আরমান একটি সরকারি ভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। সে ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তিত। তার এক মামা বেক্সিমকো ফার্মার খুব অভিজ্ঞ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাই আরমান তার মামার সাথে দেখা করল নিজের ক্যারিয়ার নিয়ে আলোচনা করার জন্য। মামা খুবই ব্যস্ত মানুষ। তবুও ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করলেন ভাগ্নের সাথে ক্যারিয়ার সংক্রান্ত আড্ডা দেয়ার জন্য। আরমান এবং তার মামা একটি চাইনিজ রেস্তোরায় দেখা করল এবং চাইনিজ খেতে খেতে ক্যারিয়ার সংক্রান্ত আড্ডা দিতে লাগল। আজ সেই আড্ডার সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করব।
মামার কথার মূল মর্ম হল সার্টিফিকেট অর্জন করার মানেই একজন প্রকৌশলী হওয়া নয়, সেই পথে পরিভ্রমণের টিকিট লাভ করা। আর এই পথ পরিভ্রমণ কিন্তু এতটা সহজতর নয়। খুব ধৈর্য, প্রবল মনোবল আর পরিশ্রমী মনোভাব থাকতে হবে। তাই খুব কম লোকই এই পথ পাড়ি দিতে পারে। আর পরিভ্রমণের এই পথকে সুগম করতে হলে একজন ইঞ্জিনিয়ারকে যে কাজগুলো সম্পর্কে ধারণা থাকা আবশ্যক সেগুলো নিচে উল্লেখ করা হলঃ
হাউজ ওয়্যারিং
একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শুধু PLC, VFD নিয়ে ব্যস্ত কিন্তু হাউজ ওয়্যারিং সম্পর্কে ভাল ধারণা নেই যা অত্যন্ত বিব্রতকর ও লজ্জাজনক একটি ব্যাপার।
তাই আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সবার আগে হাউজ ওয়্যারিং সম্পর্কে জ্ঞান অর্জন করুন। তারপর অন্যান্য সিস্টেমে যান। হাউজ ওয়্যারিং সিস্টেমটা জানা থাকলে আপনি কোন ইন্ডাস্ট্রিতে জব না করলেও বিভিন্ন কনসাল্টিং ফার্মের সাথে যুক্ত হয়ে হাউজ ওয়্যারিং, ড্রয়িং করেই অর্থ উপার্জন করতে পারবেন।
IPS
আপনার বাসায় একটি IPS নিয়ে এসেছেন । এখন কি 500/ 1000 টাকা দিয়ে একটি মিস্ত্রি এনে IPS setting এর কাজগুলো আপনি করাবেন ?
অবশ্যই না। আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অবশ্যই আপনাকে এই কাজটি জানতে হবে এবং নিজে নিজেই করতে হবে। এতে করে কাজটি নিজের মনের মত করতে পারলেন এবং আর্থিক দিক দিয়ে আপনি অনেক সাশ্রয়ী হলেন।
ধরুন একটি কোম্পানিতে আপনি চাকরি করেন । আপনি যে ডিপার্টমেন্টেই থাকুন না কেন আপনার প্রতিষ্ঠানে একটি IPS আছে। হঠাৎ সমস্যা হল ।
আপনার প্রতিষ্ঠানের কোনো কলিগ অথবা ম্যানেজমেন্ট আপনাকে মেনশন করে বলল ইঞ্জিনিয়ার সাহেব তো আছেই দেখেনতো IPS টির কি হয়েছে ?
