ক্যাপাসিটর ব্যাংক সম্বন্ধে প্রাথমিক ধারণা | Capacitor Bank

0
3987
Capacitor bank

উপরের চিত্রে মার্কিং করা জিনিসটি ডিস্ট্রিবিউশন লাইনে কখনো লক্ষ্য করেছেন কি? অনেকেই লক্ষ্য করেছেন আশা করি। রাস্তাঘাটে চলাফেরার সময় প্রায়শ ই চোখে পড়ে।

অনেকেই হয়তো এর নাম জানি আবার অনেকেই দেখেছি কিন্তু জিনিসটির ব্যাপারে অবগত নয়। চলুন জেনে আসা যাক।

ইন্সট্রুমেন্ট টি হল “ক্যাপাসিটর ব্যাংক“। ডিস্ট্রিবিউশন লাইন এর সাথে প্যারালালি সংযুক্ত থাকে।

এখন প্রশ্ন চলে আসে, ক্যাপাসিটর ব্যাংকের কাজটা কি?

আমরা জানি, ক্যাপাসিটর এক ধরনের রিয়েক্টিভ ইলিম্যান্ট। এটা এনার্জি মজুত করে রাখতে পারে আবার ফিডব্যাক ও দিতে পারে। ডিস্ট্রিবিউশন ভোল্টেজ লস কমানোর জন্যই এই ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করা হয়। এছাড়াও তার আরো একটি গুরুত্বপূর্ণ কাজ আছে তা হল সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা।

তবে এটাও একদম সাধু পুরুষ নয়। কোন কিছুই পৃথিবীতে ১০০% মঙ্গল বয়ে আনেনা। কিছু অপকার করবেই। তেমনি এই ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার এর দরুণ সিস্টেম এ গ্রাহক / লোড সাইডে কিছু অযাচিত ভোল্টেজ তৈরি হতে পারে। যেটাকে আমরা বলি ফেরান্টি ইফেক্ট। যদিও এই ইফেক্ট থেকে রক্ষা পাওয়ার জন্য টেকনিক্যাল সলিউশান আছে। সে নিয়ে অন্যদিন গল্প হবে।

Courtesy: Iqbal Mahmood

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট সম্বন্ধে বিস্তারিত পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here