ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন প্রশ্ন-উত্তর পর্ব-২

আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমরা পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন  দ্বিতীয় পর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন  দেখবো। প্রথম পর্বে ইতিমধ্যে কিছু বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে। আমরা যতদূর সম্ভব পর্ব ভিত্তিক লেখার মাধ্যমে সকল প্রশ্নকে কাভার করতে চেষ্টা করে থাকি।

তারপরেও অনেক প্রশ্ন বাকি রয়ে যায়। আপনাদের এই বিষয় সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই তা নিচে কমেন্ট বক্সে করবেন। আজকের লেখাতে যে যে প্রশ্ন গুলো থাকবেঃ

আমাদের পুর্বের লেখা ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন প্রশ্ন-উত্তর পর্ব-১ পড়ুন

  1. ওভারহেড লাইনে কি কি উপাদান থাকে?
  2. টানা ব্যবহার করা হয় কোন ধরনের পোলে?
  3. “H” টাইপ পোল কোথায় কোথায় ব্যবহার করা হয়?
  4. ট্রান্সমিশন লাইন সাধারণত কেন আর্থ করা হয়ে থাকে?
  5. ক্রেডল গার্ড কোথায় এবং কেন ব্যবহার করা হয়?
  6. ওভারহেড লাইনে কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয়?
  7. ওভারহেড লাইনে পরিবাহী পদার্থের কি কি গুণ থাকা দরকার?
  8. স্কিন ইফেক্ট কি?
  9. স্যাগ কাকে বলে?
  10. লোড পাওয়ার খুব কম হলে ট্রান্সমিশন লাইনে কি প্রভাব দেখা দেয়?

ওভারহেড লাইনে কি কি উপাদান থাকে?

ওভারহেড লাইনে সাধারণত নিম্মলিখিত উপাদান গুলো থাকে।

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

  • সাপোর্ট
  • ক্রস-আর্ম ও ক্ল্যাম্প
  • ইন্সুলেটর
  • কন্ডাক্টর
  • স্টে ও গাই
  • লাইটনিং এরেস্টর
  • গার্ড ওয়্যার
  • ফিউজ ও আইসুলেটিং সুইচ
  • অবিচ্ছিন্ন আর্থ তার
  • জাম্পার
  • ভাইব্রেশন ড্যাম্পার

এছাড়া অন্যান্য উপাদান থাকে।

টানা ব্যবহার করা হয় কোন ধরনের পোলে?

কোন এঙ্গেল পোলে এবং টার্মিনাল পোলের দুদিকে টানের সমতা রক্ষা করার জন্য টানা বা স্টে ব্যবহার করা হয়ে থাকে।

“H” টাইপ পোল কোথায় কোথায় ব্যবহার করা হয়?

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

১৬০ মিটার পর্যন্ত অর্থাৎ দীর্ঘ স্পান বিশিষ্ট ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনে H টাইপ পোল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া লাইনের যে স্থানে সুইচ গিয়ার বা ট্রান্সফরমার ব্যবহার করার প্রয়োজন হয় সেই সকল স্থানে H টাইপ পোল ব্যবহার করা হয়ে থাকে।

ট্রান্সমিশন লাইন সাধারণত কেন আর্থ করা হয়ে থাকে?

অনেক সময় বজ্রপাতের ফলে অথবা অস্বাভাবিক কারনে ইন্সুলেশন  ব্রেক ডাউন ঘটতে পারে। এই ধরনের দুর্ঘটনা থেকে লাইনকে রক্ষা করার জন্য ওভার হেড লাইনের উপরে একটি অবিচ্ছিন্ন আর্থ তার ব্যবহার করা হয় যার মাধ্যমে অতিরিক্ত ভোল্টেজ মাটিতে এসে ডিসচার্জ হতে পারে।

ক্রেডল গার্ড কোথায় এবং কেন ব্যবহার করা হয়?

এটি নিরাপত্তা ক্ষেত্রে ব্যবহার  করা হয় অর্থাৎ যেখানে ওভারহেড লাইনের তার যেমনঃ রাস্তা, রেল লাইন, কিংবা বাড়ির উপর দিয়ে টানা হয় সেখানে নিরাপত্তার জন্য কেবল এটি ব্যবহার করা হয় যাতে তার ছিঁড়ে যাওয়ার পর তা মাটিতে না পরে।

ওভারহেড লাইনে কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয়?

ওভারহেড লাইনে যেসব কন্ডাক্টর ব্যবহার করা হয়ঃ

  • স্টিল কোরড অ্যালুমিনিয়াম
  • কপার
  • অ্যালুমিনিয়াম
  • গ্যালভানাইজড স্টিল কন্ডাকটর

এছাড়া বিশেষ ক্ষেত্রে ফস্ফার ব্রোঞ্জ, কপার ক্ল্যাড ক্যাডমিয়াম কপার ইত্যাদি ব্যবহার  করা হয়।

ওভারহেড লাইনে পরিবাহী পদার্থের কি কি গুণ থাকা দরকার?

ওভারহেড লাইনে যেসকল গুণাবলি থাকা ধরকারঃ

  • আপেক্ষিক রোধ কম (উচ্চ বিদ্যুৎ পরিবহন ক্ষমতা)
  • উচ্চ চাপ সহন ক্ষমতা
  • স্বল্প ব্যয়
  • তার শক্ত ও নমনীয় হতে হবে
  • উচ্চ গলনাংক সম্পন্ন হবে
  • তার টেকসই হবে

স্কিন ইফেক্ট কি?

এসি বিদ্যুৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় তা পরিবাহীর ভিতর প্রবেশ না করে উহার সারফেস দিয়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করে, এটাকে সাধারণত স্কিন ইফেক্ট বলে। স্কিন ইফেক্টের ফলে লাইন রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় যার ফলে লাইন লস ও বেড়ে যায়।

স্যাগ কাকে বলে?

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন

স্যাগের বাংলা অর্থ ঝুলে থাকা। দুইটি পোল বা টাওয়ারের মাঝে কন্ডাকটর লাগানো হলে কন্ডাকটরটি কিছুটা ঝুলে পড়ে।  পোল বা টাওয়ার দুটির যে বিন্দুতে কন্ডাকটর লাগানো হয় সেই বিন্দু দুইটি সংযোগ কারি কাল্পনিক রেখা হতে কন্ডাকটরটি সর্বোচ্চ ঝুলে থাকাকে স্যাগ বলে।

লোড পাওয়ার খুব কম হলে ট্রান্সমিশন লাইনে কি প্রভাব দেখা দেয়?

লোড পাওয়ার খুব কম হলে সাধারণত লাইনে ক্যাপাসিট্যান্সের প্রতিক্রিয়া দেখা যায়। এই অবস্থায় লাইন ৯০ ডিগ্রি লিডিং চার্জিং কারেন্ট। এর প্রভাবে সাধারণত ট্রান্সমিশন লাইনের প্রেরণ প্রান্ত অপেক্ষা গ্রহন প্রান্তে ভোল্টেজ বেশি দেখা যায় ফলে ভোল্টেজ রেগুলশেনের মান নেগেটিভ হয়ে থাকে।

সার্কিট ব্রেকার টপিকে ইংরেজি পড়ুনঃ Working Principle of Circuit Breaker

বন্ধুরা, পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে ইতিমধ্যে আমরা তিনটি লেখা লিখেছি। লেখাগুলো পড়তে নিচে ক্লিক করুন।

ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম

ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন প্রশ্নউত্তর পর্ব-১

আজ এই পর্যন্ত বন্ধুরা। কোন প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই রাখি। ধন্যবাদ