বর্তমান পাওয়ার ফ্যাক্টর 0.80, কোম্পানির প্রয়োজন 0.99, এক্ষেত্রে কি করবেন?

অনেকের খুব ই আগ্রহ থাকে যে কত KVAR এর পিএফআই প্যানেল বসাব সেটা আমি কিভাবে হিসেব করব?

ফর্মূলা:

KVAR (Kilo Volt Ampere Reactive)

= Real Power x (tanA – tanB)

এখানে, Real Power হল কোম্পানির ব্যবহৃত মোট লোড বা কিলোওয়াট এর পরিমাণ। আর A হচ্ছে পূর্বের পাওয়ার ফ্যাক্টর এ ফেইজ এংগেল আর B হচ্ছে নতুন পাওয়ার ফ্যাক্টর এ ফেইজ এংগেল।

মনে করেন, আপনার কোম্পানি 2000 KW লোড ব্যবহার করে। এখন,

  • বর্তমান পাওয়ার ফ্যাক্টর 0.80
  • টার্গেট হল 0.99

তাহলে, বর্তমান পাওয়ার ফ্যাক্টরের এংগেল হবেঃ

A = cos-1(0.80) = 36.87 degree

প্রত্যাশিত পাওয়ার ফ্যাক্টরের ফেইজ এংগেল হবেঃ

B = cos-1(0.99) = 8.1 degree

এবার মানগুলো সূত্রে বসালেই হয়ে যাবে।

KVAR = 2000 x (tan36.87 – tan8.1)

= 2000 x 0.6

= 1200 KVAR

লক্ষ্য করলে দেখবেন আমার KVAR এর মান আমার মোট লোডের ৬০%। সাধারণত ফ্যাক্টরিতে KVAR এর রেটিং মোট লোডের ৬০% ই হয়ে থাকে।

KVAR ত জানলাম। এবার কত মানের ক্যাপাসিটর বসাব?? সেটারও হিসেব আছে।

ফর্মূলা :

C (capacitance) = KVAR ÷ (2πf x V x V)

= 1200 ÷ (2 x 3.1416 x 50 x 400 x 400)

= 23.87 uF

অর্থাৎ পিএফআই প্যানেলে 23.87 অথবা 25 uF মানের ক্যাপাসিটর বসাতে হবে

পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট সম্বন্ধে বিস্তারিত পড়ুন