লিমিট সুইচ কি?
লিমিট সুইচ এক ধরনের বিশেষ সুইচ যা যান্ত্রিক শক্তি ব্যবহার করে কোন মেশিনের গতি এবং কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
ধরুন, থার্টি ফার্স্ট নাইট পার্টির আয়োজন হল। ১০০ জনের বেশি মানুষকে ঢুকতে না দেয়ার জন্য প্রহরীকে কড়া নির্দেশ দেয়া হল। এখন প্রহরী গুণে গুণে ১০০ জন অতিথিকে ভেতরে প্রবেশ করতে দিল। তারপর সদর দরজা আটকে দিল। লিমিট সুইচের কাজটিও ঠিক এই প্রহরীর মতই বলা যেতে পারে যা মেশিনের গতি বা মুভমেন্টের মাত্রা বুঝে তাকে ইলেকট্রিক্যালি আইসোলেটেড বা সংযুক্ত করে।
লিমিট সুইচ কোথায় ব্যবহার করা হয়?
- ইন্ডাস্ট্রিতে টাওয়ার ক্রেন, বৈদ্যুতিক মোটর, হাইড্রোলিক বা নিউমেটিক পিস্টন, লিফটের গতির নিয়ন্ত্রক হিসেবে এই লিমিট সুইচ ব্যবহার করা হয়।
- বাসাবাড়িতে আমাদের কম-বেশি সবারই রিফ্রিজারেটর আছে। একটু শৈশবে ফিরে যাওয়া যাক। ছোটবেলায় আমরা ফ্রিজ নিয়ে একটি মজার পরীক্ষা করেছি। ফ্রিজ আধখোলা অবস্থায় রেখে পর্যবেক্ষণ করতাম বাতি জ্বলছে নাকি নিভে গেছে? এই ফ্রিজের বন্ধ বা খোলা হওয়ার ব্যাপারটি নিয়ন্ত্রণ করছে লিমিট সুইচ। আর সেই অনুযায়ী আলো নিভে যায় কিংবা জ্বলে।
- ওভারহেড গ্যারেজের দরজার মুভমেন্ট নিয়ন্ত্রনেও কিন্তু এই লিমিট সুইচ ব্যবহার করা হয়।
- গেইটের মধ্য দিয়ে বিভিন্ন passing objects কাউন্ট করতেও লিমিট সুইচ ব্যবহার করা হয়।
লিমিট সুইচের প্রকারভেদ
চার ধরনের লিমিট সুইচ আছে। যথাঃ
- Whisker Limit switch
- Roller Limit Switch
- Lever Limit Switch
- Plunger Limit Switch
কিভাবে কাজ করে?
লিমিট সুইচের কার্যপ্রণালীটি অতি সংক্ষেপে নিম্নে তুলে ধরা হলঃ
- এটি একটি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস যার প্রধান অংশ হল actuator।
- এই অংশটি মেকানিক্যালি ইলেকট্রিক্যাল সুইচের সাথে সংযুক্ত থাকে।
- এই অংশটিই মূলত ডিভাইসের গতিবিধি পর্যবেক্ষণ করে ডিভাইসের সাথে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন বা চালু করার কাজ পরিচালনা করে।
লিমিট সুইচ এবং প্রক্সিমিটি সুইচের মধ্যে পার্থক্য
লিমিট সুইচে মেক্যানিকাল পার্টস বিদ্যমান থাকে। পক্ষান্তরে প্রক্সিমিটি সুইচে কোন মেকানিকাল পার্টস (লিভার, একচুয়েটর) থাকেনা।
লিমিট সুইচ একচুয়েটরের সাহায্যে যান্ত্রিকভাবে ডিভাইসের গতির লেবেলের উপর নিয়ন্ত্রণ রাখে। অন্যদিকে প্রক্সিমিটি সুইচ ইলেকট্রনিক সুইচিং সিস্টেম এবং সুনিয়ন্ত্রিত লজিক প্রোগ্রামের সাহায্যে এই কাজটি করে।
বর্তমানে বহুলভাবে কোনটি ব্যবহার করা হয়?
যেহেতু প্রক্সিমিটি সুইচ ইলেকট্রনিক এবং লজিক প্রোগ্রাম বেইজড সিস্টেমে কাজ করতে পারে সেজন্য প্রক্সিমিটি সুইচ বর্তমানে লিমিট সুইচের তুলনায় বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।
সুইচ নিয়ে আরো কিছু পোস্ট