প্রিয় পাঠকবৃন্দ, গত পর্বে আপনাদের সাথে বাংলাদেশের পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশন কোম্পানিগুলো নিয়ে গল্প করেছিলাম। আজ আপনাদের সাথে বিতরণ কোম্পানি নিয়ে গল্প হবে ইনশাল্লাহ।
পাওয়ার গ্রীড কোম্পানি হল গভীর খরস্রোতা নদীর মত। নদী থেকে যেমন এলাকার বিভিন্ন মানুষ নিত্য প্রয়োজনের জন্য পানি নিয়ে যায় তেমনিভাবে জাতীয় গ্রীড থেকেও বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানি বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের মাঝে বিতরণ করে। সাধারণত ৩৩/১১ কেভি সাবস্টেশন ব্যবহার করে বিতরণ কোম্পানিগুলো গ্রাহক এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে ১১ কেভি প্রেরণ করে থাকে। চলুন প্রথমে বাংলাদেশের পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর একটি তালিকা তৈরি করা যাক।
পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি
- Bangladesh Power Development Board
- Dhaka Power Distribution Company Ltd
- Dhaka Electric Supply Company Ltd
- Northern Electricity Supply Company Ltd
- West Zone Power Distribution Company Ltd
- Bangladesh Rural Electrification Board
Bangladesh Power Development Board
- পিডিবি দেশের ৪০ ভাগ ভোক্তাদের সেবা প্রদান করে থাকে।
- দেশে বিদ্যুৎ সরবরাহ লাইন রয়েছে ২০৯.৯৩২ কিলোমিটার, এর মধ্যে পিডিবির লাইন ২৯.১৭৬ কিলোমিটার।
- বিউবো বর্তমানে একক ক্রেতা হিসাবে বিদ্যুতের ক্রয় ও বিক্রয়, বিদ্যুৎ উৎপাদন এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লি:, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লি:, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লি:, নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লি: এর এলাকা ব্যতীত দেশের অন্যান্য অংশে বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
Dhaka Power Distribution Company Ltd
- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ডিপিডিসি) বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ বিতরণ কোম্পানী।
- DESA (Dhaka Electric Supply Authority) থেকে সকল সম্পদ ও দায় দায়িত্ব গ্রহণ করে ১লা জুলাই, ২০০৮ থেকে কোম্পানী বাণিজ্যিকভাবে অপারেশন শুরু করে।
- ডিপিডিসি ৬,৫৫,৯০৮ জন গ্রাহক নিয়ে তার অপারেশন শুরু করে এবং বর্তমানে গ্রাহকের সংখ্যা ১৪,০৪,৬১৩ (সেপ্টেম্বর, ২০২০) এ পৌঁছেছে।
Dhaka Electric Supply Company Ltd
- সরকারি মালিকানাধীন দেশের প্রথম বিদ্যুৎ বিতরণ কোম্পানি হিসেবে ৩ নভেম্বর ১৯৯৬ ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর যাত্রা শুরু হয়।
- মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বাড্ডা, টঙ্গী এবং পূর্বাচলসহ প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিঃ এর আওতাভূক্ত।
- ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্রের সংখ্যা ৫টি, ৩৩/১১ কেভি উপকেন্দ্রের সংখ্যা ৪৪ টি, ১১ কেভি ফিডার সংখ্যা ৪২৫ টি।
- ডেস্কোর সিস্টেম লস বর্তমানে ৪.৯৪%।
Northern Electricity Supply Company Ltd
- নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর একটি প্রতিষ্ঠান।
- নেসকো লিঃ উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ টি জেলার আওতাধীন ২৪ টি উপজেলা শহর ও শহরাঞ্চলের প্রায় ১৫ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ বিতরণ করে আসছে।
- এই কোম্পানির ৫০ টি বিক্রয় ও বিতরণ বিভাগ/ বিদ্যুৎ সরবরাহ ইউনিট রয়েছে।
West Zone Power Distribution Company Ltd
- নভেম্বর, ২০০২ সালে বিদ্যুৎ বিতরণ কোম্পানী হিসেবে ওজোপাডিকো গঠন করা হয়।
- ২০০৩ সালে বিউবোর বিতরণ, পশ্চিমাঞ্চল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভৌগোলিক এলাকা বাদে, খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর বিভাগের ২১টি জেলা ও ২০টি উপজেলায় কর্মরত মানবসম্পকে ওজাপাডিকোতে লিয়েনে হস্তান্তর করা হয়।
Bangladesh Rural Electrification Board
- ১৯৭৭ সালে এক সরকারি অধ্যাদেশবলে এ বোর্ড গঠিত হয় এবং ১৯৭৮ সালের প্রথম থেকেই বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ ও বিদ্যুৎ বিতরণের কাজ শুরু করে।
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনস্থ বিভিন্ন জেলায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে।
- পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে গড় সিস্টেম লসের হার প্রায় ১৪.৫০%
- জাতীয় গ্রিড হতে ৩৩ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ৩৩/১১ কেভি উপকেন্দ্র হতে ১১ কেভি ফিডারের মাধ্যমে সরাসরি গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
পাওয়ার কোম্পানি নিয়ে আরো কিছু পোস্ট