New Hope Agrotech-এ EEE ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি – ২০১৯

job circular

New Hope Agrotech Bangladesh Ltd. এ EEE ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিউ হোপ এগ্রোটেক নিয়োগ বিজ্ঞপ্তি-২০১৯

নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড, মুন্সিগঞ্জে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ পোলট্রি, মাছ, গবাদিপশুর খাদ্য উৎপাদনকারী ফিডমিল। সম্প্রতি প্রতিষ্ঠানটি কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার নিয়োগ দিবে।

পদের নাম– সেন্ট্রাল কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা– অপ্রকাশিত

শিক্ষাগত যোগ্যতা– B.Sc/M.Sc in EEE

দায়িত্ব
 • মাল্টিমিডিয়া কন্ট্রোল সিস্টেম অপারেট করতে হবে।
 • প্রোডাকশন প্রসেস নিয়ন্ত্রণ করতে হবে।
 • সুপারভাইজার প্রদত্ত অন্যান্য কাজ সম্পন্ন করতে হবে।
অন্যান্য
 • বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
 • মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে।
 • ফ্রেশারদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।
 • ইংরেজি বলা এবং লেখায় পারদর্শী হতে হবে।
 • প্রোডাকশনের উপর ভালো জ্ঞান থাকতে হবে।
 • কাজের প্রতি উৎসাহী, পরিশ্রমী, দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ এবং কাজের ফলাফল আদায় করতে হবে।

কাজের ধরণ– ফুল টাইম

বেতন– আলোচনা সাপেক্ষ।

সুবিধা এবং ক্ষতিপূরণ সমূহ
 • উৎসব ভাতা ২টি
 • কর্মীগণ কাজের জন্য চমৎকার পরিবেশ পাবে
 • ফ্রীতে থাকার সুব্যবস্থা
 • ডাইনিং সুবিধা
 • ট্রেনিং এবং প্রমোশনের সুযোগ রয়েছে
 • অন্যান্য কোম্পানির পলিসি অনুযায়ী

কর্মস্থল– মুন্সিগঞ্জ

আবেদন পদ্ধতি– সিভির সাথে অবশ্যই ছবি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ– ৩১ আগস্ট, ২০১৯

ঠিকানা- নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশ লিমিটেড

গ্রাম- চর বাউশিয়া, পোস্ট অফিস- বাউশিয়া, উপজেলা- গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ।

ওয়েবসাইট- http://www.newhopegroup.com

প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করতে নিচের বাটনে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here