প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সামনে এনার্জি মিটার বিদ্যুৎ বিল হিসাব নিয়ে হাজির হয়েছি। আমরা বাসা বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছি আর কি পরিমাণ বিদ্যুৎ বিল দিচ্ছি তার একটি সহজ বিদ্যুৎ বিল হিসাব দেখাবো। তবে বিদ্যুৎ বিল হিসাব করার আগে আমাদের বেশ কিছু জিনিশ মাথায় রাখতে হবে।
বাছাইকৃত টপিক নিয়ে ভোল্টেজ ল্যাবের eBook Download করুন নিচের Button থেকে
1kWh = 1 unit (kwh হলো কিলো ওয়াট আওয়ার)
1hp = 746watt
Power, P = VIcosϕ (Single phase)
Power, P = √3VIcosϕ (Three phase)
1000W = 1kW
h = time in hour
kw কে সময় (ঘন্টা) দিয়ে গুণ করলে গুনফল ইউনিট হবে।
বছরে কোন মাস কতদিন, জানতে হবে।
বিদ্যুৎ বিল হিসাব :
বিদ্যুৎ বিল হিসাব করার জন্য প্রথমে আমরা একটি নিয়ম অনুসরণ করবো এবং পরে তা বাসাবাড়িতে বা যে কোন স্থানে বিদ্যুৎ বিল হিসাব করার জন্য ব্যবহার করতে পারবো।
নেট বিল = এনার্জি বিল + মিটার বিল
এনার্জি বিল = এক মাসে ব্যবহিত ইউনিটের পরিমাণ (kWh) * প্রতি ইউনিটের মূল্য
মিটার বিল = ডিমান্ড চার্জ + সার্ভিস চার্জ
ডিমান্ড চার্জ = ১৫ টাকা পার কিলোওয়াট
সার্ভিস চার্জ = ১০ টাকা সিঙ্গেল ফেজের জন্য, ৩০ টাকা থ্রী ফেজের জন্য
ভ্যাট = নেট বিলের সাথে ৫% যোগ
নির্দিষ্ট সময় এর ভেতর বিল পরিশোধ করতে না পারলে জরিমানা = নেট বিলের সাথে ৫% যোগ
বাসা বাড়িতে আমরা যে ধরনের লোড ব্যবহার করিঃ
- লাইট সাধারণত = ১৫-২০০ ওয়াট
- ফ্যান সাধারণত = ৫০-৮০ ওয়াট
- টেলিভিশন = ২৫-১০০ ওয়াট
- ল্যাপটপ = ২০-৬০ ওয়াট
- রেফ্রিজারেটর = ৮০-২০০ ওয়াট
- এসি = ১০০০-৩০০০ ওয়াট
- আয়রন = ৫০০-১০০০ ওয়াট
- পাম্প মোটর = ১/৮ থেকে ৩ হর্স পাওয়ার
- ডেস্কটপ কম্পিউটার = ৮০-২৫০ ওয়াট
ও ইত্যাদি। আমরা বলছি না যে এই লোড গুলো ব্যবহার করবো এবং তা এই ওয়াটের ভিতরেই। এই লোড এবং ওয়াট গুলো দেওয়া হয়েছে আপনাদের সাধারণ একটা ধারণা দেবার জন্য।
লোডের হিসাব
উপরোক্ত আলোচনা আমরা দেখেছি বিদ্যুৎ বিল হিসাব করার জন্য একটি নিয়ম। সেখানে উল্লেখ আছে, নেট বিল = এনার্জি বিল + মিটার বিল।
এনার্জি বিল জানার জন্য এবার প্রথমে আমাদের জানতে হবে এক মাসে ব্যবহিত ইউনিটের পরিমাণ (kWh) ও প্রতি ইউনিটের মূল্য। তাহলে আমাদের ৯০% কাজ শেষ।
এক মাসে ব্যবহিত ইউনিটের পরিমাণ জানার জন্য আমাদের লোডের হিসাব করতে হবে অর্থাৎ কি কি লোড আমরা ব্যবহার করছি ও সেই লোডগুলো কত ওয়াটের।
লোডের হিসাবঃ
- যদি লোড ওয়াটে দেওয়া থাকে তাহলে সেটা W এর মান। এখানে W মানেই watt.
