প্রায়ই দেখা যায় বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিতে আইপি রেটিং করা থাকে বা আইপি মান দেওয়া থাকে। যেমন মোটরের গায়ে আইপি দেওয়া থাকে যা আমরা খেয়াল করলে দেখতে পাবো। এই লেখাতে আই পি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে।
-
আইপি বলতে কি বুঝায় ও কিছু কথা।
-
মোটরের গায়ে আইপি লেখা থাকে কেন?
-
আই পি এর মান বেশি বা কম দ্বারা কি বুঝায়?
-
আই পি এর মান ৬৮ হলে আমরা কি বুঝবো?
আইপি বলতে কি বুঝায় ও কিছু কথা
IP হলো International protection যাকে Ingress protection ও বলা হয়ে থাকে। এটা দ্বারা মূলত বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসের নিরাপত্তা কতটুকু তা জানা যায়।
নিরাপত্তা অনেক ধরনের হয়ে থাকে তবে আইপি মূলত ইলেকট্রিক্যাল ডিভাইসের বাহ্যিকভাবে নিরাপত্তা দিয়ে থাকে যেমন ধুলা-বালি, পানি ইত্যাদি মেকানিক্যাল কেসিং এর মধ্য দিয়ে যাতে না প্রবেশ করতে পারে।
আইপি রেটিং এর জন্য স্বাভাবিক ভাবে দুটি বা তিনটি নম্বর ব্যবহার করা থাকে। নিচে ১ এ প্রথম নম্বরের জন্য, ২ এ দ্বিতীয় নম্বরের জন্য, ৩ এ তৃতীয় নম্বরের জন্য দেওয়া হলো।
- ১ম ডিজিট দ্বারা বুঝাবে কঠিন পদার্থ থেকে কতটুকু নিরাপত্তা প্রধান করে।
- ২য় ডিজিট দ্বারা বুঝাবে তরল পদার্থ থেকে কতটুকু নিরাপত্তা প্রদান করবে।
- ৩য় ডিজিট দ্বারা বুঝাবে যান্ত্রিক প্রভাব থেকে কতটুকু নিরাপত্তা প্রদান করবে।
নিচের দিকে এই বিষয়ে বিস্তারিত আলাপ করা হবে।
ইলেকট্রিক্যাল ডিভাইসের ও মোটরের গায়ে আইপি লেখা থাকে কেন?
আমরা ইতিমধ্যে জেনেছি আইপি কি। এবার মোটর প্রসঙ্গে বলতে গেলে প্রথমে আসবে মোটরের নিরাপত্তা নিয়ে। আমরা মোটরকে বিভিন্ন স্থানে রেখে ব্যবহার করে থাকি। তবে সেই পরিবেশ মোটরের জন্য কতটুকু সেফটি সেটার উপর বিবেচনা করে বিভিন্ন ম্যানুফেকচার কম্পোনী মোটরের জন্য আইপি ব্যবহার করে থাকেন।
প্রথম ডিজিট কঠিন পদার্থের প্রোটেকশন রেটিং প্রকাশ করে থাকে। এর মান সাধারণত ০–৬ পর্যন্ত হয়ে থাকে।
দ্বিতীয় ডিজিট তরল পদার্থের প্রোটেকশন রেটিং প্রকাশ করে থাকে। এর মান ০–৮ পর্যন্ত হয়ে থাকে।
তৃতীয় ডিজিট মেকানিক্যাল আঘাত এর প্রোটেকশন রেটিং প্রকাশ করে থাকে। এর মান ০–৯ পর্যন্ত হয়ে থাকে কিন্তু এর বেশি হবে না।
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় ডিজিট হয়ে থাকে।
আই পি এর মান বেশি বা কম দ্বারা কি বুঝায়?
প্রথম ডিজিটের ক্ষেত্রে
আইপি এর প্রথম ডিজিটের ক্ষেত্রেঃ
- ০ মান দ্বারা কোন প্রোটেকশন নেই বুঝায়।
- ১ মানে কোন পদার্থের সাইজ ৫০mm এর বেশি হলে তা বাহির থেকে ইকুয়েপমেন্টের ভিতরে ডুকতে পারবে না।
- ২ মানে কোন পদার্থের সাইজ ১২.৫ mm এর বেশি হলে বাহির থেকে ভিতরে ডুকতে পারবে না।
- ৩ মানে কোন পদার্থের সাইজ ২.৫ mm এর বেশি হলে বাহির থেকে ভিতরে তা ডুকতে পারবে না।
- ৪ মানে বুঝায়, ১mm উপরের সাইজকে এটা প্রোটেকশন করবে।
- ৫ মানে ধুলা-বালি থেকে নিরাপত্তা দিবে কিন্তু সম্পূর্নভাবে নিরাপত্তা দিবে না।
- ৬ মানে ধুলা-বালি ও নোংরা জায়াগা থেকে সম্পূর্নরূপে নিরাপত্তা দিবে।
দ্বিতীয় ডিজিটের ক্ষেত্রে
- ০ মানে কোন তরল থেকে নিরাপত্তা প্রধান করবে না।
- ১ মানে উপর থেকে সরাসরি খাড়া ভাবে তরল পদার্থ ডিভাইস এর উপর পরলে ভিতরে ঢুকবে না।
- ২ মানে উপর থেকে ১৫ ডিগ্রি কোনে তরল পদার্থ পরলে তা থেকে নিরাপত্তা প্রধান করবে।
- ৩ হলে তরল পদার্থ ৬০ ডিগ্রীতে স্প্রে করলেও ভিতরে প্রবেশ করবে না।
- ৪ হলে যেকোন দিকে থেক তরল পদার্থ স্প্রে করলেও ভিতরে প্রবেশ করবে না।
- ৫ হলে ওয়াটার জেড অর্থাৎ ৬.৩ mm পাইপ দিয়া পানি দিলেও ভিতরে ঢুকবে না।
- ৬ হলে ১.৪ মিমি nozzle দিয়ে পানি দিলেও নিরাপত্তা প্রধান করবে।
- ৭ হলে ১ মিটার পানির নিচে ডুবালে আংশিক নিরাপত্তা প্রধান করতে পারবে।
- ৮ হলে ১ মিটার পানির নিচে ডুবালেও তাকে সম্পূর্ন ভাবে নিরাপত্তা প্রধান করবে। এটা মূলত সুবমারজিবল মোটরের জন্য।
আই পি এর মান ৬৮ হলে আমরা কি বুঝবো?
আই পি এর মান ৬৮ মানে বুঝায় ডিভাইসেকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিবে। প্রথম ডিজিট ৬ হলো কঠিন পদার্থের সর্বশেষ প্রোটেকশন যা নোংরা জায়াগা থেকে সম্পূর্নরূপে নিরাপত্তা দিবে।
আর ৮ হলো তরল পদার্থের প্রোটেকশনের শেষ মান যা পানিতে নিম্মজিত করলেও ভিতরে কোনভাবে পানি ডুকবে না।
বন্ধু, কোন প্রশ্ন থাকলে কমেন্টে করুন আর ভালো লাগলে শেয়ার দিবেন। ধন্যবাদ।
মোটর আইপি রেটিং টপিক ইংরেজিতে পড়ুনঃ What is Ingress Protection (IP) Rating of Motor?