ক্যাবল সাইজ এবং কোডিং নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

1
3912

আজকে ক্যাবল সাইজ & কোডিং নিয়ে একটু আলোচনা করব। তারের সাইজ জানা না থাকলে সেই তার বা ক্যাবল দিয়ে কাজ করাটা বিপদজ্জনক। কেননা আপনি যে তারটি দিয়ে কাজটি করছেন ঐ তারটি সেই কাজের জন্য উপযুক্ত কিনা সেটা আগে যাচাই করতে হবে।

আমরা জানি, ক্যাবল সাইজ SWG (Standard Wire Gauge) এর মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা সাধারণত SWG নাম্বার ৩/২২”, ৩/২০”, ৭/১৮”, ৭/২২” এ আকারে প্রকাশ করে থাকি।

এখন প্রশ্ন এই পরিমাপ গুলো দিয়ে কি বুঝব?

উপরের থেকে যেকোন একটি পরিমাপ নিলাম। ধরি, ৩/২২”, এখন এই তথ্য দিয়ে আমি কি বুঝব?

  • প্রথম সংখ্যা হল Number of Conductors
  • ২য় সংখ্যা হল Number of wire gauge.

মানে ২২ গজের ৩টি conductors আছে।

অনেক সময় ক্যাবল এর গায়ে বা ম্যানুয়াল এ ৫*৩*০.২৬ লিখা থাকে। এ কথাটার মানে কি?

এই কথাটার অর্থ হল পাঁচটি কোর এবং তিন খেই বিশিষ্ট ক্যাবল এবং প্রতি খেই এর ডায়ামিটার ০.২৬। এখন এই খেই কিংবা কোর কিভাবে চিনব?? নিচে চিত্র দেয়া আছে। বুঝতে সুবিধা হবে আশা করি।

ক্যাবলের গায়ে RM, SM, SE, RE এসব লিখা দেখেছেন হয়ত। এগুলো দিয়ে কি বুঝব?

  • RM = Multi Wire Round Conductor
  • অর্থাৎ, অনেক খেই বিশিষ্ট তার & আকৃতি গোলাকার
  • SM = Multi Wire Sectorial Conductor
  • অর্থাৎ, অনেক খেইবিশিষ্ট তার এবং সেক্টর আকৃতির।
  • সেক্টর আকৃতি হল আমরা পরিসংখ্যানে যে পাইচিত্র করেছি সেই পাইচিত্রের একটি অংশের মত।
  • SE= Solid Sector Conductors
  • অর্থাৎ, সিঙ্গেল নিরেট তার যার প্রস্থচ্ছেদ sector shaped
  • RE = Solid Round Conductors
  • অর্থাৎ, সিঙ্গেল নিরেট তার যার প্রস্থছেদ গোলাকার।

ক্যাবল সাইজ সম্বন্ধে বিস্তারিত পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here