এসি সার্কিট সূচিপত্র

প্রতিবছর বাংলাদেশে Electrical & Electronic Engineering ডিপার্টমেন্টের সরকারি চাকরি এবং বুয়েট MSc এডমিশনের প্রশ্নের প্যাটার্ন একইরকম হয়ে থাকে। তাই সারাদেশ থেকে অসংখ্য গ্রাজুয়েটের এই দুটো সেক্টরে ভালো চাহিদা থাকে প্রতিবছর। অথচ এই প্রতিযোগিতামূলক পরিক্ষাগুলোতে আসা এত এত সাবজেক্টের ভিড়ে বেশিরভাগ প্রতিযোগী সঠিকভাবে প্রিপারেশন নিতে পারেন না।

তাই আমরা আপনাদের চাহিদার কথা মাথায় রেখে খুব সল্পমূল্যে নিয়ে এসেছি EEE Crush Course. আমাদের এই কোর্সের বিশেষত্ব হচ্ছে, কোর্সের ক্লাসগুলো আমরা সাজিয়েছি পরিক্ষাতে আসার মতন বিভিন্ন ক্যাটাগরির গাণিতিক সমস্যাবলী দিয়ে। সেইসাথে আমাদের ক্লাসগুলো এমনভাবে সাজানো, যেখানে প্রতিটা Math রিলেটেড থিওরিগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তাই আপনি হঠাৎ একটা ক্লাস করলে সেই ক্লাসে করানো Math রিলেটেড থিওরিগুলোও সুন্দরভাবে বুঝে ফেলবেন। আমাদের ক্লাসগুলো আর সবার চেয়ে আলাদা, কারণ আমরা আপনাদের জন্য প্রফেশনাল স্টুডিওতে ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাসগুলো করাচ্ছি, যেখানে আপনারা সর্বোত্তম ভিডিও এবং অডিও কোয়ালিটির নিশ্চয়তা পাবেন।

এসি সার্কিট সূচীপত্র

টপিকমোট ক্লাসসময়সীমা
Sinusoids91 hr 29 min
Phasors142 hr 21 min
Phase71 hr 14 min
Average & RMS Value264 hr 58 min
Impedance122 hr 13 min
Equivalent Impedance111 hr 58 min
Equivalent Admittance439 min
AC Power377 hr 10 min
Polyphase Circuit224 hr 56 min

এই কোর্সটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র ভোল্টেজ ল্যাব এপ এই ইউজার দের জন্য।