- লোডে কারেন্ট এবং ভোল্টেজ মান দেওয়া থাকলে তা পাওয়ারের সূত্র দিয়ে বের করতে হবে। পাওয়ার এর সূত্র শুরুতে প্রথমে ইনভার্টেড কমা দিয়ে দেওয়া হয়েছে।
- হর্স পাওয়ারে দেওয়া থাকলে 746 দিয়ে গুণ করে W মানে watt এ নিতে হবে।
- W কে kW নিতে হবে অর্থাৎ w কে ১০০০ দিয়ে ভাগ করে কিলোওয়াট নিতে হবে।
- kW কে সময় (ঘন্টা) দিয়ে গুণ করে ইউনিট বের করতে হবে।
বাসা-বাড়িতে বিদ্যুৎ বিলের হিসাব
এবার একটি বাসাবাড়ির উদাহরণ উদাহরণ দেখবো যেখানে প্রতি মাসে কেমন বিল আসতে পারে।
উদাহরণঃ একটি বাসা বাড়িতে 80 watt এর দুটি ফ্যান, 40 watt এর 3 টি লাইট, 220V, 0.4A, 0.8pf এর একটি টেলিভিশন এবং 2hp এর একটি পানি তোলার মোটর দৈনিক গড়ে 6 ঘন্টা করে চলে। তাহলে ডিসিম্বর মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে যদি প্রতি ইউনিটের মূল্য 6.5 টাকা করে হয়??
সমাধান
80 ওয়াটের 2 টি ফ্যান 1 দিনে যে ওয়াট খরচ করবে = 80*2 = 160W
40 ওয়াটের 3টি লাইটের জন্য 1 দিনে যে ওয়াট খরচ করবে = 40*3=120W
1 টি টেলিভিশন এর জন্য 1 দিনে যে ওয়াট খরচ করবে P = VICosϕ = 220*0.4*0.8 = 70.4W
2hp একটি মোটর 1 দিনে যে ওয়াট খরচ করবে 2*746 = 1492W
তাহলে 1 দিনে সর্বমোট যে ওয়াট খরচ হবে = (120W + 160W + 70.4W + 1492W) = 1842.4W
আমরা জানি ওয়াট কে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট (kW) পাবো।
তাহলে ১ দিনে যে কিলোওয়াট খরচ হবে = 1842.4/1000 = 1.8424kW
আমাদের লোডগুলো কিন্তু সারাদিন ২৪ ঘন্টা চলবে না। শুধুমাত্র ৬ ঘন্টা চলবে যা আমরা উদাহরনে দেখেছি।
তাহলে ৬ ঘন্টা করে চললে = 1.8424*6 = 11.0544kWh
এবার আমরা পুরো মাসের মোট ইউনিট খরচ বের করবো।
ডিসেম্বর মাস = ৩১ দিনে তাহলে এই মাসে মোট ইউনিট খরচ হবে = 11.0544 * 31 = 342.686kWh (ইউনিট)
দেয়া আছে প্রতি ইউনিটের মূল্য 6.5 টাকা করে।
ঐ মাসের বিদ্যুৎ বিল হবে = 342.686*6.5 = 2227.46 টাকা।
বাস্তবিক হিসাব
আমরা এখন যে হিসাবটি দেখলাম এটা পাঠ্যপুস্তকের একটা গাণিতিক সমাধান মাত্র। এবার যদি বাস্তব চিন্তা করি তাহলে কি হবে??? হ্যা, এর বাস্তবিক ভাবে চিন্তা করতে গেলেই আমাদেরকে গাণিতিক সমাধানের 342.686kWh থামতে হবে।
এর কারন একটা বাসা বাড়ির লোডের হিসাব ও ওয়াট আমরা উপরোক্ত গাণিতিক নিয়মেই বের করবো। আমরা প্রথমে বলেছি
নেট বিল = এনার্জি বিল + মিটার বিল
এনার্জি বিল = এক মাসে ব্যবহিত ইউনিটের পরিমাণ (kWh) * প্রতি ইউনিটের মূল্য
kWh এর মান পেয়েছি 342.686 kWh। ডেস্কোতে প্রতি ইউনিটের মূল্য নিচে চিত্রে দেওয়া আছে।

ইউনিট 342.686 kWh অনুসারে ছবিতে পার ইউনিট (টাকা) চতুর্থ (d) স্টেপ এ আছে। তাহলে ছবি অনুসারে আমরা বিদ্যুৎ বিলকে ভাগ করবো।
