ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়? শুধু কি ভোল্টেজ আপ-ডাউন করার জন্য?

0
3256
ট্রান্সফরমার প্রশ্ন

মনে করেন, আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞাস করল যে, আমরা ট্রান্সফরমার কেন ব্যবহার করি??? আপনি নিশ্চয় উত্তরে বলবেন, ভোল্টেজ আপ – ডাউন করার জন্য। আবার যদি জিজ্ঞাস করে কেন? ভোল্টেজ আপ – ডাউন এর মূল লক্ষ্য কি???? আজকে আমরা এর উত্তর জানব।

যেকোন পাওয়ার কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে, ট্রান্সমিশন লস কমানো। এই ট্রান্সমিশন লস বা কপার লস এর ফর্মূলা হচ্ছে = I^2 * R

অর্থাৎ, এই সমীকরণ থেকে বুঝা যায়, আমার কারেন্ট যত বাড়বে লস তত বেশি হবে। তাহলে, সোজা হিসেব আমাকে কারেন্ট কমাতে হবে।

এখন, এই কারেন্ট কমাতে হলে আমাকে ভোল্টেজ বাড়াতে হবে। কেন?

আরেকটা সমীকরণ যদি দেখাই আপনাদের যেটা,

P = IV.

এখানে, যদি পাওয়ার টা ফিক্স থাকে তাহলে দেখা যাচ্ছে, আমি যদি ভোল্টেজ বাড়াই তাহলে কারেন্ট কমবে। কিন্তু ভাইজান পাওয়ার টা ফিক্স রাখবে কে???

এইতো চলে এলাম মূল জায়গায়। পাওয়ার ফিক্স রেখে ভোল্টেজ বাড়িয়ে কারেন্ট কমানোর বস হল ট্রান্সফরমার। এই জন্যই জেনারেটিং স্টেশন থেকে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ বাড়িয়ে গ্রীডে চালান দেয়া হয়। আর যেহেতু কারেন্ট অনেক কমে যায় সেহেতু কম সাইজের তার লাগে, খরচ ও কম হয়।

আচ্ছা, কিন্তু ভোল্টেজ আবার ডাউন করার কারণ?

পাওয়ার স্টেশন এর মূল লক্ষ্য হল তাদের উৎপাদিত পাওয়ার আমাদের লোড পর্যন্ত যেন পৌছাতে পারে। তাই এক্ষেত্রে আমাদের লোড কতটুকু ভোল্টেজ খেতে পারবে সেটাও লক্ষ্য রাখতে হবে। তাই ভোল্টেজকে লোডের সহনীয় মাত্রায় আনতে তাকে ডাউন করা হয়।

ট্রান্সফরমার সম্বন্ধে বিস্তারতি পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here