ট্রান্সমিশন লাইনে করোনা ইফেক্ট | Corona Effect in Transmission Line

1
3922
করোনা ইফেক্ট

কেমন আছেন সবাই? আশা করি, ভাল আছেন। আজকে একটা সুপরিচিত ব্যক্তিত্ব নিয়ে বকবক করতে আসলাম। ভদ্র মহাশয়ের নাম অনেকেই শুনেছি। উনার নাম ” করোনা ইফেক্ট (Corona Effect) “. আজকে মহাশয়কে নিয়ে একটু আড্ডা দিব, সমালোচনা করব আপনাদের সাথে। সাথে যদি হয় কুকিজ আর চা তহলে ত জমে ক্ষীর 🙂

ধরুন, মনটা ভাল নেই। তাই রাতের আকাশের চাঁদ দেখে মনটা ভাল করার জন্য ছাদে গেলেন। গিয়ে দেখলেন আকাশের চাঁদ এর চারপাশে বৃত্তাকার এক আলোর আভার সৃষ্টি হয়েছে। সেটাকেই Astronomy তে Corona হিসেবে গণ্য করা হয়।

সাধারণত চাঁদ যখন পৃথিবী & সূর্যের মাঝে অবস্থান করে তখন এই দৃশ্য চোখে আসে। Corona effect এই শব্দটাও তার সাথে মিল করে করা হয়েছে। এখন হয়তো অনেকেই একটু একটু আন্দাজ করতে পারছেন মহাশয় এর ব্যাপারে।

Electrical Transmission লাইনে এই ইফেক্ট টা দেখা যায়। কেন???????!!!!!!!!

যখন ট্রান্সমিশন system এ দুটো conductor এর মধ্যে Spacing টা পারফেক্ট হয়না তখন এই ঝামেলার সৃষ্টি হয়। এখন হয়তো অনেকের চোখে বৈদ্যুতিক খুটি ভেসে উঠছে 😀 এখন Spacing Perfect না হলে কেন এই সমস্যা হবে?

সাধারণত, Transmission line এ কন্ডাকটর গুলোর মাঝে একটি নির্দিষ্ট দূরত্ব রাখা হয়। যদি conductor এর দূরত্ব পারফেক্ট না হয় তখন দুই কন্ডাকটর এর মধ্যবর্তী Air Electrostatic stress এর কারণে সহজেই আয়নিত হয়ে পড়ে। ফলে Air insulation strength break করে। যেটাকে আমরা ” Breakdown strength ” বলে থাকি।

অর্থাৎ, প্রত্যেক conductor এর মাঝে যদি কোন insulator থাকে তাহলে তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয়। নাহলে একটি ভোল্টেজের উচ্চ চাপে ঐ অন্তরক পরিবাহীর ন্যায় আচরণ শুরু করে। এখন Air ionized হওয়ার ফলে বড় সড় বেগুনী স্পার্কিং সৃষ্টি করে, ঝিম ঝিম শব্দ করে আর এটাই করোনা ইফেক্ট (Corona effect).

ব্যাপারটা হল এইরকম যে দুইজন লোক যদি একজন লোককে পিটায় সে আর কতক্ষণ সহ্য করবে?? এক সময় বেহুশ হয়ে যাবে নাইলে মনের জোর দিয়ে প্রতিবাদ শুরু করবে।

এখন করোনার জন্য দায়ী কে কে?

  1. Conductor distance
  2. Air density between conductors
  3. Weather
  4. Frequency

করোনা কি শুধু AC এর জন্যই হয়? DC এর জন্য হয়না? হইলে লস কোনটাতে বেশি?

HVDC লাইন গুলোতে ও corona এর দেখা মিলে। কিন্তু loss, AC এর তুলনায় কম। কেন?

আমরা জানি, ফ্রিকুয়েন্সি mam এর সাথে করোনা স্যার এর রিলেশান আছে। ফ্রিকুয়েন্সি যত বেশি Corona loss তত বেশি। আর DC তো ফ্রিকুয়েন্সি ম্যাম এর কাছে পাত্তাই পায়না। তার মানে f = 0, তাহলে লসটাও অনেক কম। তাই ভালই হইছে রিলেশান না রেখে। আর DC এর কারেন্ট Whole one direction এ concentrated থাকে বলে লস হলেও কম হবে।

Courtesy: Iqbal Mahmood

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

করোনা ইফেক্ট, স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট, ফেরান্টি ইফেক্ট সম্বন্ধে বিস্তারিত পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here