LED Dimmer তৈরি করুন খুব সহজেই | LED Dimmer Circuit

আজ আপনাদের দেখাবো এমন একটি সার্কিট যার মাধ্যমে Led এর আলোকে কন্ট্রোল করা যায়। এই ধরণের সার্কিট এর ব্যবহার আলোক নিয়ন্ত্রন বিভিন্ন প্রজেক্ট এবং ইলেকট্রনিক্স ডিভাইস এ ব্যবহার হয়ে থাকে। চলুন কাজ শুরু করি।

প্রয়োজনীয় মালামাল:

  • Battery 9v – ১টি
  • 555 IC. – ১টি
  • Variable Resistor (10k) – ১টি
  • IN4007. – ২টি
  • Capacitor (100nf) – ১টি
  • LED – ১টি

বি:দ্র:- আপনারা যখন সার্কিট সংযোগ করবেন তখন নিচে উল্লেখিত প্রক্রিয়া ও সার্কিট Diagram একসাথে বুঝার চেষ্টা করবেন।

সার্কিট সংযোগ প্রক্রিয়া:

  • প্রথমে 555 টাইমারের ৮নং ও ৪নং পিন একত্র করে ব্যাটারির পজেটিভে সংযোগ করি।
  • এখন 555 টাইমারের ১নং পিন ব্যাটারির নেগেটিভে সযোগ করি।
  • এবার ভ্যারিয়েবল রেজিস্টরের ১ম পিন Diode এর Anode এ সংযোগ করি।
  • আবার ভ্যারিয়েবল রেজিস্টরের ২য় পিন  অন্য Diode এর Cathode এ সংযোগ করি।
  • এখন Diode এর অবশিষ্ট অংশদ্বয় একত্র করি।
  • এরপর 555 টাইমারে ৩নং পিনে Led এর পজেটিভ প্রান্ত এবং Led এর নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভে সংযোগ করি।
  • এবার  ভ্যারিয়েবল রেজিস্টরের অবশিষ্ট প্রান্ত 555 টাইমারে ৩নং পিনে সংযোগ করি।

কার্যপ্রণালী:

এই সার্কিটকে Led Dimmer বলা হচ্ছে, সাধারণত Led Dimmer মানে হলো Led Controller. এখানে Led এর আলোকে নিদিষ্ট কিছু Components ব্যবহার করে নিয়ন্ত্রণ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো 555 ic ও Variable Resistor.

এখানে Variable Resistor এর কাজ কি?

এই সার্কিটে ভেরিয়েবল রেজিস্টর মূল ভূমিকা পালন করে। নিচে ভ্যারিয়েবল রেজিস্টরের ছবি দেওয়া আছে। এখানে সার্কিট অনুযায়ী Variable Resistor এর ১নং পিনে পজেটিভ ভোল্টেজ যাবে এবং ২নং পিনে নেগেটিভ ভোল্টেজ গমন করবে যা রেকটিফায়ার দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখানে Variable Resistor এর ৩নং পিনটি 555 টাইমারের ৩নং পিনে দেওয়া আছে। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই Variable Resistor এর ৩নং পিন Led এর আলোকে নিয়ন্ত্রণ করে। এখানে ছোট Variable Resistor ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে Potentiometer ব্যবহার করতে পারেন।

সার্কিট বিশ্লেষণ:

  • এখানে 555 টাইমারের মধ্যে ভোল্টেজ প্রদান করার জন্য ৮নং পিন পজেটিভে সংযোগ করা হয়েছে।
  • ৪নং পিন Ic কে Reset করবে।
  • ১নং পিন নেগেটিভ ভোল্টেজ পাবে।
  • এখানে Diode দুটি কারেন্ট প্রবাহের দিক ঠিক রাখবে এবং Charge ও Discharge এ সাহায্য করবে।
  • এখানে Capacitor টি ২নং পিন কে Trigger বা সামান্য ভোল্টেজ প্রদান করে।

সাবধানতা:

  • Variable Resistor Adjust করার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি বল প্রয়োগ করা না হয়।
  • Diode সঠিকভাবে সংযোগ দিতে হবে।

আপনাদের সার্কিট তৈরি করতে কোন সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো Idea থাকলে আমাদের সাথে শেয়ার করবেন।

ভিডিওঃ