01767 777 222, 01878 07 66 22, 01780 33 00 66, 01955529705, 01780 22 00 99
www.su.edu.bd
9. World University of Bangladesh
MAIN CAMPUS
Plot – 3/A, Road – 4
Dhanmondi, Dhaka – 1205
Tel: (0088 02) 961 1410, (0088 02) 961 1411 – 3;
EXT — 111, 112
Mobile No: 01752102855, 01879542572
http://www.wub.edu.bd/
10. Prime University
114/116 Mazar Road,
Mirpur-1, Dhaka 1216, Bangladesh
Telephone:+88-02-9038778
Email: info@primeuniversity.edu.bd
Website: www.primeuniversity.edu.bd
11. European University of Bangladesh
Address: 2/4 Gabtoli,
Dhaka Bangladesh
Phone: 01674982221,01968774931-2
ডিপ্লোমাঃ ইলেকট্রিক্যাল বিষয়ের ছাত্র-ছাত্রীদের চাকুরীর প্রস্তুতি (বই তালিকা) পড়ুন
এই লেখাটির (bsc for diploma) হালনাগাদ চলবে। আপনার জানামতে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আরো কোন ইউনিভার্সিটি থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো তাৎক্ষনিকভাবে তা এই লেখাটিতে যুক্ত করতে।