ফ্লোরা লিমিটেডে নির্দিষ্ট কিছুসংখ্যক পদে EEE ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়া হবে।
Flora Limited Job Circular – 2019
বিভিন্ন ধরনের আইটি প্রোডাক্ট বাজারজাতকরণ এবং বিপণনকারী প্রতিষ্ঠান Flora Limited-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম– এসিস্ট্যান্ট ম্যানেজার (Technical Support for CISCO and F5)
পদসংখ্যা– ০৪ জন
শিক্ষাগত যোগ্যতা–
- B.Sc in EEE
- প্রার্থীদের অবশ্যই Firewall / switching & Routing এ দক্ষতা থাকতে হবে।
দায়িত্ব-
- যেকোনো জটিল সমস্যার ক্ষেত্রে দ্রুত সমাধান করতে হবে।
- বৃহৎ সমস্যা সমাধানের জন্য নিজে কেন্দ্রে থেকে কাজ করতে হবে।
- পরিস্থিতি বিশ্লেষণের জন্য জটিল সমস্যা গুলিতে কাজ করে এমন বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
- নির্দিষ্ট ক্ষেত্র যেমন- টেকনোলজি, প্রোডাক্ট এর বিকাশ এবং স্থানান্তর করতে হবে।
- গ্রাহকদের সাথে আলোচনা করে তাদের চাহিদা এবং সেই অনুযায়ী প্রত্যাশা পূরণ করতে হবে।
- ইঞ্জিনিয়ারদের সাথে ইস্যুগুলো নিয়ে আলোচনা করে সেই অনুযায়ী গ্রাহকদের কাজ করে দিতে হবে।
- নতুন এসাইনমেন্টের বাস্তবায়ন করতে হবে।
- প্রোডাক্ট সম্প্রসারণের জন্য এনালাইটিকাল স্কিল এবং টেকনিক্যাল জ্ঞান কাজে লাগাতে হবে।
- Configure, troubleshoot core, distribution, access layer switches and network নিয়ে বিশ্লেষণ করতে হবে।
অভিজ্ঞতা- অন্তত ০৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য-
- বয়স ২৮-৪০ বছরের মধ্যে হতে হবে।
- Troubleshooting, routing, switching and firewall সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
- বিভিন্ন ধরনের প্রটোকল যেমন- Multicast, HSRP, TCP/IP, IPSEC & WLAN সম্পর্কে প্রাকটিকাল জ্ঞান থাকতে হবে।
- CISCO Platform যেমন- Nexus, Catalyst, ASR & ISR নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ISP অথবা CISCO partner এ দক্ষতা থাকতে হবে। CISCO product সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
- Deploying, supporting and troubleshooting Firewalls, VPNS and IPS solution এর নেটওয়ার্ক পরিবেশ সম্পর্কে ধারণা থাকতে হবে।
- প্রোডাক্ট এবং নেটওয়ার্ক সমস্যার ক্ষেত্রে এনালাইটিকাল স্কিল এবং টেকনিক্যাল জ্ঞান কাজে লাগিয়ে দুরূহ জটিল সমস্যার সমাধান করতে হবে।
বেতন- আলোচনা সাপেক্ষ
সুবিধা সমূহ-
- T/A, ট্যুর ভাতা, গ্রাচুইটি, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড
- বার্ষিক বেতন বৃদ্ধি
- উৎসব ভাতা- ০২টি
কাজের ধরণ– ফুল টাইম
কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে।
আবেদন পদ্ধতি– সিভির সাথে অবশ্যই ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ– ০২ অক্টোবর, ২০১৯
ঠিকানা- Flora Limited,
Gulshan, Rangs FC Enclave, Level: AB- 9 & B- 13,
Plot No: 6/A, Road No: 32,
Gulshan Avenue, Dhaka-1212, Bangladesh.
ওয়েবসাইট- www.floralimited.com
প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করতে নিচের বাটনে ক্লিক করুন।