bteb result 2021, Bangladesh technical education board result, Diploma result 2021, Polytechnic result – ডিসেম্বর ২০২১ এ শুরু হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০১৬ প্রবিধানযুক্ত ৪র্থ ও ৬ষ্ঠ পর্ব নিয়মিত ও ৫ম পর্ব অকৃতকার্য এবং ২০১০ প্রবিধানযুক্ত ৬ষ্ঠ ও ৮ম পর্ব নিয়মিত/ অনিয়মিত ও ৪র্থ, ৫ম, ৭ম পর্ব অকৃ্তকার্য বিষয়ের পরীক্ষা।
BTEB Polytechnic Exam Result / Diploma Result কবে প্রকাশিত হবে
- পরীক্ষা শুরু হয়েছে ডিসেম্বর ২০২১
- পরীক্ষা শেষ হয়েছে জানুয়ারি ২০২১
- রেজাল্ট প্রকাশিত হয়েছেঃ সকল রেজাল্ট প্রকাশিত হয়েছে।
- ডাউনলোড লিংকঃ Download.pdf
রেজাল্ট ডাউনলোড করতে সমস্যা হলে অপেরা ব্রাউজার / অন্য কোন ব্রাউজার ব্যবহার করুন।
বোর্ড চ্যালেঞ্জ এর ব্যাপারে কিছু কথাঃ
- Challenge কেন করবেন – আপনার যদি মনে হয় যে আপনার রেজাল্ট আশানুরূপ হয়নি, আপনি আরো ভালো রেজাল্ট করবেন তার জন্য আপনি আপনার খাতা রিভিউ করাতে চান এবং আপনি এ নিয়ে ১০০% সিওর তবে challenge করবেন . সিওর না হয়ে লাক ট্রাই করার জন্য করে কোনো লাভ তো হবেই না বরং শুধু শুধু টাকা নষ্ট হবে
- কিভাবে করবেন – সাধারণত রেজাল্ট দেওয়ার ২-৩ দিনের মধ্যেই bteb এর ওয়েবসাইট এ নিয়ে নোটিস দিয়ে দেওয়া হয়। ওয়েবসাইট এ লক্ষ্য রাখবেন আর নোটিস দিলে এই পোস্টে ও পেয়ে যাবেন। নোটিস পাওয়ার পর নিজ নিজ কলেজ এর রেজিস্ট্রেশন শাখায় যোগাযোগ করবেন ওখান থেকে আপনাকে পরের করনীয় বলে দেয়া হবে.
- কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে – 1 . গত সেমিস্টার এর admit কার্ডের ফটোকপি 2 .আপনার কলেজের রেজাল্ট শিটের প্রিন্ট কপি যে পেজ এ আপনার রোল আছে 3 .পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন পত্র , কলেজ প্রিন্সিপাল স্বাক্ষরিত .(আবেদন পত্রের ফরমেট নিচে থেকে ডাউনলোড করুন )
- কত টাকার প্রয়োজন হবে – প্রতি সাবজেক্ট এর জন্য ৩০০ টাকা ব্যাঙ্ক ড্রাফট করে ড্রাফট এর কাগজ সব ডকুমেন্ট আর সাথে কলেজ এ জমা দিতে হবে আবার কলেজ থেকে আপনার ব্যাঙ্ক ড্রাফট আর টাকা নিয়ে যেতে পারে তখন ড্রাফট তারাই করবে।
- Challenge এ কি লাভ হয় কিছু – আগেই বলেছি sure না হলে করবেন না এটাতে আপনার সফলতার চান্স ১০০ এ ২% ধরে নিতে পারেন। আর আপনি যদি কনফিডেন্স হোন তবে অবশ্যই challenge করবেন।
- দালালের ফাঁদে পা দিবেন না – রেজাল্ট পাবলিশ এর পর থেকে বিভিন্ন গ্রুপে কয়েকজন পোস্ট বা কমেন্ট করতেছে রেজাল্ট চেঞ্জ করতে চাইলে এই নম্বর এ কল দেন ইত্যাদি ইত্যাদি। এদের ফাঁদে পরবেন না , পড়লে আপনার টাকা ও যাবে কাজের কাজ কিছু হবে না। বোর্ড নোটিসে যা করতে বলা হবে সে অনুযায়ী করবেন. Courtesy: Md Asiful Habib
Diploma Result 2021 (bteb result 2021) পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ নিয়মাবলী
ফলাফল পুনঃনির্বাচনের পূর্বে করনীয়
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
- এডমিট কার্ড এর ফটোকপি।
- রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি।
- অনলাইনে প্রকাশিত আপনার রেজাল্ট শীট এর প্রিন্ট কপি (আপনি যে বিষয় এ চ্যালেঞ্জ করবেন সেটি চিহ্নিত করতে হবে)
- উল্লেখ্য যে সকল ডকুমেন্টস প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার (সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর) কর্তৃক সত্যায়িত হতে হবে।
- এরপর সকল ডকুমেন্টস সহ আপনার পলিটেকনিক ইন্সটিটিউটের রেজিস্ট্রারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
- রেজিস্ট্রারের কার্যালয় থেকে বোর্ড চ্যালেঞ্জ এর জন্য নির্ধারিত ফরম সংগ্রহ করে চ্যালেঞ্জকৃত সাবজেক্ট এর নাম কোড সহ ফরমটি যথাযথ ভাবে পূরন করতে হবে।