- ১ থেকে ৭৫ = ৭৫
- ৭৬ থেকে ২০০ = ১২৫
- ২০১ থেকে ৩০০ = ১০০
- ৩০১ থেকে ৩৪২.৬৮৬ = ৪২.৬৮৬
সর্বমোট = ৭৫+১২৫+১০০+৪২.৬৮৬ = ৩৪২.৬৮৬ ইউনিট
ঐ মাসের বিদ্যুৎ ব্যবহারের জন্য এনার্জি বিল = (৭৫*৩.৮) + (১২৫*৫.১৪) + (১০০*৫.৩৬) + (৪২.৩৮৬*৫.৬৩) = ১৭০৩.৮২ টাকা।
সার্ভিস চার্জ = ১০টাকা
ডিমান্ড চার্জ = ১৫ টাকা
ভ্যাট = ৫%
মিটার বিল = ডিম্যান্ড চার্জ + সার্ভিস চার্জ = ১৫+১০ = ২৫ টাকা
মোট বিল = (১৭০৩.৮২ + ২৫) = ১৭২৮.৮২ টাকা {ভ্যাট ছাড়া}
৫% ভ্যাট = ১৭২৮.৮২ * ৫% = ৮৬.৪৪ টাকা
মিটার ভাড়া ১P = ৪০ টাকা
তাহলে নেট বিল = ১৭২৮.৮২ + ৮৬.৪৪ + ৪০ = ১৮৫৫.২৬ টাকা
নোটঃ নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করতে না পারলে অতিরিক্ত মাশুল দিতে হবে ৫%
বন্ধু, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।
Comment:ভাই ছবি ছাড়া বুঝবো কিভাবে। ছবি তো দেখা যায় না।
ভাইয়া, কোন জায়গায় ছবি লাগবে স্পেসিফিক যদি বলতেন।
Informative post. Thnx
bhai amar fridge 170v-250v/50Hz voltage…
20 cft… Abong amar oven 1500 w….220-240v er ache….kindly jante chai fridge 1 ghonta chalale koto bil asbe r oven chalale 1ghonta koto bill asbe…ans ta dile ubokrito hobo..
vi.. ai post ta onek valo laglo…Thanks a lot vi…post gulo te ektu photo gulo valo vabe dben…..
ji bhai.. chesta korbo.. sathei thakun…
Comment:vai industry electricity bil hisab kivabe korte hoy plz aktu bolben
ভাই এখানে যে পদ্ধতি দেখানো হয়েছে এই পদ্ধতিতেই হিসাব করবেন। কিন্তু মাথায় রাখতে হবে প্রতি ইউনিট চার্জ, আনুসাঙ্গিক ইউনিট চার্জ , ভ্যাট, মিটার ভাড়া ইত্যাদি বিষয়ের উপর।
ডিমান্ড চার্জের হিসাব কেমনে করলেন?
হিসাব টা ভুল হয়েছে। ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য। ডিমান্ড চার্জ সিরিয়াল ১ এ ১৫ টাকা। হিসাব টি এখুনি ঠিক করছি।
ধন্যবাদ ভাই! আল্লাহ্ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক!!!
আমিন 🙂 । আমাদের জন্য দোয়া করবেন যাতে করে সারাজীবন আমরা এভাবেই তথ্য প্রদান করে যেতে পারি।
ভাই আমার কিছু হেল্প
সত্যিই অসাধারন
খুব কার্যকরি পোস্ট…ধন্যবাদ । অনেক । হিসেব টাও বুঝেছি কিন্তু ডিমান্ড চার্জ জিনিসটা কি এবং কেন নেওয়া হয়…যদি একটু বলতেন …
—দোলন
আপনার লিখাটা একদম পরিপুর্ন।
একটা প্রশ্ন….লাইট কি প্রতি সেকেন্ড ২০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে নাকি প্রতি ঘন্টায়? একটা ২০ ওয়াট লাইট ১ অথবা ৫ মিনিটে কত টাকা খরচ করবে এটা কি বের করা সম্ভব?
আপনি সব ওয়াটকে ঘন্টা দিয়ে গুন করেছেন..এগুলো কি প্রতি ঘন্টায় এই পরিমান বিদ্যুৎ খরচ করে?
আপনাকে অনেক ধন্যবাদ… ?
