BSc / Diploma পাশ করার পর EEE student দের যেসকল বিষয় জেনে রাখা উচিত

ডিপ্লোমা / বিএসসি পাশ করে বের হবার পর অনেকেই সিদ্ধান্তহীনতা আর হতাশায় ভুগি। বুঝে উঠতেই পারি না কি করবো? কোথায় যাবো? এর পেছনে একটাই কারণ। ইইই জব ফিল্ড নিয়ে পরিচ্ছন্ন ধারণা না থাকা। নিজেকে নিজে মূল্যায়ন করতে না পারা। তাই বাংলাদেশ এর ইইই জব ফিল্ড নিয়ে একটা ছোট খাট আলোচনা করব।

ডিপ্লোমা / বিএসসি ইইই দের জন্য সরকারি ও বেসরকারি দুই ধরনের চাকরির সুযোগ রয়েছে। তবে সরকারি ক্ষেত্রে খুব ই অল্প সংখ্যক পোস্ট রয়েছে। এজন্য আলাদাভাবে পরীক্ষা নামের মহাযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।

ডিপ্লোমাঃ ইলেকট্রিক্যাল বিষয়ের ছাত্র-ছাত্রীদের চাকুরীর প্রস্তুতি (বই তালিকা) পড়ুন

মৌখিক পরীক্ষার প্রস্তুতি, ভাইবাতে সম্ভাব্য কিছু সাধারণ প্রশ্ন যা আপনার জেনে রাখা উচিত তা পড়ুন

সরকারি চাকরি পেতে হলে ঘুম, আলস্য সব কিছুকে শত্রু বানিয়ে ফেলা উচিত। নিরলসভাবে প্রস্তুতি নিলেই কোন না কোন জায়গায় ঠাই হবে নিশ্চিত। আর প্রাইভেট জব এর জন্য আপনাকে মূল তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি কিছু প্র‍্যাকটিকাল কাজের দক্ষতাও থাকা জরুরি। আর এজন্য আপনি নিজ উদ্যোগে অথবা কলেজ বা ভার্সিটির কর্তৃপক্ষের মাধ্যমে ইন্ড্রাস্ট্রিয়াল এটাচমেন্টের সুযোগ তৈরি করতে পারেন।

কর্মক্ষেত্রের সুযোগ রয়েছে যেখানে

Power Sector

> Assistant / Sub Assistant Engineer in Government, private, Autonomous power generation, transmission & distribution Organization.

যেমনঃ

  • BPDB
  • RPCL
  • DESCO
  • NESCO
  • REB
  • PGCB
  • CPGCL
  • NPCBL etc.

>> Power generation & distribution ছাড়াও অনেক কর্পোরেশন, অথরিটি, Government body রয়েছে যারা ডিপ্লোমা / বিএসসি ইইই ইঞ্জিনিয়ার নিচ্ছে।

যেমনঃ

  • BCIC
  • BADC
  • BSEC
  • BRTC
  • BRTA
  • BJMC
  • BSMC
  • BAAE
  • BCSIR
  • BSC
  • Petro-bangla
  • MES
  • Bangladesh Railway
  • Government & private Bank

>> Private এ Summit, Max, sinha খুব নামকরা জেনারেশন কোম্পানি। তাছাড়াও নিম্ন থেকে উচ্চ পর্যায়ের যেকোন প্রাইভেট টেক্সটাইল, ফুড বেভারেজ, ঔষধ, স্টীল & রড কোম্পানির একটা নিজস্ব সাবস্টেশন থাকে। যেটার maintenance ইঞ্জিনিয়ার, shift in-charge, Supervisor, Attendant হিসেবেও জব মিলতে পারে আপনার।

>> টেলিকম/ICT জবে তেমন একটা ক্ষেত্র নেই বললেই চলে। তারপরেও যেসকল কোম্পানি জবের অফার করে থাকে

  • Teletalk
  • GP
  • Robi
  • BTRC
  • Banglalion
  • Summit
  • BTCL
  • BSCCL
  • BRS
  • BTV
  • Private radio & TV channel
  • Railway (Telecoms & Signaling)
  • Bank ICT.

>> ইলেক্ট্রনিক্স জবের জন্য Walton, My One, LG, Singer প্রভৃতি রয়েছে।

তবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এ পাওয়ার সেক্টর ই একজন ডিপ্লোমা / বিএসসি ইইই প্রকৌশলীর জন্য সর্বোত্তম জায়গা। কারণ, টেলিকম জব এখন saturated।

ইলেক্ট্রনিক্স কোম্পানি তেমন একটা নেই আমাদের দেশে। একারনের বাংলাদেশে পাওয়ারকে মূলত প্রথম অবস্থানে রাখা হয়।

একজন ইইই প্রকৌশলীর দায়িত্ব কি?

সেটা নির্ভর করবে আপনি কোন প্রতিষ্ঠান এ আছেন।

>> যদি আপনি পাওয়ার প্লান্ট, গ্রীড, ডিস্ট্রিবিউশন এ থাকেন তাহলে কম্পিউটার সিমুলেশন সফটওয়ার / SCADA system দিয়েই মনিটরিং এর কাজ করবেন। এরপর জেনারেটর, বয়লার, চিলার এগুলা নিয়ে মাথা ঘামাতে হবে। কাজ করবে ফোরম্যান আপনাকে just নির্দেশনা দিতে হবে।

>> যদি আপনি প্রাইভেট / স্বায়ত্তশাসিত কোন কোম্পানির মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার হন সেক্ষেত্রেও আপনাকে কোম্পানির HT panel, LT panel, DB, SDB, ATS, PLC এর দায়িত্ব নিতে হবে। অটোমেশন এ হাতেখড়ি হওয়া লাগিবে। এ জায়গায় কাজ শেখার অনেক সুযোগ পাবেন।

>> আর টেলিকম বা আইসিটি ফিল্ডে যদি জব হয় আপনার তাহলে আপনি অনেক লাকি। এই জায়গায় কোন কাজ করা লাগবেনা :)। সব কিছু প্রি ইন্সটলড। এটাও যাস্ট মনিটরিং এর কাজ। তবে সফটওয়ার & কম্পিউটার এর কাজ এ পারদর্শী হওয়া লাগবে। আর ইলেক্ট্রনিক্স ফিল্ডেও তেমন চাপ নেই। বিদেশ থেকে পার্টস এনে শুধু জোড়া লাগাবেন।

চাকরি পাবার জন্য কি কি জরুরী

১) পড়াশুনা

২) পরিশ্রমী মনোভাব

৩) উদ্যমী & আত্মবিশ্বাস

৪) নিজেকে সুন্দরভাবে উপস্থাপন এর যোগ্যতা

৫) সুযোগ থাকলে ট্রেনিং নিয়ে নিজেকে কিছু বিশেষ কাজে পারদর্শী করে তুলা।

আর এই ৫ টি গুণ আপনার মধ্যে থাকতে হবে।

ডিপ্লোমাঃ ইলেকট্রিক্যাল বিষয়ের ছাত্র-ছাত্রীদের চাকুরীর প্রস্তুতি (বই তালিকা) পড়ুন

মৌখিক পরীক্ষার প্রস্তুতি, ভাইবাতে সম্ভাব্য কিছু সাধারণ প্রশ্ন আপনার জেনে রাখা উচিত