বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা | Electrical Distribution System

প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে নদীর জলে পরিপূর্ণ হয়ে যায়। পানিশূন্য এলাকার সবাই কলস নিয়ে আসে পানি নেয়ার জন্য। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও ঠিক একই রকম।

  • সকল পাওয়ার প্লান্ট ————— বৃষ্টি
  • নদী ———– গ্রীড উপকেন্দ্র
  • এলাকার জলপিপাসু মানুষ ——– বিদ্যুৎ গ্রাহক

অর্থাৎ, পুরো পাওয়ার সিস্টেমে কাজ হয় তিনটিঃ

  1. উৎপাদন
  2. সঞ্চালন
  3. বিতরণ

১১ / ১৩২ KV উপকেন্দ্র থেকে উৎপাদন করে পাঠিয়ে দেয়া হয় বিভিন্ন ১৩২ / ৩৩ KV গ্রীড উপকেন্দ্রে।

তারপর ১৩২ / ৩৩ KV গ্রীড উপকেন্দ্র সঞ্চালন এর কাজ করে। গ্রীড উপকেন্দ্র আবার ৩৩ / ১১ KV ডিস্ট্রিবিউশন উপকেন্দ্রে পাঠিয়ে দেয়।

এবার ৩৩ / ১১ KV ডিস্ট্রিবিউশন উপকেন্দ্র থেকে ১১ KV এর ফিডার লাইন আমাদের লোকাল এরিয়ার বৈদ্যুতিক টাওয়ারের ১১ / ০.৪৪ KV স্টেপ ডাউন ট্রান্সফর্মার এর ইনপুট এ প্রবেশ করে। এখন এই ৪০০ / ৪৪০ KV থ্রী ফেইজ এর তিনটি লাইন আর একটি নিউট্রাল লাইন ইন্সটল করা থাকে। এখান থেকেই সিংগেল ফেইজ এর বিভিন্ন লাইন আবাসিক বাসাবাড়িতে যায়।

এছাড়াও বিভিন্ন কল কারখানা ১১ কেভি লাইন খরিদ করে নেয়। তারপর তাদের নিজস্ব ট্রান্সফর্মার দিয়ে স্টেপ ডাউন করে নেয়। এদের বলা হয় HT গ্রাহক।

উৎপাদন কেন্দ্র থেকে ভোক্তা পর্যন্ত ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সিস্টেমের নকশা দেখুন