আশা করি বন্ধুরা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা পাওয়ার ফ্যাক্টর কি ও এটি সম্বন্ধে বিস্তারিত জানবো। পাওয়ার ফ্যাক্টর বিষয়টি আমরা পাঠ্য পুস্তকে অনেক পড়েছি তবে চলুন আজ সহজ ভাষায় পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে জেনে নেওয়া যাক। আজকের লেখাতে যে যে বিষয়গুলো থাকবেঃ
- পাওয়ার ফ্যাক্টর কি বা কাকে বলে বিস্তারিত?
- পাওয়ার ফ্যাক্টরের প্রকারভেদ।
- পাওয়ার ফ্যাক্টর ১ অথবা ০.৬ মানে কি বুঝায়?
- ল্যাগিং, লিডিং এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কি?
- পাওয়ার ফ্যাক্টর কারেকশন কি?
- পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে সিস্টেমে কি কি অসুবিধা হয়?
- অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর কি এবং এর সূত্রটি।
- এসি সিরিজ সার্কিটে রেজোন্যান্স অবস্থায় পাওয়ার ফ্যাক্টরের মান কত?
পাওয়ার ফ্যাক্টর কি বা কাকে বলে?
পাওয়ার ফ্যাক্টর হলো সাধারণত ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণ। অন্যভাবে বলতে গেলে একটিভ পাওয়ার এবং এপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার ফ্যাক্টর কে সাধারণত cosθ দ্বারা প্রকাশ করা হয়। ইহার কোন একক নেই এবং ইহাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়।
বিস্তারিত: পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে থাকে যে শতকরা কতভাগ বিদ্যুৎ আমরা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। পাওয়ার ফ্যাক্টরের মান (০-১) পর্যন্ত হয়ে থাকে।
আমরা জানি যে cosθ দ্বারা পাওয়ার ফ্যাক্টরকে প্রকাশ করা হয় কিন্তু θ দ্বারা কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণকে বুঝায়।
সুতারাং এভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে “কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে“।
পাওয়ার ফ্যাক্টরের সঠিক হিসাব জানা না থাকলে একে আদর্শ মান ৮০% ধরে অর্থাৎ ০.৮ ল্যাগিং ধরে হিসাব করা হয়। একটিভ পাওয়ার কিলোওয়াটে পরিমাপ করা হয়ে থাকে এবং এপারেন্ট পাওয়ার ভোল্ট-এম্পিয়ারে(KVA) পরিমাপ করা হয়ে থাকে।
- একটিভ পাওয়ার (kW)=VIcosθ
- এপারেন্ট পাওয়ার (kVA)=VI
- পাওয়ার ফ্যাক্টর, cosθ=kW/kVA
পাওয়ার ফ্যাক্টরের প্রকারভেদ
পাওয়ার ফ্যাক্টর সাধারণত তিন প্রকার হয়ে থাকে
- ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর।
- লিডিং পাওয়ার ফ্যাক্টর।
- ইউনিটি পাওয়ার ফ্যাক্টর।
পাওয়ার ফ্যাক্টর ১ অথবা ০.৬ মানে কি বুঝায়?
পাওয়ার ফ্যাক্টরের মান ১ মাণে আমরা বুঝি যে ১০০ kVA সাপ্লাই দিলে ১০০ kW একটিভ পাওয়ার পাওয়া যাবে। আর পাওয়ার ফ্যাক্টরের (cosθ) মান ০.৬ মানে হল আমরা ১০০ kVA সাপ্লাই দিলে ৬০ kW একটিভ পাওয়ার পাব।
ল্যাগিং, লিডিং এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কি?
ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর: ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হলো যখন কারেন্ট ভোল্টেজের থেকে পিছিয়ে থাকে বা এসি সার্কিটে ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইন্ডাক্টিভ লোড বেশী হলে তাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। যেমন ৮০ ডিগ্রী ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলতে বুঝায় কারেন্ট ভোল্টেজের সাপেক্ষে ৮০ ডিগ্রী পিছিয়ে আছে।
লিডিং পাওয়ার ফ্যাক্টর: এসি সার্কিটে ইন্ডাক্টিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোড বেশি হলে অর্থাৎ কারেন্ট ভোল্টেজের চেয়ে এগিয়ে থাকলে তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। যেমন ৮০ ডিগ্রী লিডিং পাওয়ার ফ্যাক্টর হলো কারেন্ট ভোল্টেজে চেয়ে ৮০ ডিগ্রী এগিয়ে থাকবে।
ইউনিটি পাওয়ার ফ্যাক্টর: সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ যখন একই সাথে অবস্থান করে অর্থাৎ সার্কিটে ইন্ডাক্টিভ এবং ক্যাপাসিটিভ লোড যখন সমান হয় তখন তাকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে।

পাওয়ার ফ্যাক্টর কারেকশন কি?
