পিডিবি নিয়োগ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল উপসহকারি প্রকৌশলী প্রশ্ন নমুনা

0
8706
পিডিবি নিয়োগ

পিডিবি নিয়োগ প্রশ্ন প্যাটার্ন

পূর্ণমাণঃ ১০০
সময়ঃ ১ ঘন্টা ৩০ মিঃ
প্রত্যেক প্রশ্নের মান ডানপাশ্বে দেওয়া আছে
প্রশ্নের নিচে খালি জায়গায় উত্তর প্রদান করতে হবে
শুধুমাত্র রচনামুলক ৫টি সহ সকল প্রশ্নের উত্তর দিতে হবে

অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলীঃ (১৫ * ১) =১৫

১) স্ফুটনাংক কাকে বলে ?

২)আপেক্ষিক তাপের একক কি ?

৩)রিনোল্ড নাম্বার কি ?

৪) ইকোনমাইজার কাকে বলে?

৫) কপ কি ?

৬) ল্যামির সুত্রটি লিখুন ।

৭) ট্রান্সফরমারের কাজ কি ?

৮) জেট ইঞ্জিন কোন নীতিতে চলে ?

৯) স্যাগ নির্ণয়ের সূত্রটি লিখুন ।

১০)কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কোন টারবাইন ব্যবহার করা হয় ?

১১)পাওয়ার ফ্যাক্টর কাকে বলে ?

১২)চেইন রিয়্যাকশন কি ?

১৩) পাম্পের স্লিপ কাকে বলে ?

১৪) কাঠের পোলের ব্যবহার কোথায় দেখা যায় ?

১৫) সুপ্ত তাপ কি/কাকে বলে ?

সংক্ষিপ্ত প্রশ্নাবলীঃ (১০* ৩) = ৩০

১)পাওয়া প্লাণ্ট ও পাওয়ার হাউজের মধ্যে পার্থক্য লিখুন ।

২)জ্বালানী কত প্রকার ? কি কি ? লিখুন ।

৩)৫টি প্রাইম মুভারের নাম লিখুন

৪)ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের মধ্যে ৪টি পার্থক্য লিখুন ।

৫) একটি অটো চক্রের কম্প্রেশন রেশিও 4 হলে দক্ষতা কত ?

৬) কি কি বিষয়ের উপর ট্রান্সমিশন লাইনের স্যাগ নির্ভর করে ?

৭) ওয়াটার টিউব ও ফায়ার টিউব বয়লারের মধ্যে ৪ টি পার্থক্য লিখুন ।

৮) ট্রান্সমিশন লাইনের দ্রুবকগুলো কি কি ? লিখুন ।

৯) একটি অটো চক্রের পিভি ও টিএস ডায়াগ্রাম অংকন করে এর বিভিন্ন প্রসেসগুলোর নাম লিখুন ।

১০)ট্রান্সফরমার ও ইন্ডাকশন মটরের মধ্যে ৪ টি পার্থক্য লিখুন।

রচনামূলক (5*5=25)

1) একটি বাষ্প বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিবেচ্য বিষয়গুলো লিখুণ ।

2)একটি বিদ্যুৎ কেন্দ্রের সংযুক্ত লোড 43MW,এবং সর্বচ্চ চাহিদা 20MW ,প্রতি বছর 61.5 10 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হলে,ডিমান্ড ফ্যাক্টর ও লোড ফ্যাক্টর এর মান কত ?

3)একটি 33KV ট্রান্সমিশন লাইনের প্রতি কিলোমিটারে পরিবাহির ওজন 680 Kg ,স্প্যানের দৈর্ঘ্য 260m, পরিবাহীর সর্বচ্চ পিড়ন 3100 Kg , সেফটি ফ্যাক্টর 2, যদি ভূমি থেকে পরিবাহির সর্বনিম্ন দুরত্ত্ব 10 মিঃ হয়, তবে ভূমি থেকে কত উপরে টাওয়ারে পরিবাহীটি লাগাতে হবে এবং স্যাগ কত ?

4)একটি কারনট ইঞ্জিন 650 K এবং 330 K তাপমাত্রার মাঝে কাজ করিয়া 150KJ কায সম্পন্ন করে । ইঞ্জিনটির দক্ষতা কত ?

5)একটি রেফ্রিজারেটরের ইভাপোরেটর প্রতি মিনিটে 22Kj শোষন করে এবং কন্ডেনসার প্রতিমিনিটে 27Kj পরিত্যাগ করে । উহার কপ কত ?

6) এক মিটার ব্যাসের 15 কিলোমিটার লম্বা একটি পাইপের ভিতর দিয়ে 1 m/s বেগে পানি প্রবাহিত হচ্ছে , ঘর্ষণ সহগ =0.005 হলে ঘর্ষণজনিত হেড লস নির্ণয় করুণ ।

পিডিবি নিয়োগ ২০১৮ এর প্রশ্ন প্যাটার্ন এমনটাই দেখা গিয়েছে। তবে ভবিষ্যতে পিডিবি নিয়োগ এর ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন ভিন্ন হতে পারে। পিডিবি নিয়োগ এর ক্ষেত্রে বেশ কিছু বই  অনুসরন করতে পারেন যেখানে পিডিবি নিয়োগ এর মডেল টেস্ট এবং প্যাটার্ন রয়েছে।

সংগৃহীত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here