এসি মোটরে ডিসি ও ডিসি মোটরে এসি সাপ্লাই দিলে কি হতে পারে পড়ুন

এসি মোটরে ডিসি সাপ্লাই দিলেঃ

আমরা জানি এসি মোটর চলার প্রথম শর্ত হলো ঘূরন্ত চুম্বক ক্ষেত্র উৎপন্ন করা। যেহেতু ডিসি পাওয়ার স্থির চুম্বক ক্ষেত্র তৈরি করে তাই এ শর্ত অনুসারে সহজেই বলা যায় মোটর টি রান করবে না।

সতর্কতাঃ
যেহেতু ডিসি তে ইম্পিড্যান্স ফর্ম করে না তাই ডিসি সাপ্লাইয়ে কারেন্ট এসি অপেক্ষা বেশি হবে। ফলে এক্ষেত্রে শর্ট সার্কিটের ন্যায় অধিক কারেন্ট প্রবাহিত হয়ে ওয়াইন্ডিং পুরে যাওয়ার আশা করাই যায়।

ডিসি মোটরে এসি সাপ্লাই দিলেঃ

সিরিজ ফিল্ড ডিসি মোটরের ক্যারেক্টার অনেকটা ইউনিভার্সাল মোটরের ন্যায় তাই সিরিজ ফিল্ড মোটরে এসি সাপ্লাই দিলে কিছুটা ঝাকুনি দিয়ে চলতে থাকবে। অন্য দিকে শান্ট ফিল্ড ডিসি মোটরে এসি সাপ্লাই দিলে এটি হান্টিং সহ শব্দ উৎপন্ন করতে থাকবে এবং ধিরে ধিরে গরম হতে থাকবে।