সি এন সি (CNC) মেশিন নিয়ে সহজ ভাষায় আলোচনা

0
4051

পি এল সি নিয়ে আমরা অনেকেই শুনেছি। অনেক আর্টিকেল এবং ভিডিও টিউটোরিয়াল, ব্লগ দেখেছি। কিন্তু সি এন সি মেশিন নিয়ে খুব কমই হয়তো শোনা হয়েছে। আজ খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় সি এন সি মেশিন নিয়ে আলোচনা করব।

সি এন সি মেশিন নিয়ে সহজ ভাষায় আলোচনা

পি এল সি বলেন আর সি এন সি যাই বলেন না কেন? অটোমেশনের ক্ষেত্রে সবকিছুই আমাদের হুকুমের গোলাম। তারা সেভাবেই কাজ করে যেভাবে আমরা তাদের ব্রেন/সি পি ইউ তে প্রোগ্রাম বা ইন্সট্রাকশন সেট করে রাখি। তাই এগুলো মূলত বোকা বাক্স ছাড়া কিছুই না। এবার সি এন সি এর পরিচয় তুলে ধরার চেষ্টা করা যাক।

সি এন সি এর পূর্ণরুপ এবং সংজ্ঞা

  • সি এন সি (CNC) এর পূর্ণরুপ হচ্ছে Computerised Numerical Controller।
  • পি এল সি যেমন ছিল Programable Logic Controller। দুটোই কিন্তু কন্ট্রোলার। কিন্তু ভিন্নতা হল কন্ট্রোলিং সিস্টেমে।
  • সি এন সি এক প্রকার মোটরাইজড মেশিন যা পুলি, কনভেয়ার বেল্ট, ক্রেন বিভিন্ন মোটরচালিত যন্ত্রকে অটোমেটিকভাবে অপারেটর ছাড়াই নিয়ন্ত্রণ কর‍তে পারে।

কন্ট্রোলিং সিস্টেম

  • পি এল সি ল্যাডার লজিক অনুসারে আউটপুট নিয়ন্ত্রণ করে আর সি এন সি মেশিন কম্পিউটারে জুড়ে দেয়া প্রোগ্রামের সাহায্যে মাল্টি এক্সিসে (X,Y,Z) যান্ত্রিক শক্তি নিয়ন্ত্রণ করে।
  • সাধারণত Computer Aided Design (CAD) সফটওয়্যারের মাধ্যমে সি এন সি মেশিনের কন্ট্রোলিং পরিচালিত হয়।
  • পি এল সি এর কন্ট্রোলিং টা সিকুয়েন্সিয়াল হলেও সি এন সি মেশিনের কন্ট্রোলিং কন্ডিশনাল।
  • আধুনিক সি এন সি মেশিনের মেকানিক্যাল পার্ট এবং ম্যানুফেকচারিং প্রোগ্রাম দারুণভাবে স্বয়ংক্রিয়।
  • শুরুতে মেকানিক্যাল পার্টসের ডাইমেনশনগুলো CAD সফটওয়্যারের সাহায্যে এসাইন করা হয়।
  • অতঃপর তা ম্যানুফেকচারিং ইন্সট্রাকশনে ট্রান্সলেটেড হয়।
  • এই কাজে CAM (Computer Aided Manufacturing) সফটওয়্যার ব্যবহার করা হয়।
  • এরপর এই প্রোগ্রাম সি এন সি মেশিনের প্রসেসরে লোড করা হয়।
  • সি এন সি ওই মোতাবেক মেকানিক্যাল ডিভাইসকে নিয়ন্ত্রণ করে। এই ক্ষেত্রে কন্ট্রোলিং টা স্টেপার বা সার্ভো মোটরের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

সি এন সি মেশিন যেসব কাজে ব্যবহৃত হয়

  • লেজার কাটিং
  • লেজার ওয়েল্ডিং
  • ফ্রিকশন স্টির ওয়েল্ডিং
  • আলট্রাসনিক ওয়েল্ডিং
  • ফ্লেইম এবং প্লাজমা কাটিং
  • ব্যান্ডিং
  • স্পিনিং
  • হোল পাঞ্চিং
  • পিনিং
  • গ্লুয়িং
  • ফ্রেবিক কাটিং
  • সেলাই করার কাজে
  • রাউটিং এবং পিকিং

সাধারণত স্পিনিং মিলে এবং ইন্ডাস্ট্রিতে এই মেশিনের ব্যবহার দেখা যায়।

সি এন সি মেশিন নিয়ে আলোচনাটি আশা করি আপনাদের ভালই লেগেছে। আগামীতে এরকম আরো অভিনব আর্টিকেল নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ধন্যবাদ।

আরো কিছু আর্টিকেল

পি এল সি (PLC) নিয়ে সহজ ভাষায় আলোচনা | পি এল সি ভীতির নয়, উপভোগের জিনিস

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৪ । Milk Candy কাউন্টার প্রোগ্রাম

PLC এবং SCADA এর মধ্যে তুলমামূলক আলোচনা | PLC, SCADA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here