LS ব্র্যান্ড পিএলসি ইনপুট আউটপুট, টাইমার ইনস্ট্রাকশন [ভিডিও]

LS ব্র্যান্ড পিএলসি এর জন্য কিভাবে ইনপুট আউটপুট নিতে হয়, প্রোগ্রাম শেষ করতে হয় এবং কিছু ইনস্ট্রাকশনের সাথে পরিচিতি হবো।

ইনপুট-আউটপুট

  • Input: P0
  • Output: P40
  • End: Function block থেকে End select

নরমালি ওপেন F3 থেকে নেওয়া হয়েছে যাকে P0 দিয়ে ইনপুট বুঝানো হয়েছে। কয়েল F9 থেকে নেওয়া হয়েছে যাকে P40 দিয়ে আউটপুট বুঝানো হয়েছে।

Timer:

  • TON delay timer
  • TOFF delay timer
  • TMR (Momentary timer)
  • TMON (Mono-stable timer)
  • TRTG (Retrigger Timer)

LS ব্র্যান্ডের জন্য টাইমার এর টাইম ক্যালকুলেশনঃ

  • T00 – T499 = 100ms (millisecond)
  • T500 – T999 = 10ms (millisecond)
  • T1000 – T1023 = 1ms (millisecond)

Y = r * t where, Y = expected time; r = resolution (); t = constant time.

১ সেকেন্ড পাবার জন্য T00 – T499 রেঞ্জের ভিতর টাইমার ব্যবহার করলে ক্যালকুলেশনঃ

t = Y / r ; Y = 1 sec, r = 100 millisecond

t = 1 / 100 ms

t = 1 / 0.1 second

t = 10 second

TON delay timer

নির্দিষ্ট সময় পরে টাইমারটি নরমালি ওপেন কন্ডিশন থেকে অন হবে এবং নরমালি ক্লোজ কন্ডিশন থেকে ওপেন হবে।

TOFF delay timer

অন ডিলে টাইমারের বিপরীত।

TMR (Momentary timer)

সুইচ অন করার পর টাইমার টাইম কাউন্ট করা শুরু করে, এর মাঝে সইচ অফ করে দিলে টাইমারটির কাজ বন্ধ হয়ে যায় কিন্তু কাউন্টিং টাইমটা টাইমার মনে রাখে। পরবর্তিতে যখন আবার সুইচ অন করা হয় তখন টাইমার পূর্বের টাইম থেকে কাউন্ট করে।

TMON (Mono-stable timer)

সুইচ অন করার পর এটা চলতে শুরু করবে এবং অফ করলেও টাইমার তার কাউন্টিং শুরু করা বন্ধ করবে না।

TRTG (Re-trigger Timer)

সুইচ অন করার পর টাইমার টাইম কাউন্ট করা শুর করবে এবং ২য় বারের মত সুইচ অন করলে আগের টাইম মুছে যেয়ে নতুন করে টাইম কাউন্ট শুরু করবে।