খুব সহজে তৈরি করে ফেলুন Fixed Voltage Regulation Circuit

0
1921
ফিক্সড ভোল্টেজ রেগুলেটর

ফিক্সড ভোল্টেজ রেগুলেশন সার্কিট – আমরা যখন বিভিন্ন ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরী করি অনেক সময় আমাদের একটি স্থির ভোল্টেজের প্রয়োজন হয়। ইলেকট্রনিক্স ডিভাইসে যে ভোল্টেজ প্রদান করা হয় সেটি যদি স্থির হয় তবে ডিভাইসটি সঠিক ভাবে কাজ করতে পারে। আর ভোল্টেজকে স্থির রাখার জন্য বিভিন্ন ধরনের ভোল্টেজ রেগুলেটর আইসি বাজারে পাওয়া যায়। এদের মধ্যে বহুল ব্যবহ্ত একটি আইসি হল LM78XX

এই LM78XX সিরিজের অনেক আইসি রয়েছে যেমন:-LM7805, LM7806, LM7808, LM7810, LM7812, LM7818 ও LM7824. এগুলো বিভিন্ন ডিভাইসে এবং প্রজেক্ট এ প্রচুর পরিমানে ব্যবহার করা হয়। এর মধ্যে আজকে আমরা LM7805 আইসি টি নিয়ে কাজ করবো।

প্রয়োজনীয় মালামাল

  • Step Down Transformer (9v) -১টি
  • Diode(IN4007) – ৪টি
  • Capacitor 100uf/25 -১টি
  • Capacitor 0.1uf/25v. – ১টি
  • Capacitor 10uf/16V. -১টি
  • LM7805 -১টি
  • Resistor(1k) -১টি
  • LED -১টি
  • Project Board -১টি
  • Multi meter -১টি

ফিক্সড ভোল্টেজ রেগুলেশন সার্কিট ডায়াগ্রাম

ফিক্সড ভোল্টেজ রেগুলেশন

সার্কিট সংযোগ প্রক্রিয়া

  • Transformer এর Output এর এক প্রান্তের সাথে ডায়াগ্রাম অনুযায়ী (D1 & D3) এর Anode প্রান্ত একসাথে সংযুক্ত করি এবং (D2 & D4) এর Cathode প্রান্ত একত্রে সংযুক্ত করি।
  • এখন (D1 & D3) এবং (D2 & D4) এর অবশিষ্ট প্রান্ত ডায়াগ্রাম অনুযায়ী সংযুক্ত করি।
  • এবার (D2 & D4) এর সংযোগকৃত Cathode অংশের সাথে Capacitor(C1) এর পজেটিভ টার্মিনাল সংযুক্ত করি।
  • এখন (D1 & D3) এর সংযোগকৃত Anode অংশের সাথে Capacitor(C1) এর নেগেটিভ টার্মিনাল সংযোগ করি।
  • এবার Capacitor(C1) এর পজেটিভ প্রান্তের সাথে একটি Resistor সংযোগ করি।
  • এখন Resistor এর অপর টার্মিনাল এর সাথে LED এর পজেটিভ প্রান্ত সংযুক্ত করি।
  • এবার LED এর নেগেটিভ প্রান্তের সাথে Capacitor এর নেগেটিভ প্রান্ত সংযুক্ত করি
  • এখন Capacitor(C2) এর পজেটিভ প্রান্ত Capacitor(C1) এর পজেটিভ এর সাথে সংযোগ করি।
  • এবার Capacitor(C2) এক নেগেটিভ প্রান্ত Capacitor(C1) নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি।
  • এরপর LM7805 আইসির প্রথম পিন কে Capacitor(C2) এর পজেটিভ টার্মিনাল এর সাথে এবং দ্বিতীয় পিন কে Capacitor(C2) এর নেগেটিভ টার্মিনাল এর সাথে সংযুক্ত করি।
  • এখন LM7805 আইসির তৃতীয় পিন কে Capacitor (C3) এর পজেটিভ টার্মিনালের সাথে সংযোগ করি।
  • এবার আমরা Capacitor(C3) এর পজেটিভ এবং নেগেটিভ টার্মিনাল থেকে মিটারের সাহায্যে আউপুট নির্ণয় করলে দেখতে পারবো আউটপুট এ স্থির +5v আসছে।
  • সামান্য কিছু ভোল্ট ভোল্ট বেশি দেখাতে পারে এটি সাধারণত Capacitor এবং লোডের জন্য হয়ে থাকে।

LM7805

কার্যপ্রণালী

78XX আইসি হল সিরিজ রেগুলেটর তিন প্রান্তবিশিষ্ট ডিভাইস যার আউটপুটে স্থির মানের ধনাত্নক ভোল্টেজ পাওয়া যায়। 78XX অর্থাৎ শেষ দুটো ডিজিট যে ভোল্টেজকে রেগুলেট করবে তার মানকে প্রকাশ করে। উদাহারণস্বরুপ, 7805 দ্বারা +5V রেগুলেটরকে চিহ্নিত করা হয়।

