উপ-সহকারি সরকারি জবের প্রশ্নের ধরন দেখে নিন

1
10724
প্রশ্ন নমুনা

বন্ধুরা, আপনারা যারা সরকারি উপ-সহকারি প্রকৌশলী পদের জন্য জবের পরীক্ষা অনশগ্রহন করতে চান তাদের জন্য আজ কিছু প্রশ্নের মডেল/প্রশ্ন নমুনা নিয়ে আলোচনা করবো। আজ আমরা DPDC, PGCB, EGCB এই তিনটি সেক্টরে জবের প্রশ্ন মডেল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো।

প্রস্তুতি নিন
  • ডুয়েটের ভর্তি গাইড ভালোভাবে পড়ুন। প্রয়োজনে ডুয়েটে শর্ট/লং কোর্সে ভর্তি হবেন।
  • সাধারণ জ্ঞান ভালো প্রস্তুতি নিন। বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন ভালোভাবে পড়ুন ও বিগত সনের প্রশ্ন সল্ভ করুন।
  • DPDC ও PGCB তে ডিপার্টমেন্ট থেকে ৭০ মার্কস, সাধারণ থেকে ৩০ মার্কস হয়ে থাকে।
  • চাকুরির প্রস্তুতি নিন। সময়কে যথার্থ ভাবে মূল্যায়ন করুন।
DPDC প্রশ্ন মডেল

ডিপার্টমেন্টঃ 

  • লিখিত ৪৫ নম্বর এবং MCQ ২৫ টি ২৫ নম্বর।

নন-ডিপার্টমেন্টঃ 

  • MCQ ৬০ টি মোট ৩০ নম্বর। প্রতিটি MCQ  তে হাফ করে।
PGCB প্রশ্ন মডেল

ডিপার্টমেন্টঃ 

  • অতি সংক্ষিপ্ত ১০ টি থাকে, তাহলে ১০*২=২০ নম্বর
  • সংক্ষিপ্ত ১০ টি থাকে, তাহলে ১০*৩=৩০ নম্বর
  • বড় প্রশ্ন (সাধারণত ম্যাথ) ৫ টি থাকে, ৫*৪=২০ নম্বর

এভাবেই মোট ৭০ নম্বর থাকে।

নন-ডিপার্টমেন্টঃ 

  • বাংলা=৫ নম্বর, ইংরেজি=৫ নম্বর, গনিত=৫ নম্বর, পদার্থ= ৫ নম্বর, রসায়ন=৫ নম্বর, সাধারণ জ্ঞান=৫ নম্বর।

এভাবেই মোট ৩০ নম্বর থাকে।

EGCB প্রশ্ন মডেল

ইলেকট্রিক্যাল পদের জন্য EGCB প্রশ্ন PGCB এর মত হয়ে থাকে। তবে অনেকে বলছে এখন আগের চেয়ে ব্যাতিক্রম হয়ে থাকে।

  • ডিপার্টমেন্ট এ ৫০ মার্ক; ১০*২=২০ এবং ১০*৩=৩০
  • জেনারেল ২০ মার্ক। অতি সংক্ষিপ্ত ১০*২=২০ নম্বর।

পরিশেষে বলতে চাই এই প্রশ্ন নমুনা সংগৃহীত এবং ভোল্টেজ ল্যাব এর ১০০% নিশ্চয়তা কখনো দেয় না। সুতারং প্রশ্ন নমুনা/ফর্মেট ভিন্নরকমও হতে পারে। তবে ভবিষ্যতে আমরা চেষ্টা করবো পুরো প্রশ্নের ফর্মেট বের করতে।

বন্ধু, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগের চাকুরীর বিগত সনের প্রশ্ন বা প্রশ্নের সমাধান আপনার কাছে সংরক্ষন থাকলে আপনি আমাদের ওয়েবসাইটে পাব্লিশ করতে পারবেন অথবা আমাদেরকে প্রেরণ করুন। আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ওয়েব সাইটে পাব্লিশ করা হবে। আমাদেরকে প্রেরন করুন এই মেইলেঃ admin@voltagelab.com অথবা এই লিঙ্কে http://blog.voltagelab.com/publish-a-post/

1 COMMENT

  1. Comment:egcb.office assistant পরীখা কেমন হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here