Powerade Technology Ltd. এ সেলস ও মার্কেটিং এ নিয়োগ বিজ্ঞপ্তি

job circular 2019

পাওয়ারেড টেকনোলজি লিমিটেড এর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে উপস্থাপন করা হলোঃ

পদের নামঃ সিনিয়র এক্সিকিউটিভ / এসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস & মার্কেটিং)

পদসংখ্যাঃ ১০

কাজের ধরনঃ ফুলটাইম।

জব লোকেশানঃ বাংলাদেশের যেকোন জায়গায়।

বেতনঃ আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধাদিঃ

 • টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস।
 • উৎসব বোনাস।
 • সেলস কমিশন।

কাজের দায়িত্বসমূহঃ

 • আগ্রহী প্রার্থীকে অবশ্যই ইলেক্ট্রিক্যাল সাব স্টেশন, ডিসেল জেনারেটর ও BBT সেলস সম্পর্কে ধারণা থাকতে হবে।
 • সেলস টার্গেট অর্জনের জন্য অবশ্যই দায়িত্বশীল হতে হবে।
 • মার্কেট সম্পর্কে ধারণা, ডাটাবেজ প্রস্পেক্ট সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য মার্কেটিং টিমের সাথে।একত্রিত হয়ে কাজ করতে হবে।
 • সেলস এক্সিকিউটিভরা যেন তাদের মাসিক ব্যবসায়িক পরিকল্পনায় উন্নতি করতে পারে তাদের সে সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করতে হবে।
 • চুক্তি ও ক্লোজিং সেলস এর ব্যাপারে মধ্যস্থতা থাকতে হবে।
 • কাস্টমার ও মার্কেট সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে।
 • কাস্টমারদের প্রয়োজন ও চাহিদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

EEE / Mechanical এ ব্যাচেলর অব সায়েন্স (BSc)

বয়সসীমাঃ

২৫ থেকে ৪০ বছর পর্যন্ত

কাজের অভিজ্ঞতাঃ

কাজেত অভিজ্ঞতা নেই তেমন কারো আবেদন গ্রহণযোগ্য নয়। জেনারেটর সাপ্লাই, সাব-স্টেশন ম্যানুফেকচারিং অর্গানাইজেশনে কমপক্ষে ২-৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতাসমূহঃ

 • কাজ করতে আগ্রহী, দক্ষ তেমন একটি দল গঠন ও সেটি পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
 • উপস্থাপন ও যোগাযোগ স্থাপনে দক্ষ হতে হবে।
 • কাজে উদ্যমী হতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ

 • ইমেইল এর সাবজেক্ট এ অবশ্যই ” Sr. Executive or Asst. Manager (Sales & Marketing)”উল্লেখ করতে হবে।
 • বায়োডাটা ও কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট কভার লেটার সহ ইমেইল করতে হবে।
 • বায়োডাটার সাথে অবশ্যই ছবি থাকতে হবে।

ইমেইল অ্যাড্রেসঃ

powerade.job@gmail.com

আবেদনের সময়সীমাঃ

আগস্ট ৩১, ২০১৯

প্রতিদিনের চাকরির খবর গুলো ফেসবুকে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে। গ্রুপে জয়েন করতে নিচের বাটনে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here