গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরন ব্যবস্থা এবং ডিজিটাল প্রিপেইড এনার্জি মিটার কার্যপদ্ধতি

0
4785
এনার্জি মিটার

গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরন ব্যবস্থা

অনেকের মনে একটা প্রশ্ন কাজ করে যে গ্রামাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা কেমন? এটা কি শহরের মত নাকি অন্য কোন সিস্টেমে বিদ্যুৎ বিতরন করা হয়ে থাকে?

হ্যা, গ্রামাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা শহরাঞ্চলের মতই। পল্লী অঞ্চলে বিদ্যুৎ বিতরণের কাজে নিয়োজিত কোম্পানি হল Bangladesh Rural Electrification Board (BREB).

এখন প্রশ্ন আসে BREB বিদ্যুৎ পায় কোথা থেকে? একটা জিনিস মাথায় রাখা ভাল যে, সকল ডিস্ট্রিবিউশন কোম্পানি ন্যাশনাল 132/33 KV গ্রীড সাবস্টেশান থেকেই 33 KV লাইন গ্রহণ করে। অতঃপর তারা 33 KV লাইনকে step down transformer এর মাধ্যমে 11 KV করে গ্রাহক পর্যায়ে পাঠিয়ে দেয়।

একইভাবে BREB ও তাদের নিকটবর্তী গ্রীড থেকে বিদ্যুৎ নিয়ে 11 KV করে তাদের গ্রামাঞ্চলের ফিডার লাইনে সরবরাহ করে। তারপর সেই 11 KV ভোল্টেজ একটি একটি 11/.4 KV স্টেপ ডাউন ট্রান্সফর্মার কমিয়ে আনা হয়।

অতঃপর সিংগেল ফেইজ লাইন এর জন্য আরেকটি pole mounted 6.6KV / 230 volt ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। এভাবে বিভিন্ন থ্রী ফেইজ & সিংগেল ফেইজ এর বিবিধ লাইন বাড়ি বাড়ি পৌছে দেয়। এভাবেই আলোকিত হয় গ্রামাঞ্চল।

তবে গ্রামাঞ্চলের জন্য একটি কোম্পানি গ্রীডে পাওয়ার জেনারেশনও করে থাকে যার নাম Rural Power Development Company Ltd (RPCL)

ডিজিটাল প্রিপেইড এনার্জি মিটার

ডিজিটাল প্রিপেইড এনার্জি মিটার কিভাবে কাজ করে সেটা নিয়ে অনেকের আগ্রহ থাকে। যেসব কৌতূহল আমাদের জাগাটা স্বাভাবিক সেগুলো হল:

কিভাবে ২০ ডিজিট এর একটা কোড নাম্বার আমার মিটারে টাকা রিচার্জ করে? মিটারটি কিভাবে বুঝবে যে আমার কোড নাম্বারটি সঠিক হয়েছে?

আসলে এই ডিজিটাল প্রিপেইড মিটার এক ধরনের প্রোগ্রামযোগ্য ডিভাইস। এখানে কোম্পানি থেকেই অনেকগুলো প্রোগ্রাম আপ্লোড করা আছে। মিটার টি সেসব প্রোগ্রাম / নির্দেশনা মত ই কাজ করে। তাই এই ডিভাইসটিতে বিভিন্ন টাকার বিভিন্ন রেঞ্জের সাথে ২০ ডিজিটের একেকটি কোড নাম্বার জুড়ে দেয়া থাকে।

আপনার লোকাল সার্ভার যখন আপনার প্রিপেইড মিটার নাম্বার সম্পর্কে অবগত হয় তখন সে আপনাকে ঐ মিটার নাম্বার এবং আপনার টাকার পরিমাণ সংশ্লিষ্ট একটি কোড নাম্বার আপনাকে জানাবে। এই encrypted কোড নাম্বারগুলো সার্ভারেই স্টোর থাকে।

অতঃপর আপনি যখন এই কোড নাম্বারটি মিটারে ইনপুট দিবেন তখন মিটারে প্রোগ্রাম করে রাখা কোডের সাথে ইনপুট এর কোডটি যখন মিল খাবে তখন আপনার ডিভাইস এ সেই কোড সংশ্লিষ্ট টাকা মজুদ হবে।

টাকা থেকে ইউনিটের হিসাব কিভাবে ধরা হয়?

ধরেন, প্রতি ইউনিটের মূল্য ৫ টাকা। এখন আপনি মিটার এ ৫০০ টাকা রিচার্জ করলেন। তাহলে আপনার ১০০ KWh বা ১০০ ইউনিট এনার্জি বরাদ্দ হবে। এখন এটা কিভাবে হবে? এই ফর্মূলাটাও প্রোগ্রাম এ আপ্লোড করা আছে।

যখন টাকার পরিমাণ টা মিটার এ উঠবে কিলোওয়াট এ কনভার্সন টা তখন ই হবে। তার মানে মিটার ১০০ কিলোওয়াট ঘন্টা এনার্জি বিতরণ এর পর আপনার বাসার পাওয়ার ট্রিপ করে দিবে।

টাকা শেষ হয়ে গেলে বাসার পাওয়ার অটোমেটিক বন্ধ হয়ে যায় কিভাবে?

মিটারে একটা রীলে থাকে। যেখানে আপনার বরাদ্দ ইউনিট শেষ হবার সাথে সাথেই NC contact কে NO contact করে দিবে। ফলে আপনার বাড়ির পাওয়ার অফ হয়ে যাবে। এখন, এত কাজ যে এই মিটার করতেছে যেন তার মস্তিষ্ক আছে। আসলে ব্যাপারটা পুরাই সেন্সর এর খেলা। এখানে Counter sensor, voltage, current sensors, 4 quadrant processor, analogue to digital converter, power relay বিভিন্ন ধরনের ডিভাইস থাকে। তাই খুব অল্প সময়েই ঘটে থাকে ব্যাপারগুলো।

বিদ্যুৎ বিল হিসাব বিস্তারিত পড়ুন

ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন বিস্তারিত পড়ুন

Courtesy: Iqbal Mahmood

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here