আমাদের প্রাত্যহিক জীবনে ইনভার্টার খুব গুরুত্বপূর্ণ ডিভাইস। বাসাবাড়িতে এবং অফিস আদালতে ইনভার্টার ব্যবহার করতে দেখা যায়। পাওয়ার কোম্পানি থেকে সরবরাহকৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে ইনভার্টার আপনাকে বিদ্যুৎ সরবরাহ দিবে। মানবদেহে যেমন বিভিন্ন রোগ দেখা দেয় তেমনি একটি ডিভাইসেও নানা সমস্যার সৃষ্টি হতে পারে। ইনভার্টারও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। চলুন আজ ইনভার্টারের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আড্ডা হবে।
ইনভার্টার চালু না হওয়া
ইনভার্টারের বিভিন্ন সমস্যার মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যাটি হল ইনভার্টার চালু না হওয়া। এর বিভিন্ন কারণ হতে পারে। যেমনঃ
- ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন হলে।
- ব্যাটারির টার্মিনাল লুজ হলে।
- ব্যাটারি দুর্বল হয়ে গেলে।
- ব্যাটারিতে চার্জ না থাকলে।
- ব্যাটারির টার্মিনালের উল্টো সংযোগ দেয়া হলে।
সমাধানের উপায়
- পাওয়ার সুইচ চেক করা এবং প্রয়োজনবোধে রিপেয়ার করা।
- ব্যাটারির ফল্ট থাকলে তা চেঞ্জ করে রিসেট করে নিতে হবে।
- যদি ব্যাটারি দুর্বল হয় তাহলে তা পুনরায় চার্জ করে নিতে হবে আর যদি ব্যাটারি খুব পুরাতন হয় তাহলে পাল্টাতে হবে।
- যদি ব্যাটারি টার্মিনাল লুজ হয়ে যায় তাহলে ব্যাটারি খুলে তা ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।
ব্যাটারি চার্জ না নেওয়া
ইনভার্টারের সমস্যাগুলোর মধ্যে আরেকটি সাধারণ সমস্যা হল ব্যাটারি চার্জ না নেয়া। এ সমস্যার উল্লেখযোগ্য কারণগুলো হলঃ
- ব্যাটারি ডেড হলে এমনটি হতে পারে।
- রেক্টিফায়ার সার্কিটে সমস্যা হলে।
- ফিউজ গলে গেলে।
- ব্যাটারি কানেকশন লুজ হয়ে গেলে।
সমাধান
- যদি ব্যাটারি ডেড হয় তাহলে তা চেঞ্জ করে নেয়াই শ্রেয়।
- ফিউজ বা চার্জিং সার্কিটে প্রব্লেম হলে তা রিপেয়ার করে নিতে হবে।
ব্যাক আপ টাইম হ্রাস পাওয়া
আরেকটি উল্লেখযোগ্য সমস্যা হল ব্যাটারির ব্যাক আপ টাইম হ্রাস পাওয়া। এই সমস্যার নেপথ্যে যে কারণগুলো থাকতে পারে সেগুলো হলঃ
- বাসার লোড অতিরিক্ত পাওয়ার কনজিউম করলে এ সমস্যা দেখা দিতে পারে।
- ব্যাটারি ভালভাবে চার্জ না হলে।
- ব্যাটারির ইলেকট্রোলাইটে ঘাটতি হলে।
এরকম সমস্যা যেভাবে সমাধান করবেন
- বাসায় এক্সট্রা লোড থাকলে তা দূরীভূত করা।
- ইলেকট্রোলাইটে ঘাটতি হলে ডিস্টিলড ওয়াটার দিয়ে ব্যাটারিকে টপ আপ করে নিতে হবে। কারণ আমরা জানি, পানি ইলেকট্রোলাইট তৈরির অন্যতম মাধ্যম। তবে পানি পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে।
পাওয়ার ইনভার্টার শুধুমাত্র ইনভার্টার মোডেই কাজ করে
অনেক সময় দেখা যায় ইনভার্টার বিদ্যুৎ এলে মেইন সাপ্লাই এর সাথে আর সংযোগ করতে পারেনা। তখনও ইনভার্টার মোডেই কাজ করে। এরকম সমস্যা হলে প্রথমেই পাওয়ার ক্যাবল এবং ফিউজ চেক করে নিতে হবে। সাধারণত ভোল্টেজ হাই/লো হয়ে গেলে এমনটা হতে পারে। এজন্য একটি স্ট্যাবিলাইজার আইপিএস এর সাথে ইনস্টল করা যেতে পারে। তাহলে এরকম সমস্যা আর দেখা দিবেনা।
ক্রমাগত এলার্ম বাজা
সাধারণত ওভারলোডের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটতে দেখতে যায়। আইপিএস বা ইনভার্টারের মধ্যে কুলিং ফ্যান থাকে। সাধারণত ওভারলোডের ক্ষেত্রে অতিরিক্ত তাপ অবদমন করতে কুলিং ফ্যান দারুণ সহায়ক। ইনভার্টারের মাথা গরম হয়ে গেলে ঠান্ডা করে এই কুলিং ফ্যান। কোন কারণে কুলিং ফ্যান নষ্ট হয়ে গেলে তখন ভেতরে ওভারহিটেড হয়ে এলার্ম সার্কিটের সাথে সংযুক্ত রিলে এলার্মকে টার্ন অন করে। এমতবস্থায় কুলিং ফ্যান মেরামত বা পরিবর্তন করে নিলেই সমস্যার সমাধান পাওয়া যায়।
পাওয়ার ইনভার্টারের এল সি ডি ডিসপ্লের ভূল কোড প্রদর্শন করা
এই সমস্যা আউটডোর এবং ইনডোরের উভয়ের যেকোন একটিতে ত্রুটি হলে দেখা যায়। কাউন্টার সার্কিটে প্রব্লেম হলে এ সমস্যা দেখা যায়। ব্যাটারি ক্যাবল, আউটপুট এবং ইনপুট ওয়্যারে প্রব্লেম থাকলেও এ সমস্যা দেখা যায়। তাই এই ক্ষেত্রে ক্যাবল চেঞ্জ করা জরুরি।
নয়েজ প্রব্লেম
ইনভার্টারের ভেতর থেকে মাঝেমধ্যে কুলিং ফ্যানের হাওয়ার শব্দ পাওয়া যায়। এই নয়েজ শুনে ভয় পাওয়ার কিছু নেই। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু হাওয়ার নয়েজ ব্যতীত অন্য কোন নয়েজ হলে সেটা চিন্তার বিষয়। কুলিং ফ্যানে ময়লার জমে গেলেও অনাকাঙ্ক্ষিত নয়েজ শুনা যায়। এক্ষেত্রে কুলিং ফ্যান পরিষ্কার করে নিলেই সমস্যার সমাধান পাওয়া সম্ভব।
ইনভার্টার নিয়ে আরো কিছু পোস্ট
ইনভার্টার সম্বন্ধে বিস্তারিত আলোচনা ও কিছু কথা | Inverter
খুব সহজে বানিয়ে ফেলুন ডিসি টু এসি ইনভার্টার সার্কিট