ওয়াটের হিসেব প্রতি ঘন্টায় হয়।
ধরুন কোন এল-ই-ডি লাইট বাসায় লাগালেন। গায়ে লেখা থাকে ১৫ ওয়াট। এর মানে হল, এই লাইট ১ঘন্টা অন থাকলে ১৫ ওয়াট কারেন্ট খরচ করবে।
ওয়াট কে ঘন্টা দিয়ে গুন করা হয়েছে কারন কিলো ওয়াট কে ঘন্টা দিয়ে গুন করেই “ইউনিট” পাওয়া যায়।
Vai apnader sob gula likhar pdf file or ekta book chay,, pawa jabe ki?????
আমি ব্যাবহার করছি ৬৫ ইউনিট
বর্তমান ইউনিট চার্জশীট
১-৫০= ৩.৮০ টাকা
১-৭৫= ৪.০০ টাকা
……………………..
……………………
আপনার হিসাবে আমার এনার্জি বিল আসবে
(৫০*৩.৮০)+(১৫*৪) টাকা
=১৯০+৬০ = ২৫০ টাকা
কিন্তু আমার এনার্জি বিল আসছে ২৬০ টাকা
এখন আর ঐ হিসাব হয় না
এখন ৬৫*৪ =২৬০ টাকা , এভাবে হিসাব করে।
ভুল বললে, ভুল টা সংশোধন করে দেওয়ার অনুরোধ রহিল।
১ম ধাপের লিমিট ক্রস করে যদি ১ ইউনিট ও বেশি উঠে, তা হলে ষোলোআনা ২য় ধাপের সাথের যোগ হয়ে যাবে।
আপনাকে অসংখ ধন্যবাদ
অসাধারণ
একটি ফ্যান ১ দিনের হিসাব দেওয়া হয়েছে। কেউ 2 ঘন্টা চালায় কেউ 6 ঘন্টা চালায়। তাহলে ১ দিন বলতে কি বুঝালেন।
প্রশ্নটি লক্ষ্য করুনঃ
উদাহরণঃ একটি বাসা বাড়িতে 80 watt এর দুটি ফ্যান, 40 watt এর 3 টি লাইট, 220V, 0.4A, 0.8pf এর একটি টেলিভিশন এবং 2hp এর একটি পানি তোলার মোটর দৈনিক গড়ে 6 ঘন্টা করে চলে। তাহলে ডিসিম্বর মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে যদি প্রতি ইউনিটের মূল্য 6.5 টাকা করে হয়??
এখানে সবগুলো লোড দৈনিক ৬ ঘন্টা করে চলে, এটা একটি উদাহরন। কে কতক্ষন বাসায় কি ধরনের লোড ব্যবহার করেন এটা ব্যবহারকারি নিজেই বলতে পারবেন। অনেকেই ফ্যান সারাদিন ব্যবহার করেন, মোটর দিনে একবার ৩০ মিনিট ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে প্রতিটি লোড আলাদাভাবে ক্যালকুলেশন করতে পারেন। E = W *h
আলহামদুলিল্লাহ পোস্টটি পড়ে অনেক উপকৃত হলাম কিন্তু একটি বিষয় বুঝতে পারছি না, ডিমান্ড চার্জ কি কিসের উপর ভিত্তি করে তা নির্ধারিত হয়।
ধন্যবাদ
আল্লাহ্ আপনাকে অনেক দিন বাচিয়ে রাখুক
ater akta pdf file dhoker cilo
ভাই এই হিসাব গুলো নিয়ে যদি একটি টিউটোরিয়াল বানান তাহলে বুঝতে অনেক সুবিধা হবে ধন্যবাদ
অনেক উপকারী পোস্ট। আচ্ছা ভাই। আমদের মিটার না দেখে বিল কিবাবে করে। আমার মিটার এ কি পরিমান বিল এসেছে এটা কি না দেখে অপিস থেকে বিল করা যায়। আমার মনে হয় বিদ্যুৎ অপিস আমার সাথে ধোঁকাবাজী করছে। প্লিজ জানাবেন।
ডেস্কো ইউনিট এ ভাগ গুলা তো বুঝলাম না।।
১ থেকে ৭৫ =৭৫ এগুলাতো বুঝলাম না
Many many thank.
amr 4 ti energy light, 1 ti fan 10 min. er jonno cole, ekti samsang tv, ekti sharp frezz. bil koto asbe. plz bolben.
Valo laglo, thank u vai
Onek kicu siklam.
desco unit category theke je unit calculation kora hoice seta bujte parlam na?