আমাদের সাথে যোগদান করুন



    প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন

    প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন

    প্রতি মাসে একজন বিজয়ীকে ভোল্টেজ ল্যাবের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

    প্রযোজ্য বিষয়ঃ

    লেখার টপিক সমূহঃ

    1. ইলেকট্রিক্যাল
    2. ইলেকট্রনিক্স
    3. EEE সরকারি / বেসরকারি চাকরির প্রস্তুতি বিষয়ক টপিক

    লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহঃ

    1. আপনার প্রেরণকৃত আর্টিকেল অবশ্যই বাংলা ভাষায় হতে হবে। তবে প্রয়োজনে যেমন বিভিন্ন কম্পোনেন্ট, মেশিনারিজের নাম ইত্যাদির ক্ষেত্রে ইংরেজি বা অন্য ভাষা ব্যবহার করা যাবে। বাংলা ভাষাকে অহেতুক বিকৃত করে কোন পোস্ট লেখা যাবে না এবং বাংলা ভাষা অবশ্যই বাংলা বর্ণতে লিখতে হবে।
    2. আর্টিকেল কত ওয়ার্ড হবে এর নির্দিষ্ট নেই। যতটুকু প্রয়োজন তত ওয়ার্ড ব্যবহার করা যাবে। প্রয়োজনের চেয়ে বেশি ওয়ার্ড ব্যবহার করলে সেই বাড়তি ওয়ার্ড মুছে দেয়া হবে।
    3. লেখার টপিক নির্বাচন এবং টাইটেল নির্বাচন খুব সতর্কতার সাথে নির্বাচন করতে হবে।
    4. নিজের লেখা নয় এবং অন্য কোন মাধ্যম (সংবাদপত্র, ব্লগ, উইকি ইত্যাদি) থেকে হুবহু অথবা আংশিক কপি লিখা (সেটা নিজের হলেও) পোস্টে থাকলে সেই পোস্ট বাতিল বলে গণ্য হবে।
    5. বানান ভূল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

    সেরা বিজয়ীরা ভোল্টেজ ল্যাবের সাথে কাজ করার সু্যোগ পাবে।*

    আপনার লেখাটি নিচের ফর্মে মাধ্যমে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে লেখাটি  নিচের ফর্ম পূরনের মাধ্যমে প্রেরণ করুন।

    *শর্ত প্রযোজ্য

      error: Content is protected !!