ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন প্রশ্ন উত্তর পর্ব-১ (জবের লিখিত ও ভাইবা প্রস্তুতি)

পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্বন্ধে আমাদের অনেকের মাঝে বেশ কৌতূহল থাকে বিশেষ করে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ছাত্র-ছাত্রীদের মাঝে। আমরা গত পর্বে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বিস্তারিত জেনেছি।

আজ আমরা পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন পর্ব-১ টপিকে কিছু  প্রশ্ন এবং উত্তর দেখবো যেগুলো জবের প্রস্তুতি হিসেবে সহায়তা করবে। আমরা এই পর্ব ভিত্তিক লেখার মাধ্যমে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তর কভার করতে চেষ্টা করেছি।

  1. ট্রান্সমিশন লাইন কি?
  2. ডিস্ট্রিবিউশন লাইন কি?
  3. প্রাইমারি ট্রান্সমিশন কাকে বলে?
  4. সেকেন্ডারি ট্রান্সমিশন কাকে বলে?
  5. সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কাকে বলে?
  6. ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি?
  7. বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?
  8. ফিডার কি?
  9. ফিডার ও ডিস্ট্রিবিউশনের মূল প্রার্থক্য কি?
  10. উচ্চ ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের সুবিধা কি কি?
  11. ফ্রিকোয়েন্সি উঠা-নামা শতকরা হার কত হওয়া উচিত?
  12. ডিস্ট্রিবিউটরে গ্রহণযোগ্য সর্বোচ্চ ভোল্টেজ ড্রপের হার কত হয়?
  13. সিস্টেম লস কাকে বলে?
  14. পাওয়ার ফ্যাক্টর এর মান কম হলে সিস্টেমে কি কি অসুবিধা হয়ে থাকে?
  15. অর্থনিতিক পাওয়ার ফ্যাক্টর কি?

ট্রান্সমিশন লাইন কি?

ট্রান্সমিশন লাইন হলো এমন এক ধরনের লাইন যা উচ্চ পরিমান জেনারেটেড পাওয়ার কে পরিবাহী তারের মাধ্যমে দুরবর্তী এক স্টেশন থেকে অন্য স্টেশনে প্রেরন করে থাকে।

ডিস্ট্রিবিউশন লাইন কি?

ট্রান্সমিশন লাইন থেকে বাসা-বাড়ি বা কনজিউমার লেভেলে যে বিদ্যুৎ প্রেরন করা হয় তাকে ডিস্ট্রিবিউশন লাইন বলা হয়ে থাকে।

ট্রান্সমিশন লাইন

প্রাইমারি ট্রান্সমিশন কাকে বলে?

জেনারেটিং স্টেশন হতে রিসিভিং প্রান্ত পর্যন্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইন কে প্রাইমারি ট্রান্সমিশন বলা হয়।

প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ সাধারনত ১১০কেভি, ১৩২কেভি, ২৩০কেভি, ৪০০কেভি পর্যন্ত বা আরোও বেশি হতে পারে।

সেকেন্ডারি ট্রান্সমিশন কাকে বলে?

রিসিভিং প্রান্ত থেকে সাব-স্টেশন পর্যন্ত দীর্ঘ উচ্চ ভোল্টেজ লাইনকে সেকেন্ডারি ট্রান্সমিশন বলা হয়। সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজের চেয়ে কম।

সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ সাধারণত ৩৩কেভি, ৬৬কেভি হতে পারে।

সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কাকে বলে?

১১ কেভি প্রাইমারি ডিস্ট্রিবিউশন লাইন হতে শহর বা লোকালয়ে বা কারখানা বা যে কোন কনজিউমার লেভেলের জন্য অবস্থিত ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে ভোল্টেজ কমিয়ে ৪০০ ভোল্ট বা ২৩০ ভোল্ট সিস্টেমে বিভিন্ন গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করার ব্যবস্থা কে  সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বলে।

ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কি?

বিদ্যুৎ উৎপাদন এবং ডিস্ট্রিবিউশন এর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো এসি ব্যবস্থা এবং ট্রান্সমিশন এর জন্য ডিসি ব্যবস্থা।

বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত?

বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ ৪০০ কেভি যেটি বিবিয়ানা কালিয়াকৈর অবস্থিত।

ফিডার কি?

অনেক সময় জনবহুল এলাকায়, আবাসিক এলাকায়, কারখানায়, বিদ্যুৎ সরবরাহ করার জন্য উচ্চ ভোল্টেজ উপকেন্দ্র বা গ্রীড উপকেন্দ্র হতে বিভিন্ন লোড সেন্টারে বিদ্যুৎ সরবরাহ প্রদানের জন্য যে আনটেপ লাইন নির্মান করা হয় তাকে ফিডার বলে।

ফিডার ও ডিস্ট্রিবিউশনের মূল প্রার্থক্য কি?

যার কোন টেপিং নাই তাকে ফিডার বলে অর্থাৎ জনবহুল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য উচ্চ ভোল্টেজ উপকেন্দ্র বা গ্রীড উপকেন্দ্র হতে বিভিন্ন লোড সেন্টারে বিদ্যুৎ সরবরাহ প্রদানের জন্য যে আনটেপ লাইন নির্মান করা হয় তাই ফিডার।

গ্রাহকের সার্ভিস মেইনের সাথে সংযোগ ট্যাপিং যুক্ত পরিবাহীকে ডিস্ট্রিবিউটর বলে।

ট্রান্সমিশন লাইন

উচ্চ ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশনের সুবিধা কি কি?

  • লাইনের লস কম হয়।
  • লাইনের ভোল্টেজ ড্রপ অনেক কম হয়।
  • ট্রান্সমিশন দক্ষতা বৃদ্ধি পেয়ে থাকে।
  • কম আয়তনের পরিবাহী লাগে।
  • পাওয়ার ট্রান্সমিশনে খরচ কম হয়।

ফ্রিকোয়েন্সি উঠা-নামা শতকরা হার কত হওয়া উচিত?

২.৫% এর মধ্যে থাকা উচিত।

ডিস্ট্রিবিউটরে গ্রহণযোগ্য সর্বোচ্চ ভোল্টেজ ড্রপের হার কত হয়?

৬%

সিস্টেম লস কাকে বলে?

উৎপাদন কেন্দ্রে ব্যবহার জনিত যন্ত্রপাতির লস, পরিবহন তারের রেজিস্ট্যান্স জনিত লস এবং অন্যান্য কারিগরি লসের কারনে সামগ্রিক ভাবে যে বিদ্যুৎ পাওয়ার অপচয় হয় তাকে সিস্টেম লস বলে।

পাওয়ার ফ্যাক্টর এর মান কম হলে সিস্টেমে কি কি অসুবিধা হয়ে থাকে?

পাওয়ার ফ্যাক্টর এর মান কম হলে অনেক বেশি আয়তনের পরিবাহীর প্রয়োজন হয়, লাইন লস বৃদ্ধি পায়, পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যায়, খরচ অনেক বেড়ে যায় ফলে পার ইউনিট কস্ট অনেক বেশি হয়।

অর্থনিতিক পাওয়ার ফ্যাক্টর কি?

এটি  এমন এক ধরনের পাওয়ার ফ্যাক্টর যে মানে এটিকে উন্নতি করলে বাৎসরিক সর্বোচ্চ সাশ্রয় হয় এবং ঐ পাওয়ার ফ্যাক্টর কে সর্বোত্তম পাওয়ার ফ্যাক্টর ও বলা হয়।

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন প্রশ্ন উত্তর পর্ব-২ পড়তে এখানে ক্লিক করুন

ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন বেসিক ধারনা নিতে এই লেখাটি পড়ুন

আজকের মত এখানে বিদায়। আপনার যেকোন মতামত বা অনুরোধ থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই বিষয় গুলো অন্তর্ভুক্ত করতে। আমাদের লেখাতে কোন ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন নিয়ে ইংরেজিতে পরুনঃ How Electrical Transmission work