প্রতিষ্ঠান: BREB
ভাইভা অভিজ্ঞতা: Assistant Junior Engineer (BREB)
ভাইভার তারিখ: ১১ ফেব্রুয়ারি, ২০২১
প্রশ্ন: Sin এর মান কখন সর্বোচ্চ এবং কখন সর্বনিম্ন?
উত্তর: Sin এর মান সর্বোচ্চ হয় +১, যখন কোণ হয় ৯০°। সর্বনিম্ন হয় -১, যখন কোণ হয় ২৭০°।
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টরের মান কত এর নিচে হলে জরিমানা গুনতে হয়?
উত্তর: পাওয়ার ফ্যাক্টরের মান ০.৯৫ এর নিচে হলে জরিমানা গুনতে হয়।
প্রশ্ন: স্কাই ওয়্যার কেন ব্যবহার করা হয়?
উত্তর: স্কাই ওয়্যার ব্যবহার করা হয় বজ্রপাত থেকে ট্রান্সমিশন লাইনকে সুরক্ষিত করার জন্য।
প্রশ্ন: ক্যাপাসিটর কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: ক্যাপাসিটর পাওয়ার ফ্যাক্টর উন্নয়নে, ইলেকট্রনিক সার্কিটে চার্জ সঞ্চয়ে এবং ফিল্টারিং প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।
প্রশ্ন: দুটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করলে কী হবে? রেজিস্টরের ক্ষেত্রে কী হবে?
উত্তর: দুটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করলে তাদের সমতুল্য ক্যাপাসিটেন্স কমে যায়। রেজিস্টরের ক্ষেত্রে সিরিজে সংযুক্ত করলে সমতুল্য রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়।
প্রশ্ন: মুক্তিযুদ্ধে কতজন সেক্টর কমান্ডার ছিলেন?
উত্তর: মুক্তিযুদ্ধে ১১ জন সেক্টর কমান্ডার ছিলেন।
প্রশ্ন: পানি বিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে?
উত্তর: পানি বিদ্যুৎ কেন্দ্র জলাধার থেকে পানি প্রবাহিত করে টারবাইন ঘোরায়, যা জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে।