11 to 33 KV ডিস্ট্রিবিউশন লাইনে ড্রপ আউট ফিউজ | Drop Out Fuse

0
4436

উপরের চিত্রে সবুজ রং দিয়ে মার্কিং করা জিনিসটার নাম “ড্রপ আউট ফিউজ” শর্টকাট এ বললে DOF.

11 to 33 KV ডিস্ট্রিবিউশন লাইনকে অতিরিক্ত ভোল্টেজ কিংবা প্রবাহ থেকে মুক্ত করার জন্য এই ডিভাইসটি অতন্দ্র প্রহরীর ন্যায় আচরণ করে। এটা টিন অথবা সিলভার এলোয় দিয়ে তৈরি।

ফিউজটির সাথে স্টিক এর মত অংশটির নাম ” ফিউজ লিংক ” বা আইসোলেটর। যেটা গুরুত্বপূর্ণ সময়ে অর্থাৎ লাইন ফল্ট এর দরুণ ফিউজ পুড়ে গেলে একে লাইন থেকে সেপারেট করতে সাহায্য করে। এটা ফাইবার গ্লাস দিয়ে তৈরি।

এটার এম্পিয়ার রেটিং ১ থেকে ২০০ এম্পিয়ার পর্যন্ত। এটাকে লাইনের সাথে ২০ ডিগ্রী এংগেল করে স্থাপন করতে হয় যেন সেন্টার অব গ্র‍্যাভিটির দরুণ এটা লাইনে সুষ্ঠুভাবে স্থাপিত হতে পারে।

Courtesy: Iqbal Mahmood

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here