ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করা ছাত্রছাত্রীদের ড্রীম জব হল পিজিসিবিতে চাকরি। কিন্তু আমাদের স্বপ্ন পিজিসিবি হলেও পিজিসিবি নিয়ে অনেক তথ্যই আমাদের অজানা। এরকম ক্যান্ডিডেইট আমি অনেক দেখেছি যারা এখানে জব করতে চায় কিন্তু এই কোম্পানি সম্পর্কে কিছুই জানেনা। চলুন আজ পিজিসিবি কি ধরনের প্রতিষ্ঠান, এখানে স্যালারি কেমন? বা প্যানশন সুবিধা আছে কিনা এসব বিষয়ে বিস্তারিত আলাপ হবে।
পিজিসিবি কি ধরনের প্রতিষ্ঠান?
- অনেকের ধারণা পিজিসিবি সরকারি প্রতিষ্ঠান। এমনকি এখানে জব করেও অনেকে নিজেকে সরকারি কর্মকর্তা মনে করেন। বস্তুত পিজিসিবি সরকারি কোন প্রতিষ্ঠান নয়।
- এটি বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রানালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত কোম্পানি।
- ১৯৯৬ সালে পিডিবি থেকে পৃথক হয়ে এই ট্রান্সমিশন কোম্পানি তৈরি হয় যা সমগ্র দেশে পাওয়ার ট্রান্সমিশনের কাজ করে। অর্থাৎ, বিভিন্ন পাওয়ার প্লান্টে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছে পৌঁছে দেয়ার জন্য যে ট্রান্সমিশন টাওয়ার, সাবস্টেশন আছে সেগুলো রক্ষণাবেক্ষণের কাজে এই কোম্পানি নিয়োজিত হয়েছে।
- পিজিসিবির ১৩২/৩৩ কেভি সাবস্টেশন ১১০ টি, ২৩০/১৩২ কেভি সাবস্টেশন ২১ টি, ৪০০/১৩২ কেভি সাবস্টেশন ৪ টি।
পিজিসিবি স্যালারি, প্যানশন সুবিধা কেমন?
- পিজিসিবিতে প্যানশন সুবিধা নেই। তবে চাকরি থেকে অবসরে গেলে Gratuity আছে।
- আর পিজিসিবিতে স্যালারি প্রতিবছর ৪% করে ইনক্রিমেন্ট হয়।
- ধরুন, আপনি পিজিসিবিতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে জয়েন করলেন। জয়েন করার সময় আপনার ব্যাসিক ৩৫,০০০ টাকা। এই স্যালারি প্রতি বছর ৪% করে ইনক্রিমেন্ট হবে।
অবসর নেয়ার পর আপনার গ্র্যাচুয়িটির হিসেব
পিজিসিবি জব থেকে অবসর নেয়ার পর আপনার Gratuity টাকার পরিমাণ হবে,
Gratuity = অবসরে যাবার সময় ব্যাসিক স্যালারি x ২.৫ x সার্ভিস ইয়ার
ধরেন, আপনি অবসরে যাওয়ার সময় ব্যাসিক হল ১,০০,০০০ টাকা। আপনি ৩০ বছর চাকরি করার পর অবসর নিলেন। তাহলে আপনার Gratuity এর পরিমাণ হবে,
Gratuity = ১,০০,০০০ x ২.৫ x ৩০ = ৭৫,০০,০০০ টাকা। অর্থাৎ আপনি ৭৫ লক্ষ টাকা নিয়ে অবসরে যাবেন। তাছাড়া আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা ত আছেই। আপনার স্যালারি থেকে প্রতি মাসে ১০% করে কেটে নেয়া হবে প্রভিডেন্ট ফান্ডের জন্য। সেই টাকাটাও Gratuity এর সাথে দিয়ে দেয়া হবে।
অনেকেই প্রশ্ন করে থাকেন, পিজিসিবি জব কি স্থায়ী?
- জি, স্থায়ী তবে সেটা আপনার কর্মদক্ষতার উপর। আপনি জয়েন করার ১ বছর পর আপনার কাজের মূল্যায়ন করা হবে।
- এমনকি একটি বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হবে যেখানে ভাল পারফর্ম করতে হবে। অন্যথায় আপনাকে চাকরিচ্যুত করা হবে।
- যদিও এখন পর্যন্ত এমন কোন ঘটনা ঘটেনি।
- এই মার্কিং করে থাকেন আপনার উর্দ্ধতন অফিসার বা বস। আর পাঁচ বছর অন্তর অন্তর জব নবায়ন হবে৷
চাকরি সংক্রান্ত আরো কিছু আর্টিকেল
DPDC সরকারি নাকি বেসরকারি প্রতিষ্ঠান? | এই জবের সুযোগ-সুবিধা
BREB এবং PBS কি একই প্রতিষ্ঠান? | তুলনামূলক আলোচনা
কোন প্রশ্নের উত্তর না দিয়েও যেভাবে জব হল পিজিসিবিতে | কিন্তু কিভাবে?