NASSA Group – এ ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে।
NASSA Group Job Circular – 2019
NASSA Group – এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে নির্দিষ্ট সংখ্যক পদে ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়া হবে।
পদের নাম – Assistant Engineer / Sub Assistant Engineer – Electrical
পদসংখ্যা – ০৫
শিক্ষাগত যোগ্যতা –
- Diploma in Electrical Engineering ( গার্মেন্টস ফ্যাক্টরি / ওয়াশিং প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে)
- B.Sc in EEE (যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে)
দায়িত্ব –
- ফ্যাক্টরির জন্য তথ্যাবলি সংরক্ষণ করতে হবে এবং ইলেকট্রিক্যাল সেফটির জন্য অডিট করতে হবে।
- Electro-Mechanical plant এর মনিটরিং এবং তদারকি করতে হবে এবং RMG এবং Washing Plant এর মেইনটেনেন্স করতে হবে।
- ম্যানেজমেন্টের সুপারিশ অনুযায়ী Auto CAD এর প্রস্তুতি, অধ্যয়ন এবং মডিফাই করতে হবে।
- ইঞ্জিনিয়ারিং প্রধানের সাথে প্রয়োজনীয় মুহূর্তে সহযোগীতা করতে হবে।
- সকল ধরনের ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম তৈরি করতে হবে এবং SLD, ELD type ডায়াগ্রাম বুঝতে হবে।
- ফ্যাক্টরির জন্য প্রয়োজনীয় Electrical CAPs এর যোগান দিতে হবে।
- IT related কাজ যেমন – CCTV, PABX এর প্ল্যানিং,ডিজাইন এবং installation করতে হবে।
- ফ্যাক্টরির জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে।
- সাপ্লাইয়ার এবং ভেন্ডরদের মধ্যে অফার কালেক্ট এবং এগুলোর মধ্যে সমন্বয় করতে হবে এবং spare parts এবং materials এর specification করতে হবে।
- Electrical issues / reports এর রিভিউ এবং মনিটরিং করতে হবে।
- Electrical load calculation for Cable, Circuit breaker, Distribution board, Transformer এ সক্ষমতা থাকতে হবে।
- Electrical Maintenance Operation এর জন্য ম্যানেজ, মনিটর এবং কার্যক্ষমতা সম্পাদন নিশ্চিত করতে হবে।
- সকল ধরনের Electrical Supply system যেমন – HT, LT, Transformers, Generators এবং Boilers এর ঠিকঠাক তদারকি করতে হবে।
- Estimate, budget, Log Book, Register, Note sheet, CS, Work order, Bill, Adjustment ইত্যাদির ডকুমেন্টেশন তৈরি করতে হবে।
- পুরো ডিপার্ট্মেন্টে কাজের সক্ষমতা থাকতে হবে।
- কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য কাজ সম্পন্ন করতে হবে।
কাজের ধরণ – ফুল টাইম।
অভিজ্ঞতা –
- ০৪ থেকে ০৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Garments, Washing Factory তে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য –
- বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে হবে।
- শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে হবে।
- self-motivated, self-organized এবং responsible হতে হবে।
- ইংরেজীতে ভালো দক্ষতা থাকতে হবে।
- মার্কেট সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে।
- ভালো যোগাযোগ ক্ষমতা এবং প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে।
- Microsoft Office: Word, Excel, e-mail, Internet ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে।
- Optimum Capacity utilization, facility এবং সাইট প্ল্যানিং করতে হবে।
বেতন – আলোচনা সাপেক্ষ।
সুবিধাসমূহ – কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে।
কর্মস্থল – ঢাকা (আশুলিয়া)।
আবেদন পদ্ধতি – সিভির সাথে অবশ্যই ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ – ৩০ নভেম্বর, ২০১৯।
ঠিকানা – NASSA Group
238, Tejgaon Industrial Area, Gulshan Link Road,
Dhaka – 1208
ওয়েবসাইট – www.nassagroup.org
প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করতে নিচের বাটনে ক্লিক করুন।