একটি সিস্টেমে রি-একটিভ পাওয়ারের পরিমান কমিয়ে একটিভ পাওয়ারের পরিমান বাড়ানোকে পাওয়ার ফ্যাক্টর কারেকশন বলে থাকে। ক্যাপাসিটর ব্যাংক অথবা সিনক্রোনাস মোটর ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর কারেকশন এবং উন্নতি করা হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা হয়।
পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে সিস্টেমে কি কি অসুবিধা হয়?
পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে সিস্টেমে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকেঃ
- লাইন লস বৃদ্ধি হয়ে থাকে।
- তারের ক্যাবলের আয়তন অনেক বেশি প্রয়োজন হয়।
- পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যায়।
- প্রাথমিক খরচ বেড়ে যায় এতে করে পার ইউনিট কস্ট বেশি হয়
অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর কি এবং এর সূত্রটি
পাওয়ার ফ্যাক্টর যে মানে উন্নতি করলে বাৎসরিক সর্বোচ্চ সাশ্রয় হয় উক্ত পাওয়ার ফ্যাক্টর কে অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর বলে।
সুত্র:
এসি সিরিজ সার্কিটে রেজোন্যান্স অবস্থায় পাওয়ার ফ্যাক্টরের মান কত?
এসি সিরিজ সার্কিটে রেজোন্যান্স অবস্থায় পাওয়ার ফ্যাক্টরের মান ১ বা ইউনিটি হয়ে থাকে। এসি সিরিজ সার্কিটে রেজোন্যান্স অবস্থায় ইন্ডাক্টিভ রিয়্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স সমান থাকে XL = XC. এমন অবস্থায় মোট ইম্পিডেন্স Z = R+ J(XL-XC) = R হয়। পাওয়ার ফ্যাক্টর, Cosθ= R/Z = R/R = 1 হয়। আবার θ = Cos–1 1 = 00 হয়। এ থেকে বুঝা যায় রেজোন্যান্স অবস্থায় কারেন্ট এবং ভোল্টেজের মাঝে ফেজ কোণ শুন্য হয়।
Download PDF: সহজ ভাষায় পাওয়ার ফ্যাক্টর নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশ্ন-উত্তর.pdf
একটি বিষয় নিয়ে এত সুন্দর সাজানো গোছানো আলোচনা,খুভ ভালো লাগছে,আমি যদিও মেকানিকেলের স্টুডেন্ট,এখানে অনেক কিছু শিখার আছে।
ধন্যবাদ আপনার পজেটিভ ফিডব্যাকের জন্য:)। আপনাকে আমরা পিডিএফ মেইল করেছি কিন্তু সেটা ডেলিভার হচ্ছে না। অনুগ্রহ করে আপনার মেইলটি সঠিকভাবে প্রদান করুন। আমাদের সাথেই থাকুন।
আমি ইলেকট্রিক্যাল টেকনোলজিকে পড়াশুনা করি। আপনাদের লেখা পোষ্টগুলো অনেক সুন্দর করে সাজানো গুছালো। অনেক ভাল লাগল। অনেক সহজে বুজতে পারছি। তবে আপনাদের PDF file যদি মেইল করে দেন তাহলে খুব উপকৃত হব।
অনুগ্রহ করে বলুন যে কোন লেখাটি আপনার পিডিএফ দরকার। আমরা সেই লেখাটি পিডিএফ করে দিবো।
ভাই অনুগ্রহ করে আপনি যে যে টপিকের উপর লিখেন সেই গুলো pdf আকারে লিখে দিলে উপকৃত হবো।
Vai Plz share your all pdf file by mail. Because Your tropics are so much helpful to get any electrical job. If has any google drive link plz share.
