ডিসি মোটর কিভাবে কাজ করে থাকে – ডিসি মোটর সাধারণত ডিসি সোর্স গ্রহন করে এবং তা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। ডিসি জেনারেটর এবং ডিসি মোটরের গঠন একই রকম।
যখন ডিসি মোটরে বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয় তখন এর মধ্যকার ফ্লাক্স সমূহ নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যেতে থাকে এবং এর মধ্যকার সৃষ্ট কারেন্ট নর্থ পোলের দিকে যেয়ে থাকে। ফ্লেমিং এর বাম-হাত নিয়ম অনুয়ায়ি বিপরীত ক্লক-ওয়াইস ঘুরতে থাকে।