এখন আপনি অফিসে মাঞ্জা মেরে সাদা শার্ট পড়ে গিয়েছেন আর নষ্ট হল আইপিএস। আপনিতো IPS এর কাজ জানেন না কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। অনেক চেষ্টা করেও IPS ঠিক করতে পারলেন না ।
আপনার সাদা সার্ট টি ইঞ্জিন লুব্রিকেটিং অয়েল লাগলে যেমন কালো হয়ে যায় তেমন কালো হয়ে গেছে। তারপরও কোন কাজ হল না।
তখন একটি ইলেকট্রিশিয়ান ডাকা হলো। ইলেকট্রিশিয়ান 5 মিনিটের মধ্যে চেক করে দেখলেন IPS Machine ঠিক আছে কিন্তু ব্যাটারি ডিস্টিল ওয়াটার নেই একেবারে শুকিয়ে গেছে যার ফলে ঠিকমতো Power দিচ্ছে না।
ইলেকট্রিশিয়ান ডিস্টিল ওয়াটার ঢেলে দিলেন এবং কিছু সময় পর চার্জ হওয়ার পরে IPS ওকে।
অথচ আপনি ব্যাটারি ধারে কাছেও যাননি। শুধু কানেকশন নিয়ে গুতাগুতি করেছেন না বুঝেই। তখন নিজের চুল নিজেই ছিঁড়তে মনে চাইবে অফিসের মধ্যে। পারলে হিরো না পারলে জিরো।
আপনার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠবে সামান্য একটি কাজের জন্য। তাই অবশ্যই IPS এর কাজ যারা আপনার জন্য অত্যাবশ্যকীয়। তার সাথে সাথে আপনাকে IPS এর Load calculation, Battery capacity, কত ঘন্টা Back up ইত্যাদি অবশ্যই জানতে হবে।
UPS
আপনার বাসা কিংবা অফিসে হোক যখন আপনি কোন কম্পিউটার বা ডেক্সটপ চালাবেন তখন অবশ্যই আপনাকে এক্সট্রাপাওয়ার ব্যাকআপের জন্য ups ব্যবহার করতে হবে ।
তাই টুকিটাকি UPS এর কাজ জানা আপনার অনেক দরকার।
যেমন হঠাৎ পাওয়ার চলে গেল ইউপিএস এর। চেক করে দেখা গেল ফিউজ কাটা। এটা আপনাকে জানতে হবে।
ব্যাটারি চেঞ্জ করা জানতে হবে ইত্যাদি।
সিংগেল ফেজ মোটর কানেকশন এবং ট্রাবলশুটিং
আপনার নিজের বাড়ি হোক বা শ্বশুরবাড়ি হোক বা আত্মীয়স্বজনের বাড়ি হোক অথবা অফিসে হোক অনেক সময় একটি সিঙ্গেল ফেজ পানির মোটরে সমস্যা দেখা দিতে পারে। এই কাজটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং করতে হবে।
ফ্রিজ
ফ্রিজের কিছু টুকটাক সমস্যা আপনার জানা একান্ত দরকার।
এটা নিজের বাড়ি হোক বা ছোট বোনের বাড়ি হোক বা শ্বশুরবাড়ি হোক অনেক সময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে এ কাজটি দেয়া হতে পারে। ফ্রিজের সবচেয়ে বড় সমস্যা হল ফ্রিজে পাওয়ার পাচ্ছে না অথবা ফ্রিজের এয়ার ঠান্ডা হচ্ছে না।
এই সমস্যাগুলো আপনাকে চেক করতে হবে। ফ্রিজের ভিতরের ফিউজ কাটা, রিলে কাজ করতেছে না, কম্প্রেসর চলে না বা কোন লাইন ইঁদুরে কেটে ফেলেছে, ফ্রিজের নিউট্রাল পাচ্ছে না, আর্থিং সমস্যা ইত্যাদি জিনিসগুলো আপনাকে চেক করতে হবে।
টিভি
আধুনিক সভ্যতায় বাংলাদেশের কমবেশি সব ঘরেই টিভি খুঁজে পাওয়া যাবে।
তাই টিভির টুকটাক সমস্যা আপনাকে জানতে হবে। শ্বশুর বাড়ি গিয়ে কাচ্চি বিরিয়ানি খাচ্ছেন আর টিভি দেখছেন।
হঠাৎ টিভি বন্ধ হয়ে গেছে যদি টিভির উপর কমবেশি ধারণা থাকে তাহলে টিভিটা রিপেয়ার করতে পারবেন। তখন এক্সট্রা একটা যত্ন পাবেন।
সিলিং ফ্যান
আধুনিক সভ্যতার এমন কোন ঘর নেই যেখানে সিলিং ফ্যান নেই। আর সিলিং ফ্যান কম বেশি সমস্যা হতেই পারে। তাই অত্যন্ত গুরুত্বের সাথে সিলিং ফ্যানের ট্রাবলশুটিংগুলো শিখে ফেলুন এখনই। চার্জার লাইট, চার্জার ফ্যান, ব্লেন্ডার মেশিন, আইরন মেশিন ইত্যাদির কাজগুলো জানা একান্ত দরকার। সাধারণত পাখা উল্টা ঘুরা, বাতাস কম লাগা, বিয়ারিং এ জ্যাম খেয়ে নয়েজ তৈরি এই সমস্যাগুলো ফ্যানের হয়ে থাকে।
ক্যারিয়ার সংক্রান্ত আরো কিছু পোস্ট
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার পরিকল্পনা টিপস
Diploma in Engineering-এ যে কারনে পড়াশুনা করবেন বা এড়িয়ে যাবেন