অনেকের মনে একটা প্রশ্ন কাজ করে যে আমি কিভাবে বুঝবো কোনটা ১৩২ বা কোনটা ২৩০ কিলোভোল্ট এর গ্রীড লাইন???
উত্তর খুবই সহজ। আজ একটা টেকনিক শেয়ার করবো আপনাদের সাথে। এরপর থেকে পাওয়ার গ্রীডের টাওয়ার দেখেই বুঝে যাবেন এতে কত ভোল্ট আছে।
- প্রথমত ইন্সুলেটর সাইজ যত বড় হবে বুঝতে হবে ভোল্ট তত বেশি।
- তারপর টাওয়ার এর উচ্চতাও একটা ফ্যাক্টর।
- এরপরেও দৃঢ়ভাবে বুঝার জন্য একটা ফর্মূলা আছে। সেটা হল,
No of insulators = KV / 11√3
Suppose, কোন একটি ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ 132KV
তাহলে,
No. of insulators = 132/ 11√3 = 6
অর্থাৎ ট্রান্সমিশন লাইনে যদি ৬ টি ইন্সুলেটর থাকে তাহলে সেটা ১৩২ কেভি লাইন।
এখন প্রশ্ন হল 11√3 দিয়ে ভাগ কেন হল??
Phase Voltage এ নেয়ার জন্য ১৩২ কেভি লাইন ভোল্ট কে root 3 দিয়ে ভাগ করা হয়েছে। আর ট্রান্সমিশন লাইনের ইন্সুলেটরগুলো সাসপেনশান / স্ট্রেইন টাইপ ইন্সুলেটর যেখানে প্রতিটি ইন্সুলেটর 11KV করে স্ট্রেস সহ্য করতে পারে।
বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।