- এবার উক্ত ফরম এর যথাস্থানে আপনার ডিপার্টমেন্টের প্রধান ও আপনার পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল এর স্বাক্ষর নিতে হবে এবং রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিতে হবে।
- রেজিস্ট্রার বোর্ড এর সাথে পরবর্তী কার্যাবলি সম্পাদন করবেন।
- এক্ষেত্রে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি (প্রতি বিষয়ে আনুমানিক ৩০০-৪৫০ টাকা এবং সর্বোচ্চ ৩টি বিষয় পর্যন্ত) পর্যন্ত প্রযোজ্য হবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংপরীক্ষার উত্তরপত্র পূনঃনিরীক্ষণ নোটিশঃ (Bangladesh technical education board result)
bteb result 2021 – রেজাল্ট পাবার পরে যেসকল শিক্ষার্থী ফলাফল পূনঃনিরীক্ষণ করতে চান তার নিচের স্টেপ গুলো অবলম্বন করুন।
- অনলাইনে তথ্য এন্ট্রি করার তারিখঃ এখনো প্রকাশ করা হয় নি।
- প্রতিষ্ঠান থেকে ডিডি করার তারিখঃ এখনো প্রকাশ করা হয় নি।
- এন্ট্রি পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করার তারিখঃ এখনো প্রকাশ করা হয় নি।
- প্রিন্ট আউট কপি সহ ডিডি বোর্ডে জমার তারিখঃ এখনো প্রকাশ করা হয় নি।
ক্যাম্পাসে আপনার কাজ শেষ, এবার কারিগরী শিক্ষা বোর্ডের ক্ষেত্রে কিছু কাজঃ (এই কাজগুলো অনেক ক্ষেত্রে ক্যাম্পাসের শিক্ষকেরা করে থাকেন)
- কারিগরি শিক্ষাবোর্ড থেকে টাকা জমা দেয়ার রশিদ সংগ্রহ করতে হবে, প্রয়োজনে তাদেরকে এভাবে বলা যেতে পারে “ফলাফল পুনঃনির্বাচনের জন্য আবেদন করতে চাই, রশিদ সংগ্রহ করতে চাই”। ১১৫ নম্বর রুম কিংবা বাহির থেকে তারা রশিদ দিয়ে থাকে।
- রশিদ নেয়ার পর ঐ রশিদের তথ্য পূরন করে SIBL ব্যাংকে টাকা জমা দিতে হবে, প্রতি বিষয়ের জন্য ৩০০ টাকা করে জমা দিতে হবে। আইডিবি ভবনের ঠিক পাশেই SIBL ব্যাংক। বছরেভেদে টাকা কম বেশি হতে পারে। তবে কারিগরী শিক্ষা বোর্ড আপনাকে অবগত করবে।
- টাকা জমা দেওয়ার সময় রশীদের যে অংশ আপনাকে ফেরত দিবে সেই অংশটুকু আবেদনের সাথে যুক্ত করে আবার কারিগরী বোর্ডে চলে যান। সেখানে গিয়ে খুঁজে নিন কোথায় জমা নিচ্ছে আবেদন। আবেদন পত্র রেখে রশিদের একটা অংশ আপনাকে দিয়ে দেয়া হবে।
- কাজ শেষ, এবার অপেক্ষা করুন রেজাল্টের জন্য, আর রেজাল্ট পাব্লিশ হওয়া মাত্র ভোল্টেজ ল্যাব ব্লগ (এই ওয়েবসাইটের) এই পোস্ট টিতে রেজাল্ট প্রকাশ করা হবে।
রেজাল্ট প্রকাশিত হবার দিন অনেকেই একসাথে bteb result 2021 Bangladesh technical education board result / Polytechnic result পাবার জন্য এই (http://bteb.gov.bd) ওয়েবসাইটে হিট করে ফলে সার্ভার অনেক ব্যাস্ত ও ধীর গতির হয়ে পরে, এতে করে অনেকে সঠিক সময়ে তাদের কাঙ্খিত রেজাল্ট বের করতে পারেন না। আপনি চাইলে রেজাল্ট খুব সহজভাবে এই ওয়েব সাইটের মাদ্ধমে বের করতে পারবেন নিচের Download Option টিতে ক্লিক করে। রেজাল্ট পেতে Download এ ক্লিক করুন।
BTEB Result 2021
Diploma In Engineering Result 2021
- 3rd -semester final result
- 5th-semester final result
- 7th-semester final result
- 4th-semester final result
- 4th-semester final result
- 5th Semester final result
- 5th-semester final result
- 6th-semester final result
- 6th-semester final result
- 6th-semester final result
- 7th-semester final result
- 7th-semester final result
- 8th-semester final result
- 8th-semester final result
Diploma in Textile Engineering Result 2021
- 4th Semester Result – Download
- 5th Semester Result – Download
- 6th Semester Result – Download
