সহজেই তৈরী করে ফেলুন Rain Sensor সার্কিট

0
1796
Rain sensor

আজ আমরা সামান্য কিছু Components দিয়ে Rain Sensor সার্কিট তৈরী করব। আমরা যখন Rain Sensor সার্কিট তৈরী করতে যায় তখন যে সার্কিট ডায়াগ্রাম অনুসারে কাজ করি এটি খুব জটিল হয় এবং অধিক সংখ্যক Components ব্যবহার করা হয় যা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে থাকে। তাই আজকে আপনাদের জন্য একটি সহজ প্রক্রিয়া ও অল্প সংখ্যক Components ব্যবহার করে Rain সেন্সর তৈরী করব।

প্রয়োজনীয় মালামাল

  • Battery(5-9) volt – ১টি
  • Pcb Board – ১টি
  • Led – ১টি
  • BC547 – ১টি

সার্কিট ডায়াগ্রাম

সার্কিট ডায়াগ্রাম

Rain sensor PCB Diagram

Rain Sensor এর Pcb কিভাবে বানাবেন?

PCB(Printed Circuit Board) বোর্ড ডিজাইন করার জন্য প্রথমে CCB (Copper Clad Board) নিতে হবে। এরপর উপরের ডিজাইন অনুযায়ী Permanent Marker দিয়ে বোর্ড এ অঙ্কন করি। মনে রাখতে হবে Marker করা ডিজাইন যেন গাঢ়ঁ করা হয়। এবার ফেরিকক্লোরাইড ও পানি মিশ্রণ করি। মিশ্রণের অনুপাত হবে,

পানি : ফেরিকক্লোরাইড = ৩:১।

এবার মিশ্রিত দ্রবণের মধ্যে উক্ত CCB বোর্ড টি ডুবাই। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করি। এখন দ্রবণ থেকে বোর্ড টি তুলে ফেলি। এখন লক্ষ করলে দেখবেন CCB বোর্ডটিতে যে Diagram টি অঙ্কন করেছেন সেটি ছাড়া অন্য সকল জায়গা থেকে কপার উঠে গিয়েছে। এরপর শুকনো কাপড় দিয়ে বোর্ডটি মুছতে হবে। এটি এখন PCB বোর্ডে রুপান্তরিত হয়েছে।

সার্কিট সংযোগ প্রক্রিয়া

  1. প্রথমে PCB এর এক প্রান্ত ট্রানজিস্টর এর বেসে সংযোগ করি।
  2. এখন LED এর পজেটিভ প্রান্ত এবং PCB এর অপর অবশিষ্ট প্রান্ত একসাথে সংযোগ করি।
  3. এবার ব্যাটারির পজেটিভ প্রান্ত LED এর পজেটিভ প্রান্তে এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত ট্রানজিস্টর এর ইমিটারে সংযুক্ত করি।

কার্যপ্রণালী

এখানে  সার্কিটটি PCB বোর্ডে পানির সংস্পর্শের পর BC547 ট্রানজিস্টরের বেসে ভোল্টেজ প্রদান করে এবং আউটপুটকে সচল করে। বোর্ডে পানি পরলে ট্রানজিস্টরের কালেক্টরে সংযুক্ত LED জ্বলে উঠবে।

সার্কিট বিশ্লেষণ

  • PCB বোর্ডে পানি পরলে এটি ট্রানজিস্টর এর বেসে ভোল্টেজ প্রদান করে। তখন এটি বন্ধ সুইচের ন্যায় আচরণ করে।
  • ট্রানজিস্টর উক্ত ভোল্টেজকে কাজে লাগিয়ে LED কে অন করে।
  • আবার যখন বোর্ড থেকে পানি মুছে ফেলা হয় তখন এটি খোলা সুইচ এর মতো কাজ করে।

সাবধানতা

  • উল্লেখিত ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ  প্রয়োগ করা যাবে না, কারণ BC547 ট্রানজিস্টর অতিরিক্ত ভোল্টেজ ধারণ করতে পারে না।
  • এসি ভোল্টেজ প্রয়োগ করা যাবে না।
  • Rain sensor পিসিবি তৈরী করার সময় ফেরিকক্লোরাইড সঠিক পরিমানে প্রয়োগ করতে হবে।
  • ফেরিকক্লোরাইড যেন শরীরের কোনো অংশে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

ভিডিওঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here