আর্টিকেলের শুরুতেই আমি আর্থ ফল্ট কি সে ব্যাপারে আলোকপাত করতে চাই। আর্থ ফল্ট হল লাইভ পরিবাহী এবং পৃথিবীর মধ্যে বৈদ্যুতিক ত্রুটি। এর একটি বিশেষ কারণ হল ইন্সুলেশন নষ্ট হওয়া। যখন ত্রুটি ঘটে তখন শর্ট-সার্কিট কারেন্ট সিস্টেমের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এই কারেন্ট পৃথিবী বা যে কোনও বৈদ্যুতিক সরঞ্জামের মাধ্যমে ফিরে আসে। এই ফল্ট কারেন্ট পাওয়ার সিস্টেমের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে এবং পাওয়ার সাপ্লাই এর ধারাবাহিকতাও ব্যাহত করে।
Restricted Earth Fault Protection স্কিম ব্যবহার করে আর্থ ফল্ট সমাধান করা যেতে পারে। আর্থ ফল্ট প্রটেকশন স্কিমে আর্থ ফল্ট রিলে থাকে, যা সার্কিট ব্রেকারকে ট্রিপিং কমান্ড দেয় এবং তা ফল্ট কারেন্টকে অবদমন করে। নীচের চিত্রে দেখানো কারেন্ট ট্রান্সফরমারগুলোর অবশিষ্ট অংশে আর্থ ফল্ট রিলে স্থাপন করা হয়েছে। এই রিলে পাওয়ার ট্রান্সফরমারের ডেল্টা বা স্টার ওয়াইন্ডিংকে ফল্ট কারেন্ট থেকে রক্ষা করে। ট্রান্সফরমারের স্টার বা ডেল্টা উইন্ডিং এর সাথে আর্থ ফল্ট রিলে এর সংযোগ নিচের চিত্রে দেখানো হয়েছে।
কারেন্ট ট্রান্সফরমারগুলো প্রটেকশন রিজিওনের উভয় পাশে স্থাপন করা হয়। কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি টার্মিনাল রিলের সাথে সমান্তরালভাবে সংযুক্ত থাকে।
Restricted Earth Fault Protection সিস্টেম কিভাবে কাজ করে?
ট্রান্সফরমারের স্টার কানেক্টেড সাইড Restricted Earth Fault Protection সিস্টেমের মাধ্যমে সুরক্ষিত থাকে। নিচে ব্যাপারটি চিত্রের সাহায্যে বুঝানো যাক।
- ধরা যাক, F1 নেটওয়ার্কে এক্সটার্নাল ফল্ট ঘটে।
- এই ফল্টটি I1 এবং I2 কারেন্ট তৈরি করে যা CT এর সেকেন্ডারিতে প্রবাহিত হয়।
- I1 এবং I2 এর ফলে কারেন্ট শূন্য হয়ে যায়।
- যখন প্রটেকশন রিজিওন F2 এর মধ্যে ত্রুটি দেখা দেয়, তখন শুধুমাত্র বর্তমান I2 বিদ্যমান, এবং I1 কে বিবেচনার বাইরে রাখা হয়।
- কারেন্ট I2 আর্থ ফল্ট রিলে দিয়ে যায়।
- আর্থ ফল্ট রিলে শুধুমাত্র প্রটেকটিভ রিজিওনের অভ্যন্তরীণ ত্রুটির জন্য কাজ করে।
- আর্থ ফল্ট রিলের ত্রুটি অনুধাবন করার জন্য খুব সেন্সেটিভ হতে হবে।
- রিলে ফল্ট কারেন্ট সেন্সিং করার জন্য ডিজাইন করা হয়েছে যা রেটিং করা উইন্ডিং কারেন্টের চেয়ে 15% বেশি।
- চুম্বকীয় ইনরাশ কারেন্ট এড়ানোর জন্য স্ট্যাবল কারেন্ট রিলে সিরিজে সংযুক্ত থাকে।
এই সিস্টেমের এরুপ নামকরণের কারণ কি?
কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। এক্ষেত্রেও ব্যাপারটি একই রকম। কাজের মাধ্যমেই বুঝা যায় তার নাম। এই ধরনের সিস্টেম উইন্ডিং এর একটি নির্ধারিত/লিমিটেড অংশ রক্ষা করতে সক্ষম। তাই তার নাম হল Restricted Earth Fault Protection।
প্রটেকশন নিয়ে আরো কিছু আর্টিকেল পড়ুন