Shakil Ahamed
email- bubtshakil@gmail.com
বিজ্ঞানের ছাত্রদের জন্য আপনাদের এই অবদান অতুলনীয়।
বাংলা তে জানা গেলে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়।
ধন্নবাদ ভাই।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য । আমরা চেষ্টা করবো আর ভালো কিছু তথ্য উপস্থাপনা করার জন্য।
সুন্দর
ধন্যবাদ ভাই।
tanks voltage lab…..
Welcome brother 🙂
Thanks bro
স্বাগতম ভাইয়া।
Download ba copy paste krar shujog ta thkle valo hoto
Download করার জন্য পিডিএফ অপশন ধীরে ধীরে চালু করা হচ্ছে।
Comment:ধন্যবাদ ভাই …
ধন্যাবদ ভাইয়া, এতো সুন্দর করে সহজ ভাষায় লিখার জন্যে,, যা আমরা খুব তারাতারি বুঝতে পারি,, আশা করি আপনারা নতুন নতুন লেখা পোস্ট করবেন, আমরা নতুন কিছু শিখতে পারবো,,,
রনি ভাই নাম্বার পাওয়া যাবে???
আমাদের সাথে কন্টাক্ট করতেঃ মেইল, voltagelabbd@gmail.com
আপনারা যেভাবে বোঝানোর চেষ্টা করেন. তা যেকেউ খুবসহজে বুঝতে পারবে I’m sure!
Thanks a lot.!!!! Take care
Thanks Boro,
thank a lot,,,
Comment: অসাধারণ একটি লিখা ভাই। খুব ভালো লাগলো। যদিও আগে থেকে জানি, কিন্তু আজকে আরও পরিষ্কার হলাম। পিডিএফ ফাইলটি দিলে খুশি হতাম।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য। আপনার অনুরোধে লিখাটি পিডিএফ করা দেয়া হয়েছে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
transisto, FET,MOSFET,JFET and DC circuit Er thavnin, norton,supper position, এই কয়েক টা বিষয় এর বেসিক থেকে শুরু করে বিস্তারিত আলোচনা করলে উপকার হত,আর আমার মেইল আ যদি পিডিএফ ফাইল দিতেন অনেক উপকার হত স্যার,
আমরা ভবিষ্যতে এই টপিকগুলো কাভার করার চেষ্টা করছি। ভবিষ্যতে আরো আপডেট করা হবে। আমরা পিডিএফ মেইলে দিতে পারবোকিনা এই বিষয়ে নিশ্চিত নয়। সাথেই থাকুন।
tnx brother
Amar pdf file gula lagbe??
I am engr Anindo Paul. I want to know electrical real info. This is my intention. Thanks authority.
If, please give me pdf pail my gmail id so i am very better.
Vai,ami akta University te EEE niye pori,but problem holo,sirer class a ami kisu bujte pari na,1 din a soptaher 3 ta class e hoye jai.aponar ai Outstanding likha amar khub valo legese.vai jodi thevenin,norton,maximum power transfer,source transformation,nodal analysi, mesh analysis agulo jodi pdf file petam tahole khub upokrito hotam.
Vai amar email id hosse
Email:shohaghossainmd52@gmail.com
thank you so much for your comment. ei sokol bishoy ei site er circuit theory te paben.
Very much helpful yours Lecture.
Via Industrite Spinning Machine somporke kichu dharona dile khusi hotam.
onk vlo lagcha .onk kichu janta parlam.jodi pdf file ta ditan onk khusi hotam
U guys are helping all Bangladeshi people.Our nation is indepted to you
Thank you so much for your nice comment.
If our varsity study would be mainly practical. If our govt. Understood.
Thanks a lot “voltage lab”
Vai amar factory ta pfi ar man 99 asa kintu jokon machinerycolana thokon polly biddut miter a 50-60 dakassa tara etara bill korsa amaka somadan den pleas.
Amar factoryar modda pfi ar bank pfi man 99 asa but polly biddutar miter a machineryna colla dakassa 50-60 please amaka aktu janan ki korla ar somadan pabo.
apnar proshno ti voltagelab facebook group a korun
please send me the pfi related pdf copy
Thank you vaiya.. its a amazing post…..and helpfu…..
kivabe improve korce ata aktu explain kora jabe boss?