ভিডিওঃ ব্রাশহীন ডিসি মোটর কিভাবে কাজ করে?

0
963

ব্রাশহীন ডিসি মোটর – ব্রাশলেস ডিসি মোটর এ ১টি ঘূর্ণয়মান স্থায়ি চুম্বক কে রোটরে ব্যবহার করা হয়, এবং রোটরটি ঘুরার জন্য ১ টি বৈদ্যুতিক চুম্বককে বহিরাবরন হিসেবে ব্যবহার করা হয়। ব্রাশড মোটরের চেয়ে এটি র জটিলতা কম কারণ এটি রোটর ঘুরানোর জন্য বাহির থেকে বিদ্যুত প্রবাহ দেয়ায় ঝামেলা কম। এর সুবিধা হল দীর্ঘ আয়ু, স্বল্প রক্ষনাবেক্ষন এবং উচ্চ কর্মদক্ষতা। অসুবিধা হল উচ্চ প্রাথমিক খরচ এবং অধিকতর জটিল মোটর স্পিড কনট্রোলার।

ব্রাশহীন ডিসি মোটর কিভাবে কাজ করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here