- 7th Semester Result – Download
- 8th Semester Result – Download
Diploma in Agriculture, Fisheries, Livestock Result 2021
- Fisheries & Agriculture 5th, 6th, 7th & 8th Semester Result – Download
Diploma in Tourism and Hospitality Result 2021
- 4TH Semester final result (Regular, প্রবিধান 2016) – Download
- 5TH Semester final result ( Irregular, প্রবিধান 2016) – Not published yet
- 6TH Semester final result (Regular, প্রবিধান 2016) – Download
Diploma in Marine Result 2021
- 2nd Semester Final Result (regular) – Download
- 4th Semester Final Result (Regular) – Download
Diploma in Medical & Ultrasound Result 2021
Certificate in Medical Ultrasound Result (Jan-June), 2019 – Download
Diploma-in-Forestry Result 2021
- 4th Semester Final Result (Regular) – Not published yet
Board Challenge Result 2021
Diploma in Engineering Result
- 4th Semester 2016 Regulation – Download
- 6th Semester 2010 regulation – Download
- 6th Semester 2016 regulation – Download
- 8th Semester regular 2010 regulation – Download
- 8th Semester irregular 2010 regulation – Download
Diploma in Tourism Result
4th Semester – Download
Diploma In Textile Re-scrutiny & Correction Result
Diploma in Agriculture & Fisheries Re-scrutiny & Correction Result
Fisheries & Agriculture 6th & 8th Semester Result – Download
সকল সেমিস্টারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেতে ভিজিট করুনঃ bteb board challenge result
BTEB Diploma in Engineering, Textile , Tourism & Hospitality Result Link
দেশে সর্বমোট ৪৯ টি সরকারি এবং অনেক বেসরকারি পলিটেকনিক রয়েছে। পলিটেকনিক ইন্সটিটিউট এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রম, পরীক্ষা ও রেজাল্ট অনুষ্ঠিত হয় কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালকের অধীনে। ১৯৬০ সালে কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর স্থাপিত হয় এবং পূর্বে গঠিত বোর্ডকে তার আওতায় আনা হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার পর ডিগ্রি, ডিপ্লোমা এবং ট্রেড পর্যায়ে কারিগরি শিক্ষার দ্রুত উন্নয়ন ও সম্প্রসারণের কাজ হাতে নেয়া হয়।
(bteb result 2021) – ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভুক্ত ১ম, ৩য়, ৫ম পর্বের নিয়মিত ৪র্থ পর্বের অকৃতকার্য বিষয় এবং ২০১০ প্রবিধানভুক্ত ৭ম পর্বের নিয়মিত ও ৪র্থ, ৬ষ্ঠ পর্বের অকৃতকার্য বিষয় এবং ৮ম পর্বের অনিয়মিত লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ডিসেম্বর ২০১৮ এবং শেষ হয়েছে ২৩ জানুয়ারি বুধবার ২০১৯। এছাড়া ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬-০১-২০২১থেকে ৩১-০১-২০২১পর্যন্ত Polytechnic result
Diploma Result 2021 / bteb result 2021
Diploma in engineering exam result আমাদের হাতে আসা মাত্র এই পেজটিতে প্রকাশ করা হয়েছে। এছাড়া পূর্বের ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম পর্বের রেজাল্ট প্রকাশ হওয়া মাত্র আমরা এই পেজটিতে আপডেট করেছিলাম।
প্রিয় ডিপ্লোমা শিক্ষার্থী, bteb Result 2021 / Diploma result 2021 নিয়ে তুমাদের যেকোন প্রশ্ন থাকলে তুমরা নিচে কমেন্ট করতে পারো। আমাদের লেখকগন চেষ্টা করবে তুমাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে। Bangladesh technical education board result, Polytechnic result.