ভিডিওঃ ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে | How does Induction Motor work

ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে – ১৮৮৮ সালে বিজ্ঞানী নিকোলা টেসলা ইন্ডাকশন মোটর আবিষ্কার করেন। যে মোটর ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে ঘুরে তাকে ইন্ডাকশন মোটর বলে। সাধারণত কন্ডাকশন মোটরে বৈদ্যুতিক পাওয়ার- ব্রাশ ও কম্যুটেটরের মাধ্যমে রোটরে প্রদান করা হয়। কিন্তু ইন্ডাকশন মোটরের স্টেটরকে এসি সরবরাহ দেয়া হয়। ফলে এতে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়।

রোটর কন্ডাকটর এই রোটেটিং ফ্লাক্সকে কর্তন করে। ফলে ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুসারে রোটরে ভোল্টেজ আবিষ্ট হয়। রোটরের দুই প্রান্ত শর্ট করা থাকে বিধায় ইনডিউসড ভোল্টেজের জন্য কারেন্ট প্রবাহিত হয় এবং রোটরে টর্ক উৎপন্ন হয়। ফলে স্টেটরে চুম্বক বলরেখা যেদিকে ঘুরে রোটরেও সেই দিকে ঘুরতে আরম্ভ করে। এ মোটরের রোটরের গতিবেগ সিনক্রোনাস গতি অপেক্ষা সব সময় কিছুটা কম থাকে।

ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে

ইন্ডাকশন মোটর পর্ব -১ পড়ুন

ইন্ডাকশন মোটর পর্ব – ২ পড়ুন