CAAB – Civil Aviation Authority of Bangladesh( বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ) ইলেকট্রিক্যাল সহকারী প্রকৌশলী নিয়োগ লিখিত পরীক্ষার ২০১৬ সালে ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্ট এর কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করেছি যেখানে ডিপার্টমেন্ট ছিলো ৪৫ মার্কসের এবং নন-ডিপার্টমেন্ট ছিলো ৩০ মার্কসের।

CAAB Job circular Exam Question

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

নির্বাচনী পরীক্ষা লিখিত-২৭ মে, ২০১৬

সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

Department-45 marks

১-৬=৬*৫=৩০ মার্কস এবং ৭(ক-ঙ)=৫*৩=১৫ মার্কস

১। রিলে কি এবং যে কোণ ৮ ধরনের রিলের নাম লিখ?

২। পরিবাহী হিসেবে কপার এবং এলুমিনিয়ামের মধ্যে তুলনা কর? একটি ওভারহেড লাইনে যেকোন ৬ টি উপাদানের নাম লিখ?

৩। একটি ১১/০.৪ কেভি ইনডোর সাব স্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অংকন কর?

৪। সার্কিট ব্রেকার এবং আইসোলেটরের মাঝে পার্থক্য কি? যেকোন ৬ প্রকার সার্কিট ব্রেকারের নাম লিখ?

৫। লাইটনিং এরেস্টার নির্বাচন প্রক্রিয়ার বিষয়গুলো কি কি? লাইটনিং এরেস্টার কত প্রকার ও কি কি?

৬। ইন্সুলেশন ক্ষয়ের কারন ও প্রভাব কি?

৭। (ক) একটি ৮ পোলের অল্টারনেটরে ৭৫০ আর পি এম এ ঘুরছে। এর ফ্রিকুয়েন্সি কত?

(খ) একটি তেন ফেজ ডেল্টা স্টার ট্রান্সফরমারের প্রাইমারী ও সেকেন্ডারি ভোল্টেজ যথাক্রমে ১১ কেভি ও ০.৪ কেভি। প্রাইমারী ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা ৫০০ হলে সেকেন্ডারী টার্ন কত?

(গ) একটি তিন ফেজ অল্টারনেটরে সিনক্রোনাস স্পীড ৭৫০ আর পি এম। স্লিপ ৩% হলে মোটরের স্পীড কত?

(ঘ) একটি কন্ডাক্টরের প্রস্থচ্ছেদ ২.৯৭২ বর্গ সে.মি। দৈর্ঘ ১ কিমি এবং আপেক্ষিক রোধ ১.৭৩*১০^-৬ ওহম সেমি হলে কন্ডাক্টরের রোধ কত?

(ঙ) একটি ৩ ফেজ সিস্টেমের ভোল্টেজ ৩০ কেভি, পাওয়ার ফ্যাক্টর ০.৮ এবং পাওয়ার ১০ মেগাওয়াট হলে  লাইন কারেন্ট কত?

CAAB Job ciruclar – 2016

নন-ডিপার্টমেন্ট – ৩০ মার্কস

বাংলা ৪*৫=২০ এবং সাধারণ জ্ঞান ৫*২=১০

বাংলা

১। অর্থসহ বাক্য রচনা করঃ

(ক) সোনার পাথর বাটি (খ) পাথরে পাচকিল (গ) উগনচন্ডি (ঘ) ঘাটমানা (ঙ) ঈদের চাঁদ।

২। নিম্মে বাক্যগুলো অশুদ্ধ থাকলে তা শুদ্ধ করঃ

(ক) সমৃদ্ধিশালী বাংলাদেশ আমাদের একান্ত ভাবেই কাম্য

(খ) বঙ্কিমচন্দ্র বিদ্যান ছিল এবং তার ভয়ংকর প্রতিভা ছিল।

(গ) ইতিপূর্বে তিনি সস্ত্রীকে বেড়াতে এসেছিলেন।

(ঙ) ইহা অতি লজ্জাকর ব্যাপার।

৩। Fill up the gaps with appropriate preposition
(a) I shall stick——-my principles.
(b) The poor suffer—–many troubles .
(c) I trusted him——the money.
(d) Kabir was sensitive ——-motherly love and sympathy.
(e) I am tired ——-his flattery.

(৪) ইংরেজিতে ট্রান্সলেট করঃ

(ক) তুমি স্বাস্থ্যবান কিন্তু অলস।

(খ) সবাই তাকে পছন্দ করে কারন সে সৎ

(গ) পরিশ্রম কর নতুবা পিছিয়ে পরবে

(ঘ) সুন্দরবন দেশের দক্ষিনে

(ঙ) সেতুটি পুনঃনির্মাণাধীন

সাধারণ জ্ঞান

(ক) সম্প্রতি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত ঘূর্নঝড়ের নাম কি এবং কত তারিখে আঘাত হানে?

(খ) বাংলাদেশের বিমান চলাচল নিয়ন্ত্রনকারি সংস্থার নামি কি এবং কোথায় অবস্থিত?

(গ) ১৭ মার্চ বাংলাদেশে কোন কোন জাতিয় দিবস পালিত হয়?

(ঘ) SDG এর পূর্ণ নাম কি? কোন আন্তর্জাতিক সংস্থা এটি প্রণীত?

(ঙ) কোন সংস্থা কর্তৃক সুন্দরবনকে World Heritage ঘোষণা করা হয়েছে  এবং কত সালে?

বন্ধু, আপনাদের কাছে যদি CAAB job circular পরীক্ষার কোন প্রশ্ন বা সরকারী যেকোন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জবের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আমাদের কে তা প্রেরন করতে পারেন। আমরা আপনার লেখাটি এই সাইটে পাব্লিশ করবো যাতে করে সবাই উপকৃত হয়। CAAB job circular ইলেকট্রিক্যাল বিভাগের ২০১৬ সনের পরীক্ষার কোন প্রশ্ন যদি মনে হয় অন্তর্ভুক্ত করা হয় নাই তাহলে অবশ্যই  জানাবেন। আমরা প্রয়োজনে হালনাগাদ করবো। ধন্যবাদ।