EEE Job Preparation
Basic MCQ Part
Topic: Electrical work, energy and power
অংশগ্রহণের পূর্বে জেনে নিনঃ
- প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন দেওয়া আছে।
- আপনি যদি সঠিক উত্তরে ক্লিক করেন সেক্ষেত্রে অপশনটি সবুজ হয়ে যাবে এবং Correct! লেখা আসবে।
- যদি ভূল উত্তরে ক্লিক করেন অপশনটি লাল হয়ে যাবে ও Wrong! লেখা আসবে এবং সেই সাথে সঠিক উত্ততরটিও দেখিয়ে দিবে।
- সবগুলো প্রশ্নের উত্তর দেবার পর সর্বমোট কত নম্বর পেয়েছেন তা দেখতে পারবেন।
- চাইলে Play Again-এ ক্লিক করে আবার অংশগ্রহন করতে পারবেন।
- প্রতিটি প্রশ্নের পূর্ণমান এক (১)।
বিঃদ্রঃ দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে MCQ অপশনে ক্লিক করতে সমস্যা হতে পারে। এক্ষেত্রে ইন্টারনেট কানেকশন পুনরায় চেক করে পেজটি Reload দিন।
১. ______ এর একক হচ্ছে কিলোওয়াট।
Correct!
Wrong!
২. এক কিলোওয়াট আওয়ার সমান-
Correct!
Wrong!
৩. যদি একটি কন্ডাকটরের আড়াআড়াতিতে বিভব পার্থক্য constant থাকে এবং তার resistivity যদি p হয় তাহলে ঐ কন্ডাকটরের উৎপন্ন তাপ-
Correct!
Wrong!
৪. Electricity bill এর একক কি?
Correct!
Wrong!
৫. একটি ইলেকট্রিক বাল্বে যদি ২% কারেন্ট ড্রপ হয় তাহলে পাওয়ার হ্রাস পাবে-
Correct!
Wrong!
৬. ফিউজ এর তার কিসের তৈরি?
Correct!
Wrong!
৭. ফিউজের জন্য জরুরি নয়-
Correct!
Wrong!
৮. একটি ১০০ ওয়াট বাল্বে কতটুকু heat এবং light energy দিবে?
Correct!
Wrong!
৯. একটি ইলেকট্রিক বাতিতে যদি ২% কারেন্ট ড্রপ হয় তাহলে এর incandescence হ্রাস পাবে-
Correct!
Wrong!
১০. যদি মেইন লাইনের সাথে প্যারালালে একটি ৪০ ওয়াটের বাল্ব রুম হিটারের সঙ্গে সংযুক্ত থাকে এবং তখন যদি লাইটের সুইচ অফ করে দেওয়া হয়। তাহলে কি ঘটবে?
Correct!
Wrong!
Electrical work, energy and power
আপনার ফলাফল কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।
বেশি বেশি MCQ উত্তর করুন, নিজেকে প্রস্তুত রাখুন
অন্যান্য MCQ-তে অংশগ্রহণ করতে ক্লিক করুন।
ভোল্টেজ ল্যাব পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং সকল আপডেট সবার আগে পেতে ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন-