আমরা প্রত্যেহ জীবনে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে থাকি যার বেশিরভাগ স্বল্প ডিসি ভোল্টেজে কাজ করে থাকে। এইসব ডিভাইসকে এমনভাবে তৈরী করা হয় যাতে ডিসি ভোল্টেজে সচল থাকতে পারে। আমাদের বাসাবাড়িতে যে লাইন থাকে তা সাধারণত অল্টারনেটিং কারেন্ট। এজন্য আমাদের তখন এই অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্ট এ পরিবর্তন করতে হয়। তাই আজ আমরা খুব সহজেই দ্বিমুখী(AC) কারেন্ট কে একমুখী(DC) কারেন্টে রুপান্তর করবো। এই লেখাটিতে কিভাবে খুব সহজেই হাফ ওয়েব রেকটিফায়ার সার্কিট তৈরি করা যায় তা দেখাবো।
প্রয়োজনীয় যন্ত্রপাতি
- Step Down Transformer (6V) – ১টি
- Diode (IN4007) – ১টি
- Led – ১টি
- Capacitor(100uf/16v) – ১টি
- Resistor(1k) – ১টি
- মাল্টিমিটার – ১টি
- প্রজেক্ট বোর্ড – ১টি
- Jumper wire – ১টি
হাফ ওয়েব রেকটিফায়ার সার্কিট ডায়াগ্রাম
সার্কিট সংযোগ প্রক্রিয়া
- প্রথমে Transformer এর এক প্রান্তের সাথে Diode এর Anode টার্মিনাল সংযুক্ত করি।
- এবার Diode এর Cathode টার্মিনাল এর সাথে Capacitor এর পজিটিভ প্রান্ত সংযুক্ত করি।
- এখন Transformer এর অপর প্রান্তের সাথে Capacitor এর নেগেটিভ প্রান্ত সংযুক্ত করি।
- এবার Capacitor এর পজেটিভ প্রান্তের সাথে একটি Resistor সংযোগ করি।
- এখন Resistor এর অপর টার্মিনাল এর সাথে LED এর পজেটিভ প্রান্ত সংযুক্ত করি।
- এবার LED এর নেগেটিভ প্রান্তের সাথে Capacitor এর নেগেটিভ প্রান্ত সংযুক্ত করি।
- আমরা capacitor এর পজেটিভ-নেগেটিভ প্রান্তের সাথে মিটার এর প্রুব সংযুক্ত করে আউটপুট Voltage পাওয়া যাবে।
- এবার সতর্কতার সাথে Transformer এ Voltage প্রদান করি , ফলে LED জ্বলে উঠবে এবং আমরা মিটারে আউটপুট ভোল্টেজ দেখতে পারব ।
কার্যপ্রণালী
এই Half Web Rectifier Circuit এ Diode ব্যবহার করা হয়েছে। Diode হল এক ধরণের রেকটিফায়ার যা দ্বিমুখী কারেন্ট কে একমুখী কারেন্ট এ রুপান্তর করে।
হাফ ওয়েব সার্কিট সম্বন্ধে বিস্তারিত পড়ুন
Half Wave Rectifier
যে রেকটিফায়ার সার্কিটের মাধ্যমে এসি সিগনালের একটি পূর্ণ সাইকেল হতে মাত্র অর্ধ সাইকেল ডিসিতে রূপান্তর করা যায় তাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলা হয়।
সার্কিট বিশ্লেষণ
- এখানো একটি Step Down Transformer ব্যবহার করা হয়েছে যা (প্রায়) 220 ভোল্টকে 6 ভোল্ট এ রুপান্তর করে। Transformer এর ইনপুট সরাসরি 220 Volt লাইন এর সাথে সংযুক্ত থাকবে। এর আউটপুট এ ২টি বা ৩টি ক্যাবল থাকতে পারে।
- এখানে ১টি Diode (IN4007) ব্যবহার করা হয়েছে যা AC কে DC তে রুপান্তর করে।
- IN4007 voltage & Current Rating হল: 1000 volt & 1 Amp
- এবার একটি Capacitor সংযোগ দিতে হবে।
Capacitor ব্যবহারের কারন
- Diode থেকে যে DC Voltage পাওয়া যায় তা পালসেটিং DC যার মধ্য কিছু রিপল থাকে, এই রিপল বাদ দেওয়ার জন্য Filtering হিসেবে Capacitor ব্যবহার করা হয় এবং এটি output Voltage কে Stable (স্থির) রাখে।
- এরপর Indicator হিসেবে একটি LED ব্যবহার করা হয়েছে এবং LED এর সাথে সিরিজে Resistor সংযুক্ত রয়েছে যা LED কে অতিরিক্ত Voltage থেকে রক্ষা করে।
- আমরা মিটারে আউটপুট ভোল্টেজ দেখতে পারবো।
- এখন যে output পাওয়া যাবে তা হবে Pure DC Voltage.
সাবধানতা
- Transformer এ ইনপুট ভোল্টেজ প্রয়োগ করার সময় সতর্ক থাকতে হবে যাতে শর্ক না লাগে।
- মিটার এর রেন্জ সেট করার সময় অবশ্যই ডিসি মোডে সিলেক্ট করতে হবে। নাহলে মিটার নষ্ট হয়ে যেতে পারে।
- Diode লাগানোর সময় এর Anode – Cathode সঠিকভাবে দেখে লাগাতে হবে নতুবা আউটপুটে কোনো ভোল্টেজ আসবে না।
- Capacitor সংযোগ এর সময় এর পোলারিটি দেখে সঠিকভাবে সংযোগ করতে হবে, যদি ভুল হয় তবে capacitor ফেটে যেতে পারে।
আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সার্কিট তৈরি করতে কোন সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে।