সুইচ কি?
বৈদ্যুতিক ডিভাইসগুলো হল সুইচের হুকুমের গোলাম। সুইচের নির্দেশনা মোতাবেক ডিভাইসগুলো কাজ করে থাকে। মোটকথা ইলেকট্রিক্যাল সুইচ হল এক প্রকার কন্ট্রোলিং ডিভাইস বা যন্ত্র, যা একটি ইলেকট্রিক্যাল সার্কিটের কারেন্ট বা ইলেকট্রনের প্রবাহকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। এটিকে ইলেকট্রিক্যাল সার্কিটের নিয়ন্ত্রণকারী ডিভাইসও বলে।
ধরেন, সারাদিন অফিস করে এসে বাসায় এলেন। আজ বড্ড গরম পড়েছে। তাই ব্ল্যান্ডার মেশিন দিয়ে নিজের জন্য এক গ্লাস ঠান্ডা লেবুর জুস বানিয়ে নিলেন। এবার ভাবলেন ফ্যানটা ফুল স্পীড এ ছেড়ে দিয়ে আরাম করে ঠান্ডা লেবুর জুস খাবেন। দিলেন ফ্যানের সুইচটা অন করে। ফ্যান চলতে শুরু করল। লেবুর জুস খেয়ে রিফ্রেশ হচ্ছেন। এমন সময় শুরু হল ঝড়। ঠান্ডা বাতাস বইতে লাগল। তাই ভাবলেন ফ্যানের সুইচটা বন্ধ করে দেয়া যাক। এতে বিদ্যুৎ অপচয় হবেনা। যখন ফ্যান অফ করার জন্য সুইচে হাত দিলেন দেখলেন সুইচ বাবু খুব গরম হয়ে গেছে। আপনিতো রীতমতো ভয় পেয়ে গেলেন। সাথে সাথে সুইচটি দিলেন বন্ধ করে। মূলত সুইচটি কেন গরম হল? আজ মূলত সেই ব্যাপারেই আলোকপাত করতে চাই। চলুন খুব সংক্ষেপে শেষ করব।
সুইচ গরম হবার কারণ
- সুইচ গরম হয় আসল কারণ হল, অনেক দিন ব্যবহারের ফলে সুইচের ভেতরের বিটে ময়লা জমে অথবা বিট ক্ষয় হয়ে সেখানে সামান্য মরিচা পরে।
- আর এই সামান্য মরিচাই সুইচ অন করার সাথে বিদ্যুৎ প্রবাহে বাঁধার সৃষ্টি করে। অনেকটা রেজিট্যান্সের মত।
- ময়লা বা মরিচার পরিমাণ যদি বেশি হয় তাহলে ভেতরে ফায়ারিং পর্যন্ত শুরু হয়ে যায়।
- যার ফলে গরম হতে হতে একসময় সুইচের উপরিভাগের কভারের গলনাংকে পৌছে তা গলিয়ে ফেলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
- তাই এইরকম সুইচ ব্যবহার করার থেকে না করাই ভালো। অযথা সামান্য কয়েক টাকার সুইচের জন্য নিজের বিপদ ডেকে আনার কোন মানে হয়না।
- এরকম সুইচ পেলে সাথে সাথে পরিবর্তন করে ফেলুন, কারণ এই অবস্থায় বেশিক্ষণ সুইচ অন থাকলে মারাত্মক দূর্ঘটনাও ঘটে যেতে পারে।
- তবে আরেকটা কারণেও গরম হতে পারে, কিছু কিছু সুইচ আছে যেগুলো নিম্ন ভোল্টেজে কাজ করে থাকে।
- এসবের কভার একেবারেই প্লাস্টিক দিয়ে বানানো, ভেতরের বিট ও অনেক নিম্ন মানের হয়ে থাকে।
- ৫০-১০০ ভোল্টের নিচে হলে এদের ব্যবহার করতে তেমন কোন অসুবিধা হয় না কিন্তু এর বেশি ভোল্টেজে ব্যবহার করলে এটি গরম হয়ে যায়।
- তাই AC কারেন্ট এর জন্য সুইচ সবসময় ভাল মানের মানের ব্যবহার করবেন।
- এছাড়া ফেজ নিউট্রাল শর্ট হয়ে গেলেও সুইচ গরম হতে পারে এবং সেই সাথে শক অনুভূতও হতে পারে।
এক্ষেত্রে করণীয় কি?
- উন্নতমানের সুইচ ব্যবহার করা।
- প্লাস্টিকের কভারওয়ালা সুইচগুলো ব্যবহার না করাই উত্তম।
- সুইচবোর্ড স্থাপনের সমইয় সতর্কতা অবলম্বন করতে হবে ।
বৈদ্যুতিক ডিভাইসগুলো আমাদের জন্য যেমন উপকারী ঠিক তাদের ঠিকভাবে পরিচালনা, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ করতে না পারলে সেগুলো আমাদের জীবনের জন্য হুমকি হইয়ে দাড়াতে পারে। তাই আমাদের উচিত বাসা-বাড়িতে মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা এবং সেগুলোর সঠিক পরিচর্যা করা। তাহলেই আমরা অনাকাংক্ষিত ত দূর্ঘটনা এড়াতে সক্ষম হব।
সুইচ নিয়ে আরো পোস্ট পড়ুন