খুব সহজে তৈরি করে ফেলুন Dual LED Flasher

ইলেকট্রনিক্স প্রজেক্ট – আজকে আমরা শিখবো কিভাবে Transistor এর মাধ্যমে LED Flasher Circuit বানাতে হয়।

প্রয়োজনীয় মালামাল

  • BC547 ট্রানজিস্টর – ২ টি
  • 100uf ক্যাপাসিটর – ২ টি
  • 10k ওহম রেজিস্টর – ২টি
  • 330 ওহম রেজিস্টর – ২টি
  • LED ( যে কোনো রঙ এর) – ২টি
  • DC Supply (9v) – ১টি
  • Project Board – ১ টি
  • Jumper Wire – প্রয়োজনমত 

সার্কিট ডায়াগ্রাম

ইলেকট্রনিক্স প্রজেক্ট

সার্কিট সংযোগ প্রক্রিয়া

  1. প্রথমে Project Board এ চিএ অনুযায়ী দুটি Transistor সংযোগ করি।
  2. এবার উভয়ই Transistor(Q1 & Q2) এর প্রথম টার্মিনাল অথাৎ Collector এ LED এর নেগেটিভ প্রান্ত সংযোগ দেই।
  3. এখন উভয় LED এর পজিটিভ প্রান্তের সাথে 330 ওহম রেজিস্টর সংযোগ করি।
  4. এখন 10k ওহম (R1 & R2) রেজিস্টর উভয়ই Transistor (Q1 & Q2) এর Base এ সংযোগ করি।
  5. এবার উভয়ই Transistor এর ৩নং টার্মিনাল অর্থাৎ Emitter কে Project Board এর Negative Rail এর সাথে সংযুক্ত করি।
  6. এখন উভই Transistor(Q1 & Q2) এর ২ নং পিন অর্থাৎ Base এর সাথে 100uf ক্যাপাসিটর এর পজিটিভ প্রান্ত সংযোগ করি।
  7. এবার C1 ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তকে Q2 Transistor এর ২ নং পিন অর্থাৎ Base এ সংযোগ করি। অনুরুপভাবে C2 ক্যাপাসিটর এর নেগেটিভ প্রান্তকে Q1 Transistor এর Base এ সংযুক্ত করি।
  8. এখন উভয়ই 330ওহম (R3 & R4) রেজিস্টরের অন্য টার্মিনালটি Project Board এর Positive Rail এর সাথে সংযোগ করি।
  9. এবার Project Board এর Positive & Negetive Rail এ ডিসি 9 ভোল্ট প্রদান করি।

কার্যপ্রণালী

এখানে যে সার্কিট ব্যবহার করা হয়েছে এটি হল Dual Flasher. এটিকে আবার ফ্লিপ-ফ্লপ বলা হয়। ফ্লিপ-ফ্লপ বা ল্যাচ (Flip-flop) ইলেকট্রনিক্সে ব্যবহৃত এক ধরণের যন্ত্র যা উপাত্ত সঞ্চিত রাখার জন্য ব্যবহৃত হয়। ইলেকট্রনিক তথ্য প্রযুক্তির ধারাবাহিক যুক্তি তন্ত্রে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। একটি ল্যাচ এক বিট তথ্য ধারণ করতে পারে।

Transistor পিন কনফিগারেশন

ইলেকট্রনিক্স প্রজেক্ট

সার্কিট বিশ্লেষণ

আমরা এখন জানব সার্কিট এ ব্যবহ্ত সকল Components কিভাবে কাজ করে।

  • প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে উভয়ই LED এর সাথে সিরিজে Resistor সংযুক্ত রয়েছে যা LED কে অতিরিক্ত Voltage থেকে রক্ষা করে।
  • সার্কিট এ যে Capacitor গুলা ব্যবহার হয়েছে এগুলা চার্জ-ডিসচার্জ এর মাধ্যমে LED কে ON-OFF করে। Capacitor এর মান পরিবর্তনের মাধ্যমে LED এর Blinking সময় বাড়ানো-কমানো যায়। Capacitor এর মান বাড়ানো হলে LED এর Blinking সময় কমবে আবার যদি Capacitor এর মান কমানো হয় তবে LED এর Blinking সময় বাড়বে।
  • এখানে Transistor সুইচিং এর কাজ করে।
  • সার্কিটে এনপিএন(NPN) Transistor ব্যাবহার করা হয়েছে।
  • 10k Resistor ও Capacitor এর মাধ্যমে Transistor কে বায়াসিং করা হয়।

সার্কিটের আউটপুট

বি:দ্র:- মনে রাখতে হবে, এই সার্কিটে অবশ্যই ডিসি ভোল্টেজ ব্যবহার করতে হবে। কোনো ভাবে এসি Voltage প্রয়োগ করা যাবে না। আর সার্কিটে ইনপুট ভোল্টেজ 3.5 ভোল্ট থেকে 9 ভোল্ট এর মধ্যে হতে হবে।

আজ এই পর্যন্ত বন্ধুরা। আপনাদের সার্কিট তৈরি করতে কোন সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনার প্রশ্ন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।