ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ-এর নিয়োগ পরীক্ষা AE- 2019, 2016 এবং SAE-2020, 2016 অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করে DPDC MCQ Test 1 সাজানো হয়েছে।
এই পর্বে শুধুমাত্র ডিপার্টমেন্টাল প্রশ্নগুলো সহজ ভাবানুবাদ করে MCQ আকারে উপস্থাপন করা হয়েছে এবং যে প্রশ্নগুলো একাধিকবার এসেছে সেগুলো শুধু একবার উল্লেখ করা হয়েছে।
ডিপিডিসির যেকোন পরীক্ষার জন্য এই MCQ-গুলো খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে চলুন আর দেরী না করে এই পর্বে প্রথমে নিজেকে যাচাই করে নেই তারপর উত্তরগুলো জানার চেষ্টা করি-
১. DPDC-এর অন্তর্ভুক্ত নয় কোন এলাকা?
Correct!Wrong!
২. বাংলাদেশের স্বায়ত্বশাসিত বিদ্যুৎ বিতরণ সংস্থা মোট কয়টি?
Correct!Wrong!
৩. Life line গ্রাহক সর্বনিম্ন বিদ্যুৎ খরচ করে-
Correct!Wrong!
৪. Life line গ্রাহকের জন্য একক প্রতি বিদ্যুতের নতুন রেট হচ্ছে কত টাকা?
Correct!Wrong!
সূত্রঃ খুচরা নতুন বিদ্যুৎ মূল্যহার প্রকাশিত ১ মার্চ ২০২০ খ্রিঃ (এ তথ্য ভবিষ্যতে পরিবর্তন হতে পারে)
৫. DPDC মোট গ্রাহক সংখ্যা প্রায়-
Correct!Wrong!
এ তথ্য ভবিষ্যতে পরিবর্তন হতে পারে
৬. আবাসিক ফ্যান, বাতি ইত্যাদিতে সাধারণত কত ভোল্ট ব্যবহার করা হয়?
Correct!Wrong!
৭. ওভারহেড লাইনে পরিবাহী হিসাবে ব্যবহার করা হয়?
Correct!Wrong!
৮. একটি ১ টন এসি ১ ঘন্টা চালু থাকলে বিদ্যুৎ খরচ হবে-
Correct!Wrong!
এক টন = ১.৫ কিলোওয়াট (ইলেকট্রিক্যাল), এক টন = ৩.৫১ কিলোওয়াট (মেকানিক্যাল)
৯. DPDC এলাকায় peak demand প্রায়-
Correct!Wrong!
১০. লোড-শেডিং কোথায় হয়?
Correct!Wrong!
১১. বাংলাদেশের কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে?
Correct!Wrong!
১২. ডিপিডিসির সর্বোচ্চ গ্রিড সাবস্টেশন হলো-
Correct!Wrong!
১৩. DPDC এর কোন _____ নেই।
Correct!Wrong!
১৪. সোলার প্যানেল সূর্য থেকে কোন শক্তি গ্রহন করে?
Correct!Wrong!
১৫. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
Correct!Wrong!
১৬. সংকর ধাতু কাসার উপাদান কী?
Correct!Wrong!
১৭. ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস পূর্ণ থাকে?
Correct!Wrong!
১৮. কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
Correct!Wrong!
১৯. বিশ্বের বৃহত্তর জল বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
Correct!Wrong!
২০. নতুন সংযোগের ক্ষেত্রে অনুমোদিত নিম্নচাপ (LT) গ্রাহক হিসেবে বিবেচিত কত কিলোওয়াট?
Correct!Wrong!
DPDC MCQ Test
আপনার ফলাফল কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।