আমরা জানি সার্কিট হলো একটি বন্ধ পথ যেখান দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে থাকে অর্থাৎ কারেন্ট চলার সম্পূর্ণ পথকেই সার্কিট বলে। সার্কিট প্রধানত দুই প্রকার।
- সিরিজ সার্কিট
- প্যারালাল সার্কিট
এছাড়া আরও এক ধরনের সার্কিট রয়েছে তা হলো সিরিজ-প্যারালাল বা মিশ্র সার্কিট যা সিরিজ ও প্যারালাল সার্কিট এর সমন্বয়ে গঠিত।
Series Parallel Circuit:
উপরের সার্কিট টি কোন সিরিজ সার্কিট বা কোন প্যারালাল সার্কিট নয় এটি একটি সিরিজ-প্যারালাল (Series Parallel) সার্কিট বা মিশ্র সার্কিট। R1 ও R2 দুটি রেজিস্টর সিরিজে সংযুক্ত রয়েছে এবং R3 ও R4 দুটি রেজিস্টর প্যারালালে সংযুক্ত রয়েছে।
It is very usefull to us.
Very good article. Nice and informative website?????
best online help this one in Bangladesh
Thank you so much brother
Excellent website for us ???.
Thank you so much bro
This website is really helpful for us.