বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ( পিডিবি নিয়োগ ) ইলেকট্রিক্যাল উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ লিখিত পরীক্ষার ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্ট এর কিছু প্রশ্ন আমরা সংগ্রহ করেছি। আমাদের এই ধরনের উদ্যোগ নেবার প্রধান উদ্দেশ্য হচ্ছে কিছু ভালো ধারণা পাওয়া এবং তা শেয়ার করা। আমরা যে প্রশ্ন গুলো দিতে যাচ্ছি তা হয়তো ১০০% সঠিক নাও হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে এর মিল ছিলো। আমরা পিডিবি নিয়োগ ডিপার্টমেন্ট এবং নন-ডিপার্টমেন্ট প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো।
ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ১ নম্বর করে, খ বিভাগে সংক্ষিপ্ত ৩ মার্ক করে আর গ বিভাগে রচনামূলক প্রশ্ন ৫ মার্ক করে থাকে
ডিপার্টমেন্ট
-
ডাই ইলেকট্রিক স্ট্রেস কি বা কাকে বলে?
-
রিকভারি ভোল্টেজ কাকে বলে?
-
আর্থিং এর উপাদান গুলোর নাম লিখ?
-
পানি বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনের বিবেচ্য বিষয় সমূহ লিখ?
-
ইমারশন হিটার কাকে বলে?
-
হিটারের কেটলিতে কি তার ব্যবহিত হয়?
-
সিনক্রোনাস মোটরকে কেন সিনক্রোনাস মোটর বলা হয়?
-
১ ওয়েবার সমান কত লাইন্স?
-
নন লিনিয়ার নেটওয়ার্ক কাকে বলে?
-
ফ্রিকুয়েন্সির সূত্র কি?
-
ফ্লাক্স ডেনসিটি কাকে বলে?
-
শর্ট সার্কিটে কারেন্ট নিরুপনের পদ্ধতিগুলো কি কি?
-
কোন সার্কিটে পাওয়ার ফ্যাক্টর ৮০% লেগিং বলতে কি বুঝায়?
-
ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলে?
-
রিয়্যাক্টিভ পাওয়ার কাকে বলে?
-
কারেন্ট চলার জন্য একাদিক পথ থাকে কোন সার্কিটে?
-
ব্যাক ই এম এফ কাকে বলে?
-
পরিবাহীর ব্যাস দ্বিগুণ হলে তারের রেজিস্ট্যান্স কত হবে?
-
৩ ফেজ, ৫ কিলোওয়াট, ০.৭৫ ল্যাগিং সিনক্রোনাস মোটর ডেল্টা কানেকশন করা হল। যদি পাওয়ার ফ্যাক্টর ০.৯ এ উন্নতি করা হয় তবে মোটরের KVAR কত?
-
যদি ১০০ KVA লোডে একটি ট্রান্সফরমারের আয়রন লস ১ কিলোওয়াট, কপার লস ১.৫ কিলোওয়াট হলে সর্বোচ্চ দক্ষতা কত?
-
০.০২ ইন্ডাক্ট্যান্স বিশিষ্ট সার্কিটে কারেন্ট ০.২ এম্পিয়ার হলে সঞ্চিত শক্তি কত?
-
৫ এম্পিয়ার কারেন্ট বিশিষ্ট ১০০ কুলম্ব কে বিতাড়িত করতে কত সময় লাগবে?
-
যদি ইন্সুলেশন রেজিস্ট্যান্স ৫০০ মেগা ওহম/কিমি, আপেক্ষিক রেজিস্ট্যান্স ২.৪*১০^১৪ ব্যাস ২.৫ সে.মি হলে ইন্সুলেশনের পুরুত্ব কত?
-
প্রতি কি.মি রেজিস্ট্যান্স ৫০০ মেগা ওহম হলে ৫০০ মিটার এ কত রেজিস্ট্যান্স হবে?
-
২০ মাইক্রো-ফ্যারাড এর ২ টি ক্যাপাসিটর সিরিজে যুক্ত থাকলে ক্যাপাসিটেন্স কত?
-
পরিবাহীর ব্যাস দিগুণ হলে তারের রেজিস্ট্যান্স কত হবে?
-
একটি ডিসি জেনারেটরের শান্ট রেজিস্ট্যান্স ৫০ ওহম, আর্মেচার রেজিস্ট্যান্স ০.৫ ওহম। যদি লোড কারেন্ট ২০ এম্পিয়ার হয় তবে উৎপাদিত ই.এম.এফ নির্নয় কর?
-
১০০ ওয়াট এর একটি বাতি দৈনিক ৬ ঘন্টা জ্বললে ফেব্রুয়ারি/2015 মাসের বিদ্যুৎ বিল কত হবে যদি প্রতি ইউনিট এর দাম ৫ টাকা হয়?
-
৩ ওহমের ৩ টি রেজিস্ট্যান্স ডেল্টা তে যুক্ত থাকলে দুই কোনে রেজিস্ট্যান্স কত?
-
একটি ইন্ডাকশন মোটরের স্লিপ ১০০% হলে মোটরের স্পীড কত?
নন ডিপার্টমেন্ট
-
বঙ্গভঙ্গ কত সালে হয়?
-
স্বাভাবিক চাপে পানির স্ফুটনাঙ্ক কত?
-
অর্থনীতিতে নোবেল বিজয়ী বাঙালি কে ছিলেন?
-
NAM এর পূর্নরূপ লিখ?
-
ডোস কেপিটাল কার লেখা?
-
আলু কি ধরনের খাদ্য?
-
বস্তুর ওজন কোথায় সবচেয়ে কম?
-
লাল বাগ কেল্লার কাজ কার আমলে শেষ হয়?
-
বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি?
-
ভিনিগারে কোন এসিড থাকে?
-
জিহবা দিয়ে কোন প্রাণী শব্দ শুনে?
-
শিখা অনির্বান কোথায় অবস্থিত?
-
রাষ্ট্রপতির বাসভবনের নাম কি?
-
বাংলাদেশে অস্থায়ী রাজধানীর নাম কি ছিলো?
-
কোন রঙের প্রতিসরণ সবচেয়ে বেশি?
-
কোন তরঙ্গ দৈর্ঘ্য সব চেয়ে ছোট?
-
বানলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
-
বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করে কোন মেশিনে?
-
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের উপাধি কি?
-
শহীদ মিনারের স্থপতি কে?
-
ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
-
শেষের কবিতা কার লেখা?
-
উইম্বলডন কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
-
বাংলাদেশের ক্রিকেট টেস্টে প্রথম প্রতিপক্ষ কে ছিল?
-
ডায়াবেটিস দিবস কোন তারিখে?
আপাতত এই পিডিবি নিয়োগ প্রশ্ন গুলো আমরা কালেক্ট করেছি। বন্ধু, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগের চাকুরীর বিগত সনের প্রশ্ন বা প্রশ্নের সমাধান আপনার কাছে সংরক্ষন থাকলে আপনি আমাদের ওয়েবসাইটে পাব্লিশ করতে পারবেন অথবা আমাদেরকে প্রেরণ করুন। আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ওয়েব সাইটে পাব্লিশ করা হবে। আমাদেরকে প্রেরন করুন এই মেইলেঃ admin@voltagelab.com অথবা এই লিঙ্কে http://blog.voltagelab.com/publish-a-post/