এখানে LM7805 ব্যবহার হয়েছে, এটি হল একটি Fixed Positive Voltage Regulator IC, LM7805 এর ১ নং পিন এ input, ২ নং পিন Ground এবং ৩ নং পিন থেকে Output পাওয়া যায়।

পিন কনফিগারেশন

এই আইসির ১ নং পিনে পজেটিভ ভোল্টেজ ও ২ নং পিনে নেগেটিভ ভোল্টেজ প্রবেশ করাতে হবে। তাহলে ২ নং পিন থেকে নেগেটিভ এবং ৩ নং পিন থেকে পজেটিভ ভোল্টেজ আউটপুট হিসাবে পাওয়া যাবে।

এখানে LM7805 এর ইনপুট ভোল্টেজ Range হল( DC 6 volt থেকে 15 volt)। এর থেকে বেশি ভোল্টেজ যদি এই আইসিকে প্রদান করা হয় তবে এটি নষ্ট হয়ে যাবে। LM7805 আইসি সর্বোচ্চ 1 Amp Current সরবরাহ করতে পারে। এই সার্কিট এর আউটপুট এ স্থির +5V পাওয়া যায়। আপনার ইনপুট ভোল্টেজ যতই হোক না কেন এটি আপনাকে আউটপুট 5 ভোল্ট দিবে। তবে ইনপুট ভোল্টেজ বেশি হলে এটি প্রচুর গরম হতে থাকে, তাই একে ঠান্ডা রাখার জন্য হিট সিন্ক ব্যবহার করা হয়। এটির আউটপুট এ একদম পিউর ডিসি আসবে।

বি:দ্র:- এই ফিক্সড ভোল্টেজ রেগুলেশন সার্কিট কে ৪ টি ডায়োডের সাহায্যে এসি থেকে ডিসি তে রুপান্তরিত করা হয়েছে যাকে ব্রিজ রেকটিফিকেশন বলা হয়। কিন্তু আপনাদের যদি কোনো DC Source থাকে যেমন Battery , DC Adapter তবে LM7805 এর ইনপুটে সরাসরি এই ভোল্টেজ প্রয়োগ এর মাধ্যমে আউটপুটে স্থির ভোল্টেজ পাওয়া যাবে। LM7805 আইসির দাম স্থান ভেদে (১০ থেকে ১৫) টাকা হয়ে থাকে।

সার্কিট বিশ্লেষণ

  • এখানে একটি Step Down Transformer ব্যবহার করা হয়েছে যা প্রায় 220 ভোল্টকে 9 ভোল্ট এ রুপান্তর করে। Transformer এর ইনপুট সরাসরি 220 Volt লাইন এর সাথে সংযুক্ত থাকবে। এর আউটপুট এ ২টি বা ৩টি তার থাকতে পারে।
  • এখানে Diode(IN4007) ব্যবহার করা হয়েছে। যা AC কে DC তে রুপান্তর করে।
  • এরপর Indicator হিসেবে একটি LED ব্যবহার করা হয়েছে এবং LED এর সাথে সিরিজে Resistor সংযুক্ত রয়েছে যা LED কে অতিরিক্ত Voltage থেকে রক্ষা করে।
  • এবার যে Capacitor(C2) টি ব্যবহার করা হয়েছে এগুলো LM7805 এর ইনপুটে যে Voltage আসবে তা Stable (স্থির) রাখবে।
  • এখন LM7805 এর ১নং পিন টি Capacitor(C2) এর পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত হবে যা পজেটিভ ভোল্টেজ গ্রহণ করে।
  • এখানে LM7805 আইসি আউটপুটে এ একটি ফিক্সড পজেটিভ ভোল্টেজ প্রদান করে।
  • LM7805 আইসির ২ নং পিন সার্কিটের সাথে গ্রাউন্ডে বা নেগেটিভে সংযুক্ত থাকবে।
  • LM7805 এর আউটপুটে ব্যবহ্ত Capacitor (C3) আউটপুট ভোল্টেজকে +5v এ স্থির রাখবে।

সাবধানতা

  • Transformer এ ইনপুট ভোল্টেজ প্রয়োগ করার সময় সতর্ক থাকতে হবে যাতে শর্ক না লাগে।
  • মিটার এর রেন্জ সেট করার সময় অবশ্যই ডিসি মোডে সিলেক্ট করতে হবে। নাহলে মিটার নষ্ট হয়ে যেতে পারে।
  • Diode লাগানোর সময় এর Anode Cathode সঠিকভাবে দেখে লাগাতে হবে নতুবা আউটপুটে কোনো ভোল্টেজ আসবে না।
  • Capacitor সংযোগ এর সময় এর পোলারিটি দেখে সংযোগ করতে হবে, যদি ভুল হয় তবে capacitor ফেটে যেতে পারে।
  • Capacitor এর মান ইনপুট ভোল্টেজের দেড়গুন হতে হবে।
  • LM7805 IC ব্যবহার করার সময় Heat Sink লাগাতে হবে।

আউটপুট ভিডিও

আজ এই পর্যন্ত বন্ধুরা। সার্কিট তৈরি করতে কোন সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করুন, চেষ্টা করবো খুব দ্রুত কমেন্টের উত্তর দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here